অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর

Osomapto Attojiboni Prosno Uttor

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর পড়ে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর দিন সহজেই। বিগত সালের উচ্চ মাধ্যমিক কিংবা চাকরির পরীক্ষাগুলোতে অসমাপ্ত আত্মজীবনী থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর উচ্চ মাধ্যমিক এবং চাকরির পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই পোস্টটি অসমাপ্ত আত্মজীবনী নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সংক্ষিপ্ত তথ্য

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির রচিয়তা হলেন বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশ, শৈশব, কৈশোর, স্কুল ও কলেজ জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময় থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও ষড়যন্ত্রের বিস্তৃত বিবরণ এবং এই সকল বিষয়ে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে।

অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর

বিসিএস কিংবা চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ সম্পর্কে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। কেননা বিগত বছরগুলোতে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। তাই আপনার যারা এ বছর বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সমন্ধে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি একধাপ এগিয়ে নিতে পারেন। নিচে অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তরগুলো দেখে নিন –

কোন বাক্য দিয়ে অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি শেষ করা হয়?

উত্তর: তাতেই আমাদের হয়ে গেল।

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনী এলাকা কোন দুটি থানা ছিল?

উত্তর: গােপালগঞ্জ ও কোটালীপাড়া।

যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রীর নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শেরে বাংলা এ কে ফজলুল হককে শেখ মুজিবুর রহমান কী বলে সম্বােধন করতেন?

উত্তর: নানা। 

যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভের পর ‘আমি মন্ত্রিত্ব চাই না’ কে এ কথা বলেছিল?

উত্তর:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে মিয়ানমারকে কী নামে অভিহিত করেছিলেন? 

উত্তর:  ব্রহ্মদেশ।

সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কার নির্দেশে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরুর নাম কী?

উত্তর: হােসেন শহীদ সােহরাওয়ার্দী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র রাজনীতি থেকে বিদায় নেন কবে?

উত্তর: ১৯৪৯ সালে।

বঙ্গবন্ধু কোন শিল্পীর গানের ভক্ত ছিলেন?

উত্তর: আব্বাস উদ্দিন।

কোন ছাত্রসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সভাপতিত্ব করেন?

উত্তর: আমতলার সাধারণ ছাত্রসভায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী উপহার দেন মহাত্মা গান্ধীকে? 

উত্তর: কিছু দাঙ্গা-হাঙ্গামার ছবি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন কত সালে?

উত্তর: ১৯৩৯ সালে।

বঙ্গবন্ধু কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময় কোন হােস্টেলে থাকতেন?

উত্তর: বেকার হােস্টেলে।

বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন কবে?

উত্তর:  ১৯৩৮ সালে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লুকোমা রোগে আক্রান্ত হন কবে? 

উত্তর:  ১৯৩৬ সালে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার পেশা কী ছিল?

উত্তর: সেরেস্তাদার।

বঙ্গবন্ধুর  শেখ মুজিবুর রহমানের দাদার নাম কী?

উত্তর: শেখ আব্দুল হামিদ।

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি সংস্করণের নাম কী-?

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি সংস্করণের নাম  Unfinished Memoirs। 

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রচ্ছদ কে করেন? 

উত্তর: সমর মজুমদার

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির নাম করণ করেন কে?

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির নাম করণ করেন  শেখ রেহানা। 

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির ভূমিকা লেখেন কে? 

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির ভূমিকা লেখেন শেখ হাসিনা। 

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির বিষয়বস্তুর সময়কাল কোন পর্যন্ত? 

উত্তর: জন্মপূর্ব থেকে ১৯৫৫ খ্রি.। 

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির কতটি বিদেশী ভাষায় অনুবাদ করা হয়েছে? 

উত্তর:  ১৩টি বিদেশী ভাষায়।

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সর্বশেষ প্রকাশিত অনুবাদ কোন ভাষায়? 

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সর্বশেষ প্রকাশিত অনুবাদ কোরিয়ান ভাষায়। 

বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি গ্রন্থের নাম লেখ?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি গ্রন্থে হলো- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, ও আমার দেখা নয়াচীন। 

অসমাপ্ত আত্মজীবনী কার আত্মকথা?

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মকথা।

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনায় কে কাজ করেন –? 

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনায় শামসুজ্জামান খান কাজ করেন। 

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদকের নাম কী?

উত্তর:  অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদকের নাম প্রফেসর ফখরুল আলম। 

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রকাশকের নাম কী?

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রকাশকের নাম মহিউদ্দীন আহমেদ। 

জাপানি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র অনুবাদক কে ছিলেন?

উত্তর: কাজুহিরো ওয়াতানাবে। 

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:  বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের গ্রাম টুঙ্গিপাড়া বাইগার নদীর তীরে অবস্থিত।  

কলকাতায় কোন কলেজে শেখ মুজিবুর ভর্তি হন?

উত্তর: ইসলামিয়া কলেজ। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কত সালে?

উত্তর:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল ১৯২০ সালে। 

শেখ মুজিবুর রহমানের বাবার নাম কী?

উত্তর: শেখ মুজিবুর রহমানের বাবার শেখ লুৎফর রহমান। 

কোন শ্রেনীতে পড়ার সময়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেরিবেরি রোগে অক্রান্ত হন? 

উত্তর: সপ্তম ড়ার সময়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেরিবেরি রোগে অক্রান্ত হন। 

শেখ মুজিবের প্রথম কারাবাস কতদিন যাবৎ স্থায়ী ছিল?

উত্তর: শেখ মুজিবের প্রথম কারাবাস ৭ দিন যাবৎ স্থায়ী ছিল। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কতজন ভাই বোন ছিল?

উত্তর:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয়জন ভাই বোন ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনাকে  কি নামে ডাকতেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় মেয়ে হাসিনাকে  হাচু নামে ডাকতেন।

নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে, জনগণকে তার খেসারত দিতে হয়।এটি কার উক্তি?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 

দেশভাগের পর বঙ্গবন্ধু কোথায় ওঠেন?

উত্তর: দেশভাগের পর বঙ্গবন্ধু  ৫০ নং মোগলটুলিতে ওঠেন। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর এই বিষয় নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে তাহলে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্নের উত্তর-

অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?

অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় ১৯ জুন ২০১২ সালে। 

শেখ হাসিনা অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি পান কত সালে?

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি পান ২০০৪ সালে।

উপসংহার

বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পর্কে পড়ে রাখা প্রয়োজন। বিগত সালের পরীক্ষাগুলোতে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আগে থেকেই আপনাকে অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর পড়ে মুখস্থ রাখা উচিত। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে বঙ্গবাণী কবিতার MCQ এ সম্পর্কে পড়তে পারেন।    

“অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে, তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *