সিরাজউদ্দৌলা নাটকের MCQ

Sirajuddoula Natoker MCQ

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

, ,

সিরাজউদ্দৌলা নাটকের MCQ জেনে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান করুন সহজেই। বিগত সালের পরীক্ষাগুলোতে সিরাজউদ্দৌলা নাটক থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?  নাটকের যথার্থ পরিবেশনা স্থল কোনটি? কোন দশকে সিরাজউদ্দৌলাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে? সহ বেশ কিছু প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই পোস্টটিতে সিরাজউদ্দৌলা নাটকের MCQ নিয়েই সাজানো হয়েছে। তাই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকর পরিচিতি

সিরাজউদ্দৌলা নাটকের রচিয়তা হলেন সিকান্দার আবু জাফর। তিনি ১৯১৯ সালের ৩১ শে মার্চ তারিখে সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মঈনুদ্দীন হাশেমী এবং মায়ের নাম জোবেদা খানম। সিকান্দার আবু জাফরের প্রকৃত নাম ছিল “সিকান্দার আবু জাফর হাশেমী বখত”। তিনি স্থানীয় তাল বিডি ইন্সটিউটিশন থেকে ১৯৩৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি কলকাতার বঙ্গবাসী কলেজে কিছুদিন অধ্যয়ন করেছিলেন। প্রথমে তিনি কলকাতায় একটি সরকারি সংস্থায় চাকরি করেন। ১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিনি কাজী নজরুল ইসলাম সম্পাদিত দৈনিক নবযুগ পত্রিকার সঙ্গেও গভীরভাবে সমপৃক্ত হয়েছিলেন।

চাকরির পাশাপাশি তিনি স্বাধীন ব্যবসায়ও মনোযোগ দিয়েছিলেন। ১৯৫৭ সালে সিকান্দার আবু জাফরের সম্পাদনায় প্রকাশিত হয় বিখ্যাত “সমকাল” পত্রিকা। স্কুল জীবন থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। এরপর থেকেই তার সাহিত্য সাধনা শুরু হয়। একে একে প্রকাশিত হতে থাকে তাঁর কাব্য, উপন্যাস, ছড়া ও অনুবাদগ্রন্থ সমূহ। নাটকে বিশেষ ভূমিকা পালন করার জন্য তাকে ১৯৬৬ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন।  সিকান্দার আবু জাফর ১৯৭৫ সালের ৫ আগস্ট তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন। 

সিরাজউদ্দৌলা নাটকের MCQ

উচ্চ মাধ্যমিক ও চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য সিরাজউদ্দৌলা নাটক সমন্ধে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর পড়ে রাখা প্রয়োজন। কেননা প্রতি বছর সিরাজুদ্দৌলা নাটক থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তাই আপনার পরীক্ষার প্রস্তুতি একধাপ এগিয়ে নিতে সিরাজউদ্দৌলা নাটকের MCQ পড়ে মুখস্থ করে রাখতে পারেন। নিচে সিরাজউদ্দৌলা নাটকের MCQ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন- 

আলিনগরে সন্ধিচুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তর: ১৭৫৭ সালে।

ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয় কবে? 

উত্তর: ১৭০৬ সালে।

নবাবের সবচেয়ে বিশস্ত সেনাপতির নাম কি?  

উত্তর: মোহনলাল। 

নবাবের বিশ্বাসঘাতক ও অর্থলোপী মন্ত্রীর নাম কি? 

উত্তর: রাজবভল্লব। 

আমিনা-জয়েন উদ্দীন দম্পতির কতজন সন্তান ছিল? 

উত্তর: তিনজন। 

নবাব আলীবর্দি খাঁর প্রিয় পাত্র কে ছিলেন? 

উত্তর: সিরাজউদ্দৌলা। 

সিরাজউদ্দৌলার নানার নাম কি?

উত্তর: নবাব আলীবর্দি খাঁ।  

মোহাম্মাদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে কত টাকার বিনিময়ে হত্যা করতে রাজি হয়েছিল? 

উত্তর: দশ হাজার টাকা। 

সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯১৮ সালে। 

সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তর: সাতক্ষীরা জেলা তালা উপজেলায়। 

সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রিকায় সম্পদনা করতেন? 

উত্তর: সমকাল।  

কলকাতার রিপন কলেজের বর্তমান নাম কি? 

উত্তর: সুরেন্দ্রনাথ কলেজ। 

সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার দায়িক্ত পালন করেছেন? 

উত্তর: সাপ্তাহিক অভিজান। 

সিকান্দার আবু জাফর রচিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কবে প্রকাশিত হয়েছিল? 

উত্তর: ১৯৬৫ সালে। 

সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির রচনা করেন কবে? 

উত্তর: ১৯৫১ সালে। 

‘আমাদের সংগ্রাম চলবেই’- গানটির রচয়িতার নাম কি? 

উত্তর: সিকান্দার আবু জাফর। 

‘আমাদের সংগ্রামক চলবেই’-গানটি কোন সময় রচিত হয়?

উত্তর: মুক্তিযুদ্ধের সময়।

সিকান্দার আবু জাফর কবে বাংলা একাডেমি পুরস্কার পান? 

উত্তর: ১৯৬৬ সালে। 

সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন কত সালে?

উত্তর: ১৯৭৫ সালের ৫ আগস্ট তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন। 

“ড্রামা” শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

উত্তর:  গ্রিক। 

নাটকের যথার্থ পরিবেশনা স্থল কোনটি?

উত্তর: মঞ্চ।  

সাহিত্যের কোন মাধ্যমটির নাটকের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে?

উত্তর: উপন্যাসের। 

সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপ কার ছিল? 

উত্তর: মোহাম্মাদী বেগের। 

সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? 

উত্তর: মোহাম্মাদী বেগ।

কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে  হত্যা করা হয়? 

উত্তর: ক্লাইভ। 

নবাব সিরাজউদ্দৌলাকে কোথায় বন্দী করা হয়? 

উত্তর: ভগবান গোলায়। 

মীর জাফর ক্লাইভকে কোন রাজ্যের মালিকানা দেয়? 

উত্তর: চব্বিশ পরগণার  রাজ্যের মালিকানা দেন।

সিরাজউদ্দৌলা নাটকে কে আত্মহত্যা করতে চায়?  

উত্তর: উমিচাঁদ আত্মহত্যা করতে চায়।  

‘ইনি কি নবাব’ না ফকির’ এই উক্তিটি কার ছিল? 

উত্তর: ক্লাইভের।

নবাব সিরাজউদ্দৌলার শশুরের নাম কি ছিল? 

উত্তর: ইরিচ খাঁ। 

নাটকের শুরুতেই কীসের আভাস দেয়া থাকে?

উত্তর: দ্বন্দের। 

নাটককে মুখ্যত কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর: পাঁচ। 

শ্রেণীকরণের মধ্যে কোন ধরনের নাটক সর্বোচ্চ আসনের অধিকারী লাভ করে?

উত্তর:  ট্রাজেডি।  

ট্রাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে?

উত্তর: করুণ। 

দুর্বল ট্রাজেডি নাটক সাধারণত কীসে পরিণত হয়?

উত্তর:  মেলোড্রামায়।

কার নির্দেশে নারাণ সিং কে হত্যা করা হয়?  

উত্তর: ক্লাইভের নির্দেশে।  

সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি? 

উত্তর: নারাণ সিং। 

রাইসুল জুহালার প্রকৃত নাম কি? 

উত্তর: নারাণ সিং। 

সিরাজের কোন সেনাপতি যুদ্ধে মৃত্যুবরণ করে? 

উত্তর: নৌবে সিং। 

মীর জাফরের গুপ্তচরের নাম কি?

উত্তর: উমর বেগ।  

বাংলা নাটকের সর্বপ্রথম অভিনয় কবে হয়েছিল? 

উত্তর: ১৭৯৫ সালের ২৭ ডিসেম্বর। 

প্রথম সার্থক বাংলা নাটকের নাম কি?

উত্তর: শর্মিষ্ঠা। 

শর্মিষ্ঠা’ নাটকের রচয়িতা কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত। 

নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলা নাটককে বিশ্বমানের স্বাতন্ত্র্যে উন্নীত করেন তার ন্ম কি? 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। 

সিরাজউদ্দৌলা নাটকে সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলাকে কী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন?

উত্তর: বাঙালির জাতীয় বীর। 

কোন দশকে সিরাজউদ্দৌলাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছিল?

উত্তর: ষাটের দশকে।  

সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন কে?

উত্তর: আনোয়ার হোসেন। 

সিরাজউদ্দৌলা নাটকটি কোন ধরনের রসাত্মক?

উত্তর: করুণ রসাত্মক। 

ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন?

উত্তর: বাণিজ্য করতে। 

ভাস্কো দা গামা কী ছিলেন?

উত্তর: পর্তুগিজ নাবিক। 

ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছেছিলেন?

উত্তর: ১৪৯৮ সালে। 

পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল? 

উত্তর: তিন হাজার জন। 

পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কতজন সৈন্য ছিল? 

উত্তর: ৫৫ হাজার। 

সিরাজউদ্দৌলার কয়টি কামান ছিল? 

উত্তর: ৫৫ টি। 

ইংরেজদের কয়টি কামান ছিল? 

উত্তর: আটটি। 

কোন দেশ আবিষ্কার করার উদ্দেশ্যে কলম্বাস সমুদ্র যাত্রা করেছিল?

উত্তর: ভারত। 

নবাবের পক্ষ থেকে যুদ্ধের হুকুম প্রদান করেন কে?

উত্তর: মীর জাফর। 

‘আমাদের প্রাণ থাকতে নবাবের কোন ক্ষতি হবে না’ উক্তিটি কার ছিল? 

উত্তর: মীর মর্দান। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

সিরাজউদ্দৌলা নাটকের MCQ এই বিষয় নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে তাহলে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্নের উত্তর-

ঐতিহাসিক পলাশী যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? 

ঐতিহাসিক পলাশী যুদ্ধ ভাগীরথী নদীর তীরে সংঘটিত হয়েছিল। 

নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? 

নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নিসা।

 নবাব সিরাজউদ্দৌলার পিতা ও মাতার নাম কি? 

নবাব সিরাজউদ্দৌলারা পিতার নাম জৈনুদ্দীন আহমদ খান ও মাতার নাম আমিনা বেগম। 

উপসংহার

এইচএসসি পরীক্ষায় কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় প্রস্ততির জন্য সিরাজউদ্দৌলা নাটক থেকে MCQ পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। বিগত সালের পরীক্ষাগুলোতে সিরাজউদ্দৌলা নাটক থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে।  তাই আগে থেকেই আপনাকে সিরাজউদ্দৌলা নাটকের MCQ পড়ে মুখস্থ রাখা উচিত। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে আমি কিংবদন্তির কথা বলছি MCQ এ সম্পর্কে পড়তে পারেন।   

“সিরাজউদ্দৌলা নাটকের MCQ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

One response to “সিরাজউদ্দৌলা নাটকের MCQ”

  1. Sadnan Asraf Avatar
    Sadnan Asraf

    Thank you 😊🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *