বায়ান্নর দিনগুলো MCQ

Bayannor Dingulu MCQ

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

বায়ান্নর দিনগুলো MCQ পড়ে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করুন খুব সহজেই। বিগত সালের উচ্চ মাধ্যমিক এবং চাকরির পরীক্ষাগুলোতে বায়ান্নর দিনগুলো প্রবন্ধ থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা বায়ান্নর দিনগুলো সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই পোস্টটিতে বায়ান্নর দিনগুলো MCQ নিয়েই সাজানো হয়েছে। তাই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

বায়ান্নর দিনগুলো প্রবন্ধের পাঠ পরিচিতি 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধটি তার অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। বন্ধু, বান্ধব, সহকর্মী ও সহধর্মিণীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সেন্ট্রাল জেলে রাজবন্ধি থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকা অবস্থায় জীবনী লেখা বন্ধু হয়ে যায়। জীবনীতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। যৌবনের অধিকাংশ সময় কারা প্রৌকোষ্ঠের নির্জনে কাটলেও জনগণ-অন্তপ্রাণ এ মানুষটি ছিলেন আপসহীন নির্ভীক। জীবনের বিচিত্র অভিজ্ঞতা গভীর উপলব্ধি ও রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি এগ্রন্থে সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। 

বায়ান্নর দিনগুলো” রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবন ও জেল থেকে মুক্তির স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে লেখক অনশন ধর্মঘট পালন করেন। 

বায়ান্নর দিনগুলো প্রবন্ধের লেখক পরিচিত 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ তারিখে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান ও তার মায়ের নাম সায়েরা খাতুন। ছাত্রবস্থায় তিনি দেশব্রত ও রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা করেন। ১৯৪৮ সালের ১০ ই মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় ১১ই মার্চ ধর্মঘট পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ধর্মঘটে পিকেটিঙয়ের সময় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ভাষা আন্দোলন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি অনেকবার কারাবরণ করেছন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙ্গালি যিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। ১৯৭২ সালে তাকে ‘জুলি করি’ পদকে ভূষিত করা হয়। 

১৯৭৫ সালের ১৫ই আগস্ট তারিখে একাত্তরের পরাজিত শক্তিসহ দেশী-বিদেশী ষড়যন্ত্রে সামরিক বাহীনির কতিপয় কুচক্রী ও ক্ষমতালোভী সদস্য তাকে স্বপরিবারে হত্যা করে। 

বায়ান্নর দিনগুলো MCQ সমূহ

এইচএসসি পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতি সরূপ “বায়ান্নর দিনগুলো” এ প্রবন্ধ থেকে MCQ পড়ে রাখা প্রয়োজন। আপনারা যারা এ বছর স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা “বায়ান্নর দিনগুলো” এই প্রবন্ধ থেকে বহু নির্বাচনী প্রশ্ন-উত্তরগুলো জেনে রাখতে পারেন। নিচে বায়ান্নর দিনগুলো MCQ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন- 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাইয়ের নাম কী?

উত্তর: শেখ নাসের। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা সেনানিবাসে আটকে রাখার কারণ ছিল?

উত্তর: আগরতলা মামলা। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলে বসে তার নিজের আত্মজীবনী লেখা শুরু করেন?

উত্তর:  ঢাকা সেন্ট্রাল জেলে। 

বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখায় কে সবচেয়ে বেশি প্রেরণ দিয়েছেন? 

উত্তর: শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় সন্তানের নাম কী?

উত্তর: শেখ হাসিনা। 

বাঙালি জাতির কাছে খোন্দকার মোশতাক আহমদ নিন্দিত হওয়ার কারণ কী-?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় গোপন ষড়যন্ত্র, সমর্থন ও সহায়তার জন্য। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯২০ সালের ১৭ই মার্চ তারিখে। 

আওয়ামী লীগ কত সালের  নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?

উত্তর: ১৯৭০ সালের নির্বাচনে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিসের ভিত্তিতে সমগ্র জাতিকে অভিনড়ব লক্ষ্যে একত্র করেন? 

উত্তর: ছয় দফার। 

ঐতিহাসিক ৭ই মার্চের কোন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেন?

উত্তর: তৎকালীন রেসকোর্স ময়দানে। 

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এ বক্তব্যের মাধ্যেমে কোন বিষয়টি ফুটে উঠেছে?

উত্তর:  স্বাধীনতার আহ্বান। 

কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? 

উত্তর: ২৬ মার্চ প্রথম প্রহরে। 

কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করেন?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি। 

কে প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?

উত্তর:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে স্বপরিবারে শাহাদাৎবরণ করেন কবে ?

উত্তর: ১৯৭৫ সালে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনা বিচারে আটকে রেখেছিল কারা?

উত্তর: পাকিস্তান সরকার। 

১৫ ফেব্রুয়ারি তারিখে আর কাকে জেলগেটে আনা হয়েছিল?

উত্তর: মহিউদ্দিন আহমদকে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছিল কেন?

উত্তর:  সরকারি নির্দেশের জন্য। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত কে?

উত্তর: সুবেদার। 

কিসে করে বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছিল?

উত্তর: ট্যাক্সিতে। 

বঙ্গবন্ধু কোথায় পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে?

উত্তর:  নারায়ণগঞ্জ ঘাটে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পৌঁছেছিলেন?

উত্তর:  ১১টা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে কোন মৃত্যুতে শান্তি আছে বলে মনে করেন-?

উত্তর: অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলগেটে আধা ঘন্টা দেরি করে?

উত্তর: ফরিদপুর জেলগেটে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে দেরি হবে ভেবে চা খেতে চাইলেন?

উত্তর: জেল অফিসারের। 

মহিউদ্দিন কে ছিলেন?

উত্তর: আওয়ামী লীগের কর্মী। 

ফরিদপুরের মহিউদ্দিনকে সবাই কী নামে ডাকে?

উত্তর: মহি। 

‘ইলেকশন’ শব্দের অর্থ কী?

উত্তর:  নির্বাচন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলগেটে কার ওপর বেশী রেগে গেলেন?

উত্তর: আইবির ওপর। 

মহির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কথা বলতে বাধা দিলেন কে? 

উত্তর: আইবি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কী? 

উত্তর: শেখ লুৎফর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কী? 

উত্তর: সায়েরা খাতুন। 

ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কী-? 

উত্তর: বাহাদুর শাহ্ পার্ক। 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোককে কী বলে?

উত্তর: বেলুচি। 

ছেলে কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনতে পারছিল না তার কারণ কি ছিল?

উত্তর: অনেক দিন না দেখার কারণে তার বাবাকে চিনতে পারছিল না।

এদের কি দয়ামায়া আছে?” বঙ্গবন্ধুর স্ত্রীর এই বক্তব্যে ‘এদের’ বলতে কাদের বোঝানো হয়েছে? 

উত্তর: পাকিস্তান সরকারের। 

জেলমুক্তির কত দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের বাড়িতে ফিরেছিলেন?

উত্তর: ৫ দিন পর। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কত দিন পর মহিউদ্দিন আহমদকে মুক্তি দেওয়া হয়? 

উত্তর: ১ দিন পর। 

পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিল কেন?

উত্তর: বাধ্য হয়ে মুক্তি দিয়েছিল। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

বায়ান্নর দিনগুলো MCQ এই বিষয় নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে তাহলে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্নের উত্তর-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিল  কত তারিখে?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিল  ১৯৫২ সালের ২৭ শে ফেব্রুয়ারি তারিখে। 

‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধে বঙ্গবন্ধুর কতজন সন্তানের নাম উল্লেখ পাওয়া যায়?

বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২ জন সন্তানের নাম উল্লেখ পাওয়া যায়। 

উপসংহার

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় প্রস্ততির জন্য বায়ান্নর দিনগুলো প্রবন্ধ থেকে MCQ পড়ে মুখস্থ রাখা প্রয়োজন। বিগত সালের পরীক্ষাগুলোতে বায়ান্নর দিনগুলো প্রবন্ধ থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তাই আগে থেকেই আপনাকে বায়ান্নর দিনগুলো MCQ পড়ে মুখস্থ রাখা উচিত। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে আমার পথ প্রবন্ধের MCQ সম্পর্কে পড়তে পারেন।

“বায়ান্নর দিনগুলো MCQ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে, তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *