ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ

February 1969 Kobitar MCQ

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ পড়ে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের উওর দিন সহজেই। কেননা বিগত সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর স্কুল-কলেজ ও চাকরির পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য নিয়মিত পড়াশোনা করছেন। তারা ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা আলোচ্য বিষয়সহ কতিপয় সকল খুঁটিনাটি প্রশ্নের উত্তর জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন। আজকের এই পোস্টটি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ নিয়েই সাজানো হয়েছে। তাই এই পোস্টটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোরধ রইল। 

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার পাঠ পরিচিতি 

“ফেব্রুয়ারি ১৯৬৯” এই কবিতা কবি শামসুর রাহমানের ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। “ফেব্রুয়ারি ১৯৬৯” দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। ১৯৬৯ -এ পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এ দেশের সাধারণ ক্ষুব্দ হয়ে ওঠে ১৯৬৯-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। শামসুর রাহমান বিচিত্র শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতায়।

কবিতাটি দেশমাতৃকার প্রতি জনতার ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবাসা মানুষের আত্মদান ও আত্মহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। একুশের রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মহুতির মহাত্ম্য প্রগাঢ়তা লাভ করেছে। গদ্যছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অন্যন্য সংযোজন। 

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কবি পরিচিতি

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার রচিয়তা হলেন “শামসুর রাহমান”। তিনি ১৯২৯ সালের ২৩ এ অক্টোবর তারিখে ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসংদীর জেলার পাড়াতলি গ্রামে। তাঁর পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী এবং মায়ের নাম আমেনা খাতুন। তিনি ১৯৪৫ সালে ঢাকার পোগোজ স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে ১৯৪৭ সালে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। ১৯৫৭ সালে তিনি ‘দৈনিক মর্নিং নিউজ’ -এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে তিনি ‘দৈনিক পাকিস্তান’ (পরে দৈনিক বাংলা) পত্রিকায় যোগদান করেছিলেন। ১৯৪৯ সালে ‘সাপ্তাহিক সোনার বাংলা’ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়। আজীবন তিনি নিষ্ঠার সাথে কাব্যসাধনায় নিয়োজিত ছিলেন; তিনি ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে ছিলেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে রয়েছে লক্ষণীয় বৈশিষ্ট্য। 

শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ “প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে” রৌদ্র করোটিতে” বিদ্ধস্ত নীলিমা, নিরালোক দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, উদ্ভট উটের পিঠে চলেছে সন্দেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এছাড়াও তিনি গল্প-উপন্যাস, শিশু-সাহিত্য ও অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শামসুর রাহমান আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন। 

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ প্রশ্ন ও উত্তর

এইচএসসি ও চাকরির পরীক্ষার প্রস্তুতি সরূপ “ফেব্রুয়ারি ১৯৬৯” এ কবিতা থেকে MCQ পড়ে রাখা প্রয়োজন। আপনারা যারা এ বছর স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা “ফেব্রুয়ারি ১৯৬৯” এই কবিতার বহু নির্বাচনী প্রশ্ন-উত্তরগুলো জেনে রাখতে পারেন। নিচে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন- 

‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কয় দফা কর্মসূচী ঘোষণা করা হয়?

উত্তর: এগারো দফা। 

‘গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কবে?

উত্তর: ১৯৬৯ সালের ৮ জানুয়ারি তারিখে। 

কবে সর্বদলীয় ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয় ? 

উত্তর: ১৯৬৯ সালের ৫ জানুয়ারি। 

‘ফেব্রুয়ারি ১৯৬৯’  এই কবিতায় কবি কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন?

উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।  

‘ফেব্রুয়ারী ১৯৬৯’ কবিতাটির শেষ চরণ কি ছিল?  

উত্তর:  শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায়। 

‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মোন চরণ কতটি রয়েছে? 

উত্তর:  ২৮টি। 

 ‘‘ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে’’ – চরণটির পরের চরণ কি হবে?

উত্তর: হৃদয়ের হবিৎ উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ। 

‘‘এখনো- রক্তে দুঃখিনী — অংশুজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে।’’ খালিঘরের উপযুক্ত শব্দটি কি হবে?-

উত্তর: বীরের, মায়ের। 

বরকত গাঢ় উচ্চারণে কী বলে?

উত্তর: অবিনাশী বর্ণমালা। 

শামসুর রাহমানের জন্মগ্রহণ করেন কবে? 

উত্তর: ১৯২৯ সালের  ২৩-এ অক্টোবর তারিখে। 

শামসুর রাহমান জন্মগ্রহণ করেন কোথায়?

উত্তর: ঢাকায়। 

শামসুর রাহমানের বাবার নাম কী-? 

উত্তর: মুখলেসুর রহমান চৌধুরী। 

শামসুর রাহমানের মায়ের নাম কী-? 

উত্তর: আমেনা খাতুন। 

শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল-? 

উত্তর: নরসংদীর জেলার পাড়াতলি গ্রামে। 

কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন শামসুর রহমান?

উত্তর: পোগোজ স্কুল।  

কোন কলেজ থেকে শামসুর রাহমান ইন্টারমিডিয়েট পাস করেন?

উত্তর: ঢাকা কলেজ। 

শামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন শামসুর রাহমান?

উত্তর: ইংরেজি বিভাগ।

শামসুর রাহমান কী দিয়ে তাঁর নিজের কর্মজীবন শুরু করেন? 

উত্তর: সাংবাদিকতা। 

‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সকাল সন্ধ্যায় বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: সারাক্ষণ। 

‘মানবিক বাগান’ শব্দের অর্থ কী-? 

উত্তর: মানবীয় জগৎ। 

‘কমলবন’ শব্দের অর্থ কী-? 

উত্তর: পদ্মবন। 

‘সেই ফুল আমাদেরই প্রাণ’ এখানে ফুল বলতে কী বোঝানো হয়েছে? 

উত্তর: এখানে ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। 

শামসুর রাহমানের কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? 

উত্তর: সাপ্তাহিক সোনার বাংলা।  

মুক্তিযুদ্ধকালে কবি শামসুর রাহমান কোন ছদ্ম কবিতা লিখতেন?

উত্তর: মজলুম আদিব। 

শামসুর রাহমান সম্পর্কে নিচের কোন উক্তিটি যথার্থ ছিল-?

উত্তর: তিনি ছিলেন নাগরিক কবি। 

মৃত্যুর পূর্ব পর্যন্ত কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে –? 

উত্তর: ৬৫ টি। 

‘বন্দী শিবির থেকে এবং ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিখ্যাত এ কাব্যগ্রন্থ দুটির কবির নাম কি-? 

উত্তর: শামসুর রাহমান। 

শামসুর রাহমানের রচিত কাব্যগ্রন্থ গুলো হলো-? 

উত্তর: ‘বিধ্বস্ত নীলিমা’ ও ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। 

কবি শামসুর রাহমান কোন পেশায় নিয়োজিত ছিলেন-? 

উত্তর: সাংবাদিক।

কোন কবি একাধারে আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অর্জন করেন? 

উত্তর: কবি শামসুর রাহমান

শামসুর রাহমান স্বাধীনতা পুরস্কার পান কত সালে-? 

উত্তর: ১৯৯১ সালে। 

শামসুর রাহমান একুশে পদক পান কত সালে-? 

উত্তর: ১৯৭৭ সালে। 

শামসুর রাহমানের রচনা নয়  কোন গ্রন্থটি-?

উত্তর: পায়ের আওয়াজ পাওয়া যায়।

কোনটি শামসুর রাহমানের মৃত্যু সাল কত কবে-?

উত্তর: ২০০৬ সালের ১৭ আগস্ট তারিখে। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ প্রশ্ন ও উত্তর এই বিষয় নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্নের উত্তর- 

তাঁরই ইচ্ছানুসারে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয় কোন কবিকে?

কবি শামসুর রাহমানকে তাঁরই ইচ্ছানুসারে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়।  

‘একুশের কৃষ্ণচূড়া’ কথাটি আমাদের কিসের স্মরণ করিয়ে দেয়?

‘একুশের কৃষ্ণচূড়া’ কথাটি আমাদের একুশে ফেব্রুয়ারির কথা স্মরণ করিয়ে দেয়। 

উপসংহার

উচ্চ মাধ্যমিক কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় প্রস্ততির জন্য ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা থেকে MCQ পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। বিগত সালের এইচএসসি পরীক্ষাগুলোতে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আগে থেকেই আপনাকে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ পড়ে মুখস্থ রাখা উচিত। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে আমি কিংবদন্তির কথা বলছি MCQ প্রশ্ন ও উত্তর পড়তে পারেন।

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ প্রশ্ন ও উত্তর” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *