বাংলা সমার্থক শব্দ ভান্ডার সমূহ

Bengali Synonyms

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

বাংলা সমার্থক শব্দ ভান্ডারগুলো জেনে বিসিএস কিংবা অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর দিন সহজেই। কেননা বিগত সালের চাকরির পরীক্ষাগুলোতে বাংলা সমার্থক শব্দ থেকে অনেক গুলো প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস অথবা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন। তারা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দ পড়ে মুখস্থ করে রাখতে পারেন। আজকের এই পোস্টটি বিভিন্ন বাংলা সমার্থক শব্দ নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

বাংলা সমার্থক শব্দ নিয়ে সংক্ষিপ্ত তথ্য 

বাংলা সমার্থক শব্দ বলতে সমান অর্থকে বুঝায়। অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দ হল অনুরূপ বা সম অর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। ইংরেজিতে Synonym যাকে বলা হয়। উদাহরণসরূপঃ সনাতন এর সমার্থক শব্দ হলোঃ- নিত্য, চিরস্থায়ী, চিরন্তন, শাশ্বত। 

বাংলা সমার্থক শব্দ ভান্ডার সমূহ 

বিসিএস কিংবা অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ বাংলা সমার্থক শব্দ ভান্ডারগুলো পড়ে মুখস্থ করে রাখা প্রয়োজন। আপনারা যারা সরকারি-বেসরকারি চাকরির জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দগুলো পড়ে রাখতে পারেন। বিভিন্ন বাংলা সমার্থক শব্দ ভান্ডারগুলো নিচে উল্লেখ করা হলো-  

শব্দ সমার্থক শব্দ
সুন্দরমনোহর, শোভন, সুদৃশ্য, চারু, সুচারু, সুদৰ্শন, ললিত, সুশ্রী, সুকান্ত, রম্য, রমণীয়, কান্তিমান, শোভাময়, লাবণ্যময়, অপরূপ, অনুপম,মনোরম
স্বর্ণসোনা, সুবর্ণ, কাঞ্চন, হেম, হিরণ, কর্পূর, মহাধাতু
স্ত্রীদারা, দয়িতা, জায়া, কলত্র, বনিতা, কান্তা, বধু, বউ
শত্রূদুশমন, অমিত্র, অবন্ধু, বিরোধী, বৈরী, প্রতিপক্ষ
শ্রীঘরজেল, জেলখানা, কারাগার, কারা, হাজতখানা, কয়েদখানা, বন্দিশালা
শব্দধ্বনি, নাদ, স্বন, নিস্বন, আরব, আওয়াজ, স্বর
হাতিহস্তী, কুঞ্জর, কর, করী, গজ, মাতঙ্গ, রদী, রদনী, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, পিল
হাতকর, বাহু, ভুজ, হস্ত, পাণি, হস্তক
হরিণমৃগ, কুরঙ্গ, ঋষ্য, শম্বর, সারঙ্গ, সুনয়ন
সনাতননিত্য, চিরস্থায়ী, চিরন্তন, শাশ্বত
স্বর্গদেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, অমরালয়, অমরা, অমরাবতী, ইন্দ্ৰলোক, বেহেশত, জান্নাত 
সিংহকেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, পারীন্দ্র, পশুরাজ, হরি, হর্যক্ষ
স্বামীনাথ, কান্ত, দয়িত, পতি, মনিব, প্রভু
সাদাশুক্ল, শুভ্র, শুচি, শ্বেত, সিত, বিশদ, গৌর, ধবল, সফেদ
সত্ত্বসত্তা, অস্তিত্ব, স্বত্ত্বগুণ, প্রকৃতি, স্বভাব, আত্মা, প্রাণ, পরাক্রম, সাহস, প্রাণী, নির্যাস
সাপসৰ্প, অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, ভুজঙ্গম, উরগ, পন্নগ, কাকোদর, বায়ুভূক, বিষধর, হরি
সমুদ্রসাগর, অর্ণব, জলধি, জলনিধি, উদধি, পয়োধি, পাথার, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু, গাভ, নদীকান্ত, বারীশ, জীমূত, নীলাম্বু, অম্বুধি, দরিয়া
সূর্যআদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, দিনেশ, কীরণমালী, বিভাকর, বিভাবসু, মিহির, আফতাব, বিবস্বান, প্রভাকর, সুর, অরুণ
লালরক্ত, লোহিত, অরুণ, শোণ, রাতুল
রক্তরুধির, শোণিত, রাঙা, রক্তিম, রঞ্জিত, লাল, আবির, লহু
রাজানরেন্দ্র, নরেশ, নৃপ, নৃপাল, নৃপেন্দ্র, নৃপতি, নরপতি, ভূপতি, ভূপাল, মহীপাল, অধিরাজ, শাহ্, বাদশা
রানিরাজ্ঞী, সম্রাজ্ঞী, সুলতানা, মহিষী, রাজপত্নী, বেগম
যুদ্ধআহব, রণ, সমর, সংগ্রাম, বিগ্রহ, লড়াই, সংঘাত
মৃত্যুইন্তেকাল, ইহলোকত্যাগ, সংবরণ, চিরবিদায়, জান্নাতবাসী হওয়া, দেহত্যাগ, প্রাণত্যাগ,পঞ্চত্বপ্রাপ্তি, পরলোকগমন, লোকান্তর গমন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, স্বর্গলাভ, মরণ, নিপাত, মারা যাওয়া, পটল তোলা, মহাপ্রয়াণ
মঙ্গলকল্যাণ, শুভদ, শুভ, সু, সুখ, সমৃদ্ধি
ময়ূরকলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, শিখণ্ডক, বর্হী, বর্হিণ
মৃদুনরম, কোমল, হালকা, আলতো, অল্প, ধীর, হালকা
মাতামা, জননী, গর্ভধারিণী, প্রসূতি, আম্মা, মাতৃ, জম্মদাত্রী, জনিকা
মেঘঅভ্র, জলদ, জলধর, বারিদ, নীরদ, জীমূত, বলাহক, তোয়দ, পয়োদ, কাদম্বিনী
ভয়ডর, ভীতি, ত্রাস, দর, শঙ্কা, আতঙ্ক
ভয়ানকভীষণ, ভীম, খুব, ভয়ঙ্কর, ভয়াবহ, অত্যন্ত, অতিশয়, ভীতিজনক
ভ্রমরমধুকর, মধুলেহ, মধুপ, ভোমরা, মৌমাছি, অলি, ভৃঙ্গ, ষট্‌পদ, শিলীমুখ, দ্বিরেফ
বানরশাখামৃগ, বাঁদর, বান্দর
বিবরগর্ত, গহ্বর, ছিদ্র, রন্ধ্র, বিল
বিজ্ঞবুধ, মনীষী, জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান, প্রতিভাধর, অভিজ্ঞ, বিচক্ষণ
বনঅরণ্য, অরণ্যানী, অটবি, জঙ্গল, কানন, বিপিন,বনানী, কুঞ্জ, কান্তার, গহন
বৃক্ষগাছ, পাদপ, তরু, শাখী, বিটপী, মহীরুহ, দ্রুম, উদ্ভিদ, পল্লবী, শিখরী, পর্ণী, শৃঙ্গী (অন্য অর্থ-পর্বত)
বজ্রবাজ, অশনি, কুলিশ, দম্ভোলি, কঠিন, দৃঢ়
ব্যবসায়ীব্যবসাদার, বেনে, বানিয়া, বণিক, সওদাগর,দোকানি
বিদ্যুৎতড়িৎ, সৌদামিনী, বিজলী, দামিনী, ক্ষণপ্রভা, অণুপ্রভা, চপলা, চঞ্চলা, শম্পা
পাপদ, পাদ, চরণ
পথরাস্তা, মার্গ, অয়ন, সরণি, সড়ক, নিগম, নির্গমন, রাহা, বাট
প্রভাতঊষা, ভোর, প্রত্যূষ
পদ্মপঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, তামরস, নলিনী, সরোবর, কোকনদ, সরোজ, সরসিজ, পুষ্কর
পয়জারপাদুকা, জুতা, চর্মপাদুকা
প্রাসাদঅট্টালিকা, দালান, বালাখানা
পেষণদলন, মর্দন, বাটা, চূর্ণন
পুষ্পকুসুম, রঙ্গন, ফুল, প্রসূন
পিতাবাবা, আব্বা, জনক, জন্মদাতা, পিতৃ
পর্বতঅদ্রি, অচল, গিরি, পাহাড়, শৈল, নগ, ভূধর, মহীধর, মেদিনীধর, ক্ষিতিধর, শৃঙ্গী
পুত্রছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ, তনুজ, পুত, দুলাল, দারক
পাথরপাষাণ, প্রস্তর, মণি, অশ্ম, শিল, শিলা, কাঁকর
পৃথিবীবসুমতী, বসুন্ধরা, বসুধা, বসুমাতা, ধরা, ধরিত্রী, ধরাতল, মেদিনী, মহি, পৃথ্বী, অদিতি, অবনি, অখিল, ভূ, ভূলোক, ভুবন, ভূতল, উর্বী, বিশ্ব, জগৎ, ক্ষিতি, ক্ষিতিতল, মর্ত্য, দুনিয়া, জাহান, ধরণি, ধরাধাম
পতাকাকেতন, নিশান, ধ্বজা, ঝাণ্ডা, বৈজয়ন্তী
পুকুরপুষ্করিণী, জলাশয়, দীঘি, সরোবর
পাখিপক্ষী, বিহগ, বিহঙ্গম, দ্বিজ, খেচর, খগ, গরুড়
নরপুরুষ, মর্দ, মানুষ, মানুষ্য, মানব, লোক, জন
নারীস্ত্রী, স্ত্রীলোক, মেয়ে, রমণী, মহিলা, কামিনী, ভামিনী, অঙ্গনা, রামা, বামা, ললনা, অবলা, আওরত, সামন্তিনী, মানবী, জেনানা, কান্তা
নদীতটিনী, সরিৎ, শৈবলিনী, তরঙ্গিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, গিরি নিঃস্রাব, গাঙ, মন্দাকীনী, কূলবতী, স্রোতোবহা, সমুদ্রবল্পতা, সমুদ্রকান্তা, কল্লোলিনী, কলস্বিনী
নারীস্ত্রী, স্ত্রীলোক, মেয়ে, রমণী, মহিলা, কামিনী, ভামিনী, অঙ্গনা, রামা, বামা, ললনা, অবলা, আওরত, সামন্তিনী, মানবী, জেনানা, কান্তা
নদীতটিনী, সরিৎ, শৈবলিনী, তরঙ্গিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, গিরি নিঃস্রাব, গাঙ, মন্দাকীনী, কূলবতী, স্রোতোবহা, সমুদ্রবল্পতা, সমুদ্রকান্তা, কল্লোলিনী, কলস্বিনী
ধনঅর্থ, বিত্ত, সম্পদ, সম্পত্তি, বিভব, বৈভব, ঐশ্বৰ্য,দৌলত
দর্পদম্ভ, অহংকার, গর্ব, আস্ফালন, বড়াই
দরিদ্রনির্ধন, দীন, বিত্তহীন, কাতরহীন, গরিব, অসহায়
দিনদিবস, দিবা, বাসর, অহ, অহ্ন, বার, রোজ
দেহঅঙ্গ, গাত্র, গা, গতর, কায়া, কলেবর, তনু, শরীর
দক্ষনিপুণ, পটু, পারদর্শী, কর্মঠ, কর্মণ্য
দোকানআপণ, বিপণি, পণ্য-বিচিত্রা, পণ্যগৃহ, পণ্যশালা
তীরতট, শর, বাণ, শায়ক, অবধি, পুলিন, আশ্রয়
ঢেউঊর্মি, তরঙ্গ, লহর, লহরী, ঊর্মিলহরী, জোয়ার, বীচি, কল্লোল, উল্লোল, হিল্লোল
ঝড়ঝটিকা, প্রভঞ্জন, ঝঞ্ঝা, তুফান, বাত্যা
জল/ পানিঅম্বু, অপ, নীর, পানি, সলিল, বারি, উদক, পয়, পয়ঃ, তোয়, প্রাণদ, বারুণ
জিজ্ঞাসাপ্রশ্ন, শুধানো, পুছা, জেরা
জ্যোৎস্নাচন্দ্রিমা, চন্দ্রিকা, কৌমুদী, জোছনা, চন্দ্রালোক, চাঁদনী (কবিতায়)
চাঁদচন্দ্ৰ, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময়
চোখঅক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন, আঁখি, সিডর
ঘোড়াঘোটক, বাজী, অশ্ব, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, হয়
ঘরগৃহ, আলয়, আবাস, নিকেতন, নিবাস, আগার, বাটি, সদন, ভবন, ধাম
ঘোড়াঘোটক, বাজী, অশ্ব, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, হয়
গরুগো, গাভী, ধেনু, পয়স্বিনী
গন্তব্যঅভীষ্ট, লক্ষ্য, উদ্দেশ্য, মনজিল
গঙ্গাজাহ্নবী, ভাগীরথী, গোমতী, কাবেরী, সুরধনী
খ্যাতিযশ, প্রসিদ্ধি, সুনাম, কীর্তি, সুখ্যাতি, অনিন্দ্য, নন্দিত
খড়গকৃপাণ, অসি, তরবারি, তলোয়ার
খবরসংবাদ, সন্দেশ, বার্তা, ফরমান, তথ্য, সমাচার, তালাস
কেশববিষ্ণু, কৃষ্ণ, গোপাল, জনার্দন
কথাবাণী, উক্তি, বচন, কথন, বচঃ, বাক্য, ভাষা, খবর জবান, বাক্, বুলি, বোল
কালোঅসিত, কৃষ্ণ, শ্যাম, শ্যামল, কানাই
কলাকদলী, রম্ভা, পত্রগোটা
ক্রোধরাগ, রোষ, গোসা, কোপ, উষ্মা, উত্তেজনা
কপোলগাল, গণ্ড (গণ্ডদেশ)
কেশচুল, অলক, কুন্তল, চিকুর, শিরোজ, শিরসিজ
কাকবায়স, পরভৃৎ
কুটুম্বআত্মীয়, জ্ঞাতি, স্বগোত্রজ ব্যক্তি
কূলতীর, তট, সৈকত, কীনারা, ধার, পুলিন
কুঁড়িকোরক, মুকুল, কলিকা, কলি, অফোটা ফুল
কোকিলপরভৃত, পিক, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্যপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত, মধুবন
কলহঝগড়া, বিবাদ, বিরোধ, কোন্দল, দ্বন্দ্ব, ঝগড়া-ঝাঁটি
কপালললাট, ভাগ্য, ভাল, অদৃষ্ট, নিয়তি, নসিব, অলিক, বরাত

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

বাংলা সমার্থক শব্দ ভান্ডার এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্ন ও উত্তর।

“কবুতর”এর সমার্থক শব্দ কি? 

“কবুতর”এর সমার্থক শব্দ হলো কপোত, পায়রা, পারাবাত, নোটন, লোটন। 

“কান্না”এর সমার্থক শব্দ কি? 

“কান্না”এর সমার্থক শব্দ হলো কাঁদা, রোদন, রোনাজারি, ক্রন্দন, কাদন, অশ্রুপাত। 

উপসংহার

যে কোন চাকরি বা ভাইভা পরীক্ষার প্রস্তুতি স্বরূপ বাংলা সমার্থক শব্দ জেনে রাখতে পারেন। বিগত সালের বিসিএস এবং অন্যান্য প্রতিযোগীতামূলক পরীক্ষাগুলোতে বাংলা সমার্থক শব্দ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা বাংলা সমার্থক শব্দ ভান্ডার পড়ে রাখতে পারেন। এছাড়াও সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি দৃঢ় করার জন্য বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানান সম্পর্কিত পোস্টটি পড়তে পারেন।

“বাংলা সমার্থক শব্দ ভান্ডার সমূহ” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্টটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *