রানার কবিতার MCQ

Runner Kobitar MCQ

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

রানার কবিতার MCQ পড়ে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর দিন সহজেই। বিগত সালের উচ্চ মাধ্যমিক কিংবা চাকরির পরীক্ষাগুলোতে রানার কবিতা থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর উচ্চ মাধ্যমিক এবং চাকরির পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা রানার কবিতা সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই পোস্টটি রানার কবিতার MCQ নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল। 

রানার কবিতার পাঠ পরিচিতি 

রানার কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা হয়েছে। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের নিকট ব্যক্তিগত ও প্রয়োজনের চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল হয় যে, কোন কিছুই তাদের কাজের বাধা হয়ে ওঠে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক-নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখে-আনন্দে, দুঃখে সুখে ভরা সংবাদ। এই সংবাদের জন্য প্রিয়জনেরা অপেক্ষা করে থাকে। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌছে দেওয়া অত্যন্ত জরূরী একটি বিষয়। তাই রানারদের কোন ক্লান্তি নেই ও অবসর নেওয়ার অবকাশ নেই। তারা ছুটেছেন তো ছুটেছেনই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা সৎ আর কতটা মহৎ ব্যক্তির মানুষ তা এই কবিতাটিতে এই ভাবণারই প্রতিফলন লক্ষ করা যায়। 

রানার কবিতার কবি পরিচিতি 

রানার কবিতার রচিয়তা হলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি ১৩৩৩ বঙ্গাব্দের ৩০ শে শ্রাবণ তারিখে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তাঁর বাবার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মায়ের নাম সুনীতি দেবী। সুকান্ত বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্ত ভট্টাচার্যকে দারূণভাবে স্পর্শ করে। এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। তাঁর কবিতায় এই অনাচার ও বৈষম্যর বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সকচিত করে। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতার মাধ্যেমে। তাঁর কাব্যগ্রন্থঃ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিজান, হরতাল ইত্যাদি। ১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শে বৈশাখ তারিখে সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছর বয়সে পরলোক গমন করেন।

রানার কবিতার MCQ সমূহ

উচ্চ মাধ্যমিক ও চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য রানার কবিতা সম্পর্কে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। কেননা বিগত বছরগুলোতে রানার কবিতা থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। তাই আপনার পরীক্ষার প্রস্তুতি একধাপ এগিয়ে নিতে রানার কবিতার MCQ পড়ে মুখস্থ করে রাখতে পারেন। নিচে রানার কবিতার MCQ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন-

রানারদের মূলত কাজ কী?

উত্তর: গ্রাহকদের কাছে চিঠিপত্রাদি পৌঁছে দেওয়া।

‘রানার’ কবিতার উপজীব্য হলো-

উত্তর: শ্রমজীবী মানুষ।

‘রানার’ কবিতাটি কাদের নিয়ে উল্লেখ করে লেখা?

উত্তর:  রানারদের। 

ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল’ পঙ্ক্তিটি রানার কবিতায় ব্যবহৃত হয়েছে? 

উত্তর:  প্রতীকী অর্থে। 

‘হরিণের মতো যায়’ এটি কী?

উত্তর: উপমা। 

‘ডাক হরকরা’র ‘ডাক’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?

উত্তর: চিঠিপত্রাদি।

‘নতুন খবর’ পৌঁছতে হবে কোথায় -?

উত্তর: অগ্রগতির ‘মেলে’। 

রানার’ কবিতায় কবি কী পৌঁছে দেওয়ার কথা বলেছেন?

উত্তর: নতুন খবর। 

‘রানার’ কবিতায় কবি কী পিছনে ফেলতে বলেছেন?

উত্তর: ভীরুতা। 

সময় হয়েছে নতুন খবর আনার’ কবির এ কথা বলার কারণ-কী?

উত্তর: পরিবর্তনের দিন এসেছে। 

রানার ক্ষয়ে যাচ্ছে কিসে?

উত্তর:  ক্ষুধার ক্লান্তিতে। 

রানারকে ভোরের আকাশ কেমন চিঠি পাঠাবে?

উত্তর: সহানুভূতির। 

দরদে তারার চোখ কাঁপে  কার?

উত্তর: রানারের। 

কালো রাতের খামে কার কথা ঢাকা পড়ে থাকবে?

উত্তর:  রানারের। 

দুঃখের কথা শহর ও গ্রামের কেউ জানবে না  কার -?

উত্তর: রানারের। 

দুঃখের চিঠি কেউ কোনোদিনও পড়বে না কার?

উত্তর: রানারের। 

দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?

উত্তর: দায়িত্ববোধের কারণে।

রানার তার পিঠের টাকা ছুঁতে পাবে না কেন?

উত্তর:  দায়িত্ববোধের কারণে।

কিসের বোঝা রানারের পিঠে?

উত্তর: টাকার। 

রানারের ঘরের বর্ণনায় আমরা সামাজিক জীবনের কোন দিকটি খুঁজে পাই?

উত্তর: রানারের কষ্টকর জীবন। 

রানারের কাছে পৃথিবীটা ‘কালো ধোঁয়া’ মনে হয় কেন? 

উত্তর: অভাবের তাড়নায়।

রানার পৃথিবীটাকে কী মনে করে?

উত্তর:  কালো ধোঁয়া। 

রানারের কোথায় অভাব?

উত্তর: ঘরেতে। 

‘রানার’ কবিতায় ব্যবহৃত ‘সূর্য’ কিসের প্রতীক বহন করে?

উত্তর: সমৃদ্ধ ভবিষ্যতের। 

রাত’ শব্দটি ‘রানার’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: দুঃখের প্রহর।

‘রানার’ কবিতায় কবির বোঝা টানার দিন শেষ হওয়ার কথা বলার কারণ-

উত্তর: এ বোঝা অসীম কষ্টের, অশেষ বঞ্চনার।

‘রানার’ কবিতায় কবি কিসের দিন শেষ হওয়ার কথা বলেছেন-?

উত্তর: বোঝা টানার দিন। 

‘রানার’ কবিতায় প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত কেন জাগে?

উত্তর: রানারের বিরহে।

অল্প দামে কী কেনা হয়েছে?

উত্তর:  রানারের জীবনের সব রাত। 

মাটি ভিজে গেছে  কিসে?

উত্তর: ঘামে।

কী আকাশ ছুঁয়েছে?

উত্তর: রানারের ক্ষোভ। 

‘রানার’ ক্ষুধিত কী কারণে-?

উত্তর: অভুক্ত অবস্থায় রানারের দায়িত্ব পালন করতে হয়। 

মাভৈঃ রানার! এখনো রাতের কালো।’ এ চিত্রকল্পে ফুটে উঠেছে-?

উত্তর: রানারের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার ব্যগ্রতা। 

‘রানার’ কবিতায় আলো দেয় কে- ?

উত্তর: জোনাকি। 

লণ্ঠন কী করে?

উত্তর: আলো দেয়। 

রানারের হাতে কী রয়েছে-?

উত্তর: লণ্ঠন।

শত গ্রাম-পথ সরে যায় কেন?

উত্তর: রানারের পথপরিক্রমায়।

রানার’ কবিতায় যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার দৃঢ় আস্থার ভাবটির মধ্য কী ফুটে উঠেছে-?

উত্তর: শহরে রানার যাবেই পৌঁছে ভোরে।

রানার শহরে কখন পৌঁছবে?

উত্তর: ভোরে। 

‘অবাক রাতের তারারা, আকাশে মিট্মিট্ করে চায়’ এ চিত্রকল্পে মূর্ত হয়েছে-?

উত্তর: তারার আলোয় রানারের অবিশ্বাস্য গতিতে পথচলা।

‘রানার’ কবিতায় রানারের গতিবেগের সাথে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন?

উত্তর: হরিণের। 

রাতের তারারা অবাক চোখে তাকায় কেন?

উত্তর: রানারের চলার বেগ দেখে। 

‘বুঝি হয় লাল ও পূর্ব কোণে।’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: সূর্যোদয়। 

ধাবমান রানারের পিছনে বনের সরে যাওয়াকে কবি কিসের সাথে তুলনা করেছেন?

উত্তর: জীবনের স্বপ্নের। 

‘বুঝি হয় লাল ও পূর্ব কোণে।’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: সূর্যোদয়।

রানার’ কবিতায় দায়িত্ব পালনে রানারের অদম্য ও দুর্নিবার ভাবটি ফুটে উঠেছে কোন বিষয়টির মাধ্যমে?

উত্তর: এ রানার দুর্বার দুর্জয়।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

রানার কবিতার MCQ এই বিষয় নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে তাহলে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্নের উত্তর-

‘রানার’ কবিতায় বর্ণিত রানার কেমন?

‘রানার’ কবিতায় বর্ণিত রানার দুর্বার দুর্জয়।

কবি রানারকে পথ চলতে বলছেন কীভাবে?

কবি রানারকে আরও জোরে, আরও জোরে পথ চলতে বলছেন।

উপসংহার

এইচএসসি পরীক্ষায় কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় প্রস্ততির জন্য রানার কবিতার MCQ পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। বিগত সালের পরীক্ষাগুলোতে রানার কবিতা থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আগে থেকেই আপনাকে রানার কবিতার MCQ পড়ে মুখস্থ রাখা উচিত। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে বঙ্গবাণী কবিতার MCQ এ সম্পর্কে পড়তে পারেন।    

“রানার কবিতার MCQ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে, তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *