বিদ্রোহী কবিতার MCQ পড়ে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের উওর দিতে পারবেন সহজেই। কেননা বিগত সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতে বিদ্রোহী কবিতা থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর স্কুল-কলেজ ও চাকরির পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য নিয়মিত পড়াশোনা করছেন। তারা বিদ্রোহী কবিতার আলোচ্য বিষয়সহ কতিপয় সকল খুঁটিনাটি প্রশ্নের উত্তর জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী শক্তিশালী করে নিতে পারেন। আজকের এই পোস্টটি বিদ্রোহী কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ নিয়েই সাজানো হয়েছে। তাই এই পোস্টটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
বিদ্রোহী কবিতার পাঠ পরিচিতি
কাজী নজরুল ইসলামের রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা (১৯২২) থেকে সংকলন করা হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটি হলো ‘বিদ্রোহী’।
বিদ্রোহী কবিতাটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্রযুগ এ কবিতার মধ্যে দিয়ে এক প্রাতিস্বিক কবি কন্ঠের আত্মপ্রকাশ ঘটে। যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। ‘বিদ্রোহী’ কবিতায় আত্মজাগরণের উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় কবি সগর্বে কবি নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ।
কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস, ও পুরাণের শক্তির উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য। বিদ্রোহী কবি কন্ঠে ঘোষণায় জানিয়ে দেন যে, উৎ্পেরিত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন কবিসত্তা শান্ত হবে না। এই চির বিদ্রোহী অভ্রভেদী চির উন্নত শিররূপে বিরাজ করবে।
বিদ্রোহী কবিতার কবি পরিচিতি
বিদ্রোহী কবিতার রচিয়তা হলেন কাজী নজরুল ইসলাম। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসোনসোল মহাকুমার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালের ২৪ মে (১১ই জৈষ্ঠ্য ১৩০৬) তারিখে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। সত্য প্রকাশে দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সেচ্ছার ও প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ হিসেবে তিনি সমাধিক পরিচিত।
আবার একই সাথে তিনি কোমল দরদি মন নিয়ে ব্যথিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনেও ছিল অত্যন্ত বৈচিত্রময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, ১৯১৭ সালে সেনাবাহিনী বাঙ্গালী পল্টনের যোগদান তার উল্লেখযোগ্য অবদান। মাত্র ৪৩ বছর বয়সে সে তার কথা বলার শক্তি হারান। তিনি সাহিত্যের শাখায় বেশ অবদান রেখেছেন। তার রচিত উপন্যাসের মধ্যে বাধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যাথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার প্রবন্ধগ্রন্থ হলোঃ রুদ্র মঙ্গল, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী ইত্যাদি। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট (১২ই ভাদ্র ১৩৮৩) তারিখে মৃত্যুবরণ করেন।
বিদ্রোহী কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
এইচএসসি ও চাকরির পরীক্ষার প্রস্তুতি সরূপ “বিদ্রোহী” এ কবিতা থেকে MCQ পড়ে রাখা প্রয়োজন। আপনারা যারা এ বছর এইচএসসি কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা “বিদ্রোহী” এই কবিতার বহু নির্বাচনী প্রশ্ন-উত্তরগুলো জেনে রাখতে পারেন। নিচে বিদ্রোহী কবিতার MCQ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন-
‘বিদ্রোহী’ কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?
উত্তর: দুর্বাসাকে।
নিজেকে কার দণ্ড বলে কবি অভিহিত করেছেন?
উত্তর: ধর্মরাজের।
নিজেকে কবি কার ভমরু ত্রিশূল বলেছেন?
উত্তর: পিণাক-পাণির।
কাকে ছাড়া কবি আর কাউকে কুর্নিশ করেন না?
উত্তর: নিজেকে।
‘বিদ্রোহী’ কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে?
উত্তর: আমি অবমানিতের মরম বেদনা।
নিজেকে ছাড়া কবি আর অন্য কাউকে কুর্নিশ করেন না কেন?
উত্তর: আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে।
কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?
উত্তর: নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়।
এক হাতে কবির বাঁকা বাঁশের বাঁশরী, অন্য হাতে কী রয়েছে?
উত্তর: রণ-তূর্য।
ইন্দ্রাণী-সুতের হাতে কী রয়েছে?
উত্তর: চাঁদ।
কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ সালের ২৪ মে।
কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়?
উত্তর: ভারতের পশ্চিমবঙ্গ।
কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
উত্তর: আট বছর।
কবি কাজী নজরুল ইসলামের পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন?
উত্তর: কবির পিতার মৃত্যু হওয়ার কারণে।
কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন কবে?
উত্তর: ১৩১৬সালে।
কোথায় শিক্ষকতা করতেন কাজী নজরুল ইসলাম ?
উত্তর: গ্রামের মক্তবে।
কত বছর বয়সে কবি লেটোর দলে যোগ দেন?
উত্তর: বারো বছর।
লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?
উত্তর: পালাগান।
কবি কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
উত্তর: লেটোর দলে।
কাজী নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ।
কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?
উত্তর: ১৯১৭ সালে।
কবি কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নীত হয়েছিলেন?
উত্তর: হাবিলদার।
কবে সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
উত্তর: ১৯২০ সালে।
বাঙালি পল্টন ভেঙে গেলে কাজী নজরুল ইসলাম কোথায় চলে আসেন?
উত্তর: কলকাতায়।
বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর: বল বীর।
ইন্দ্ৰাণী-সুত কে ছিলেন?
উত্তর: জয়ন্ত।
কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
উত্তর: বিশ্ব-বিধাতার।
কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?
উত্তর: এলোকেশে।
কবি কী মানতে চায় না?
উত্তর: কোনো আইন।
যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কীভাবে অতিক্রম করেন?
উত্তর: দলে যান।
‘নেহারি’ শব্দের অর্থ কী-?
উত্তর: দেখে এবং প্রত্যক্ষ করে।
মহাপ্রলয় শব্দের অর্থ কী-?
উত্তর: সৃষ্টির ধ্বংসকাল।
নটরাজ শব্দের অর্থ কী-?
উত্তর: মহাদেবের আর এক নাম।
কানুন শব্দের অর্থ কী-?
উত্তর: আইন।
টর্পেডো শব্দের অর্থ কী-?
উত্তর: ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র।
ভীম শব্দের অর্থ কী-?
উত্তর: ভীষণ।
ধূর্জটি শব্দের অর্থ কী-?
উত্তর: শিব বা মহাদেবের অন্য নাম।
এলোকেশে শব্দের অর্থ কী-?
উত্তর: যার চুল বা কেশ এলানো।
বেদুঈন শব্দের অর্থ কী-?
উত্তর: আরব দেশের একটি যাযাবর জাতি।
হুতাশী শব্দের অর্থ কী-?
উত্তর: হা-হুতাশ করে যে।
কবি কেন সব ভেঙেচুরে চুরমার করেন?
উত্তর: নতুনের আবাহনে।
নিজেকে কবি পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন?
উত্তর: আশীর্বাদ।
নিজেকে কবি কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?
উত্তর: মহা-প্রলয়ের।
শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!’— এখানে মূলত কী প্রকাশ পেয়েছে?
উত্তর: তীব্র আত্মবিশ্বাস।
কবির শির দেখে কী নতশির হয়ে যায়?
উত্তর: হিমালয় শিখর।
কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে ?
উত্তর: ১৯৭২ সালে।
কাজী নজরুল ইসলাম কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
উত্তর: ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট তারিখে।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
বিদ্রোহী কবিতার MCQ প্রশ্ন ও উত্তর এই বিষয় নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্নের উত্তর-
কাজী নজরুল ইসলাম কত সালে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
কাজী নজরুল ইসলাম ১৯৬০ সালে পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন।
বিদ্রোহী’ কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
‘বিদ্রোহী’ কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
উপসংহার
এইচএসসি কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্ততির জন্য বিদ্রোহী কবিতা থেকে MCQ পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। বিগত সালের এইচএসসি পরীক্ষাগুলোতে বিদ্রোহী কবিতা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আগে থেকেই আপনাকে বিদ্রোহী কবিতার MCQ পড়ে মুখস্থ রাখা উচিত। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে প্রতিদান কবিতার MCQ প্রশ্ন ও উত্তরগুলো পড়তে পারেন।
“বিদ্রোহী কবিতার MCQ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
Leave a Reply