অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর

Oporichiuta Golper MCQ Prosner Uttor

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর পড়ে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের উওর দিন সহজেই। কেননা বিগত সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতে অপরিচিতা গল্প থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর স্কুল-কলেজ ও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য প্রতিদিন পড়াশোনা করছেন তারা অপরিচিতা গল্পের আলোচ্য বিষয়সহ কতিপয় তথ্য জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী শক্তিশালী করতে পারেন। আজকের এই পোস্টটি অপরিচিতা গল্পের MCQ নিয়েই সাজানো হয়েছে। তাই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।  

অপরিচিতা গল্পের পাঠ পরিচিতি 

“অপিরিচিতা” গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরীর সম্পাদিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকায় ১৩২১ বঙ্গাব্দে। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন ‘গল্পসপ্তক’ এ এবং পরে, গল্পগুচ্ছ তৃতীয় খন্ড (১৯২৭)। ‘অপিরিচিতা’ গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ্যের ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহীনি বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতঃপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কতকথা শোনালেন তিনি। কিন্তু এই গল্পেই পিতা সম্ভুনাথ সেন এবং কল্যাণীর সতন্ত্রবীক্ষা ও আচরণে সমাজে গেড়ে-বসা ঘৃণ্য যৌতুক প্রথার প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ্য প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। 

অপরিচিতা গল্পের লেখক পরিচিতি 

অপরিচিতা গল্পের প্রবন্ধের রচিয়তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তার পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ, ও সমৃদ্ধি ঘটেছে। তাঁর ছোট গল্প বিশ্ব সাহিত্যের শেষ্ঠ ছোটগল্পগুলো সমতুল্য। ১২৮৪ বঙ্গাব্দে মাত্র ১৬ বছর বয়সে ‘ভিখারিনী’ গল্প রচনার মাধ্যেমে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ ৬৪ বছরে তিনি অখন্ড ‘গল্পগুচ্ছে’ সংকলিত ৯৫ টি ছোটগল্প রচনা করেছেন। এর বাইরে ‘সে’ গল্পস্বল্প এবং লিপিকা’ তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পটির নাম ‘মুসলমানীর গল্প’। গল্পকার হিসেবে তিনি যেমন বরণ্য, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাস গুলো হলোঃ ‘চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে-বাইরে, শেষের কবিতা, যোগাযোগ ইত্যাদি। এছাড়াও তিনি অনেক নাটক রচনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলোঃ রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের ৭ ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২ এ শ্রাবণ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মৃত্যুবরণ করেন। 

অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর সমূহ 

এইচএসসি পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতি সরূপ “অপরিচিতা” গল্প থেকে MCQ পড়ে রাখা প্রয়োজন। আপনারা যারা এ বছর স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা “অপরিচিতা” এই গল্প থেকে বহু নির্বাচনী প্রশ্ন-উত্তরগুলো পড়ে জেনে রাখতে পারেন। নিচে অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তরগুলো দেখে নিন-  

রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি? 

উত্তর: মুসলমানীর গল্প।

অনুপমের বাবার পেশা কি ছিল?   

উত্তর: ওকালতি। 

মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলার কারণ কি? 

উত্তর: মামার প্রভাব। 

রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৬১ খিষ্টাব্দের ৭ই মে। 

‘গল্পগুচ্ছে’ কতটি গল্প সংকলিত হয়েছে?

উত্তর: ৯৫ টি। 

রবীন্দ্রনাথ ঠাকুর কেন কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন?

উত্তর: জমিদারি দেখাশোনার জন্য। 

রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 

উত্তর: ১২৬৮ বঙ্গাব্দে। 

“শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরণের রচনা? 

উত্তর: উপন্যাস। 

অনুপম কার হাতে মানুষ হয়েছেন?

উত্তর: মা’র হাতে। 

অনুপমের মা কেমন ঘরের মেয়ে?

উত্তর: গরিবের। 

অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে কাকে দেখলে ?

উত্তর: অনুপমকে। 

অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড় হবে?

উত্তর: ছয় বছরের। 

কন্যার পিতামাত্রেই কী স্বীকার করবেন?

উত্তর: গল্পকথক একজন সৎপাত্র। 

অনুপম নিতান্তই ভালো মানুষ কারণ?

উত্তর: ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে। 

অনুপমের সম্বন্ধ এসেছিল কেমন ঘর থেকে?

উত্তর: অনেক বড় ঘর। 

অনুপমের বন্ধুর নাম কী ছিল?

উত্তর: হরিশ। 

হরিশ কাজ করে কোথায়?

উত্তর: কানপুরে। 

হরিশ ছুটিতে কোথায় এসেছিল?

উত্তর: কলকাতায়।

অনুপমের ‘মন উতলা’ বলতে কী বুঝানো হয়েছে? 

উত্তর: অনুপমের আকুলতা।

অনুপমের শরীর মন কাঁপতে লাগল কোন বাতাসে?

উত্তর: বসন্তের। 

হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?

উত্তর: আসর জমাতে।  

কার মন ছিল তৃষার্ত?

উত্তর: অনুপমের। 

কল্যাণীর পিতার নাম কি? 

উত্তর: শম্ভুনাথ সেন। 

কাকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর-কে। 

রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 

উত্তর: ১৯১৩ সালে। 

কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? 

উত্তর: গীতাঞ্জলি কাব্যের জন্য। 

‘যোগাযোগ’ উপন্যাসটির রচিয়তা কে? 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। 

মামা কাকে পেলে ছাড়তে চান না?

উত্তর: হরিশকে। 

পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায় থাকেন?

উত্তর: গরিব গৃহস্থের মতো। 

‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?

উত্তর: মেয়ের। 

রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি ছিল? 

উত্তর: Song Offerins। 

রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? 

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর। 

রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি? 

উত্তর: সারদা দেবী।

বরের হাট মহার্ঘ কেন?

উত্তর:  যৌতুকের কারণে।  

অনুপমের মামার মন নরম হলো কেন?

উত্তর: মেয়ের বাবার অর্থের লোভে।

‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা-অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর:  মেয়ের বংশের কৌলিন্যে। 

কলকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন?

উত্তর: আন্দামান দ্বীপ।  

অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?

উত্তর: সাহস করে প্রস্তাব করতে না পারায়। 

বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?

উত্তর: খাঁটি সোনা বটে। 

বিনুদার ভাষাটা কেমন?

উত্তর: বিনুদার ভাষাটা অত্যন্ত আঁট। 

বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?

উত্তর:  কলকাতায়। 

বিয়ের কত দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন?

উত্তর: তিন দিন। 

‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার বয়স কত?

উত্তর: চল্লিশের কিছু এপারে বা ওপারে। 

পাত্র দেখে মেয়ের বাপ খুশি কিনা তা বোঝা বেশ অনেক শক্ত ছিল। কারণ-

উত্তর:  তিনি ছিলেন খুবই চুপচাপ।   

মামার মুখ অনর্গল ছুটিতেছিল কী কারণে?

উত্তর: ধন-মানের বাগাড়ম্বরে। 

‘অপরিচিতা’ গল্পে ‘পণ’ বলতে কী বোঝানো হয়েছিল?

উত্তর: প্রতিজ্ঞা। 

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে ছিলেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর এই বিষয় নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্নের উত্তর-

‘অপরিচিতা’ গল্পে মামা নিজেকে কী হিসেবে জ্ঞান করেন?

‘অপরিচিতা’ গল্পে মামা নিজেকে অসামান্য চতুর হিসেবে জ্ঞান করেন। 

‘অপরিচিতা’ গল্পে পাত্রপক্ষ থেকে দেনা-পাওনার ভার কার ওপর ছিল?

‘অপরিচিতা’ গল্পে পাত্রপক্ষ থেকে দেনা-পাওনার ভার মামার ওপর ছিল। 

উপসংহার

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় প্রস্ততির জন্য অপরিচিতা গল্পে থেকে MCQ পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। বিগত সালের পরীক্ষাগুলোতে অপরিচিতা গল্প থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আগে থেকেই আপনাকে অপরিচিতা গল্পের MCQ পড়ে মুখস্থ রাখা উচিত। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে আমার পথ প্রবন্ধের MCQ সম্পর্কে পড়তে পারেন।   

“অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *