আমি কিংবদন্তির কথা বলছি MCQ গুলো পড়ে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের উওর দিন সহজেই। বিগত সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে অনেকগুলো MCQ এসেছে। তাই আপনারা যারা এ বছর স্কুল-কলেজ ও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার আলোচ্য বিষয়সহ কতিপয় তথ্য জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী শক্তিশালী করতে পারেন। আজকের এই পোস্টটি আমি কিংবদন্তির কথা বলছি MCQ নিয়েই সাজানো হয়েছে। তাই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূলভাব
কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ ‘আমি কিংবদন্তির কথা বলছি’-র নাম কবিতা। এই কবিতাটিতে বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দৃপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে, রচনার প্রেক্ষাপটে আছে বাঙ্গালি সংস্কৃতির হাজার বছরের এক দৃঢ় ইতিহাস। এই জাতির সংগ্রাম, বিজয়, ও মানবিক উদ্ভাসনের অনিন্দ্য অনুষঙ্গসমূহ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সেচ্ছার হন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হিসেবে উপস্থিত হয় একটি বিশেষ শব্দবন্দ কবিতা।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবি পরিচিতি
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার রচিয়তা হলেন আবু জাফর ওবায়দুল্লাহ। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর- ক্ষুদ্রকাঠি গ্রামে ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি তারিখে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে বিএ (সম্মান) সহ এমএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীতে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িক্ত পালন করেন। বাংলা সাহিত্য তার অবদান বিশেষভাবে সতন্ত্র চিন্থিত। তার কবিতার বিষয়ে রাষ্ট্রভাষা ও মুক্তিযুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য। রাষ্ট্রভাষা আন্দোলন এই বিষয়ে সাহিত্য রচনার জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়। আবু জাফর ওবায়দুল্লাহ এর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলোঃ সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি , বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। এছাড়াও তার ইংরেজি সাহিত্য অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ২০০১ সালের ১৯ মার্চ তারিখে মৃত্যুবরণ করেন।
আমি কিংবদন্তির কথা বলছি MCQ
এইচএসসি পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতি সরূপ “আমি কিংবদন্তির কথা বলছি” এ কবিতা থেকে MCQ পড়ে রাখা প্রয়োজন। আপনারা যারা এ বছর স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা “আমি কিংবদন্তির কথা বলছি” এই কবিতার বহু নির্বাচনী প্রশ্ন-উত্তরগুলো জেনে রাখতে পারেন। নিচে আমি কিংবদন্তির কথা বলছি MCQ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন-
লোকপরম্পরায় শ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির এতিহ্যের পরিচয়বাহী তাকে কী বলা হয়?
উত্তর: কিংবদন্তি।
যে কবিতা শুনতে পারে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না?
উত্তর: যুদ্ধে।
যে কর্ষণ করে তাকে কী বলা হয়?
উত্তর: কৃষক।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির পূর্বপুরুষ কিসের কথা বলতেন?
উত্তর: অতিক্রান্ত পাহাড়ের কথা।
কবির পূর্বপুরুষ কী ছিলেন?
উত্তর: ক্রীতদাস।
আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার মূল বিষয় কি?
উত্তর: রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ।
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’_ উদ্দীপকের চরণটিতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটি উপস্থিত?
উত্তর: এতিহ্যের কথা।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচিয়তা কে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ।
আবু জাফর ওবায়দুল্লাহ জন্ম গ্রহণ করেন কবে?
উত্তর: ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি তারিখে।
কোন জেলায় আবু জাফর ওবায়দুল্লাহ জন্ম গ্রহণ করেন?
উত্তর: বরিশাল জেলায়।
আবু জাফর ওবায়দুল্লাহ কীসের জন্য একুশে পদক পান?
উত্তর: রাষ্ট্রভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য রচনার জন্য।
আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯৭৯ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।
আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২০০১ সালের ১৯ শে মার্চ।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পূর্ব-পুরুষের করতলে কি ছিল?
উত্তর: পলিমাটির সৌরভ ছিল।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কোন ফুলের উল্লেখ পাওয়া যায়?
উত্তর: রক্তজবার ফুলের উল্লেখ পাওয়া যায়।
কার পিঠে রক্ত জবার মত ক্ষত ছিল?
উত্তর: পূর্ব-পুরুষেরা পিঠে রক্ত জবার মত ক্ষত ছিল।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় পূর্ব-পুরুষেরা কোন পাহাড়ের কথা বলতেন?
উত্তর: অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন।
কিংবদন্তি শব্দের অর্থ কি?
উত্তর: জনশ্রুতি।
শ্বাপদ শব্দের অর্থ কি?
উত্তর: হিংস্র মাংসাশী শিকারী জন্তু।
উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা শব্দের অর্থ কি?
উত্তর: আগুনে সবকিছু শুচি হয়ে ওঠে।
বিচলিত চিহ্ন শব্দের অর্থ কি?
উত্তর: আপনজনের উৎকণ্ঠা।
সূর্যকে হৃদপিন্ড ধরে রাখা চিহ্ন শব্দের অর্থ কি?
উত্তর: সূর্য সকল শক্তির উৎস।
অরণ্য ও শ্বাপদের কথা বলতেন কারা?
উত্তর: কবির পূর্বপুরুষেরা।
কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর: জিহ্বা থেকে উচ্চারিত হয়।
কে ঝড়ের আর্তনাদ শুনবে?
উত্তর: যারা কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে।
কে অজন্ম ক্রীতদাস থেকে যাবে?
উত্তর: যে কবিতা শুনতে যাবে না, সে অজন্ম ক্রীতদাস থেকে যাবে।
প্রবহমান নদীর কথা কে বলেছেন?
উত্তর: কবির মা।
কবির মুখে উচ্চারিত সত্য কিসের মতো?
উত্তর: কবির কন্ঠে উচ্চারিত সত্য স্বপ্নের মতো।
সাঁতার না জানাকে কে ভাসিয়ে রাখে?
উত্তর: প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে।
কে সন্তানের জন্য মরতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে চায় না, সে সন্তানের জন্য মরতে পারে না।
কবিতা না শোনা মানুষ হৃৎপিণ্ডে কি ধরে রাখতে পারবে না?
উত্তর: কবিতা না শোনা মানুষ হৃৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারেনা।
পূর্বপুরুষেরা অন্যর অধীনে কিভাবে জীবনধারণ করতেন?
উত্তর: ক্রীতদাসের মত জীবনধারণ করতেন।
শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
উত্তর: যে কর্ষণ করে শস্যর সম্ভার তাকে সমৃদ্ধ করবে।
যে পরিচর্যা করবে, জননীর আশীর্বাদ তাকে কী করবে?
উত্তর: দীর্ঘায়ু করবে।
করতল শব্দের অর্থ কী?
উত্তর: হাতের তালু।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি “আমি কিংবদন্তির কথা বলছি” কাব্যগ্রন্থ অন্তর্গত।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
আমি কিংবদন্তির কথা বলছি MCQ এই বিষয় নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে। তবে তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্নের উত্তর-
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি গদ্যছন্দে রচিত।
রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণকে কী বলা হয়?
রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণকে কবিতা বলা হয়।
উপসংহার
স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় প্রস্ততির জন্য “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতা থেকে MCQ জেনে রাখা প্রয়োজন। তাই আগে থেকেই আপনাকে আমি কিংবদন্তির কথা বলছি MCQ পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে তাহারেই পড়ে মনে কবিতার MCQ এ সম্পর্কে পড়তে পারেন।
“আমি কিংবদন্তির কথা বলছি MCQ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!
Leave a Reply