বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানান জেনে বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষা দিন সহজেই। কেননা বিগত সালের চাকরির পরীক্ষাগুলোতে শুদ্ধ বানান থেকে অনেক গুলো প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস অথবা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান পড়ে মুখস্থ করে রাখতে পারেন। আজকের এই পোস্টটি বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানান নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই আরটিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
শুদ্ধ বানান নিয়ে সংক্ষিপ্ত তথ্য
শুদ্ধ শব্দের অর্থ হলো সঠিক। যে শব্দে বা শব্দগুচ্ছে কোন ধরনের ভেজাল নেই বা প্রকৃত উপাদানের সাথে অন্য উপাদানের মিশ্রন নেই তাকেই মূলত শুদ্ধ বানান বলা হয়। উদাহরণসরূপঃ সহযোগীতা এর শুদ্ধ বানান হলো সহযোগিতা।
বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানান
বিভিন্ন প্রতিযোগীতামূলক কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানানগুলো পড়ে মুখস্থ করে রাখা প্রয়োজন। আপনারা যারা সরকারি-বেসরকারি চাকরির জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানগুলো পড়ে রাখতে পারেন। বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানানগুলো নিচে উল্লেখ করা হলো-
অশুদ্ধ বানান | শুদ্ধ বানান |
---|---|
উদিচী | উদীচী |
বিদ্যান | বিদ্বান |
মুহূর্মুহু | মুহুর্মুহু |
মূর্ধণ্য | মূর্ধন্য |
সদ্যজাত | সদ্যোজাত |
সৌজন্যতা | সৌজন্য |
তত্বাবধায়ক | তত্ত্বাবধারক |
আয়ত্ব | আয়ত্ত |
আশিবিষ | আশীবিষ |
শূণ্য | শূন্য |
প্রতিদ্বন্দ্বীতা | প্রতিদ্বন্দ্বিতা |
বিদোষী | বিদুষী |
সহযোগীতা | সহযোগিতা |
শিরচ্ছেদ | শিরশ্ছেদ |
মনোকস্ট | মনঃকষ্ট |
অপরাহ্ন | অপরাহ্ণ |
দূরাবস্থা | দুরবস্থা |
ষ্টেশন | স্টেশন |
মুহুর্ত | মুহূর্ত |
উপযোগীতা | উপযোগিতা |
কল্যান | কল্যাণ |
জীবীকা | জীবিকা |
স্বরস্বতী | সরস্বতী |
গীতাঞ্জলী | গীতাঞ্জলি |
পিপিলিকা | পিপীলিকা |
ব্যপ্ত | ব্যাপ্ত |
মুখস্ত | মুখস্থ |
সংস্কৃতিক | সাংস্কৃতিক |
অন্তভুক্ত | অন্তর্ভুক্ত |
ঐক্যতান | ঐকতান |
উপরোক্ত | উপর্যুক্ত |
দ্বন্দ | দ্বন্দ্ব |
ভূবন | ভুবন |
বিভিষিকা | বিভীষিকা |
আলচ্যমান | আলোচ্যমান |
পুরান | পুরাণ |
ঝরণা | ঝরনা |
বৈচিত্র | বৈচিত্র্য |
দৈন্যতা | দৈন্য/দীনতা |
পুরষ্কার | পুরস্কার |
স্নেহাশীস | স্নেহাশিস |
বয়জেষ্ঠ্য | বয়োজ্যেষ্ঠ |
দূরাদৃস্ট | দুরাদৃষ্ট |
কর্মজীবি | কর্মজীবী |
আকাংখা | আকাঙ্ক্ষা |
প্রতিযোগীতা | প্রতিযোগিতা |
সন্যাসী | সন্ন্যাসী |
বহিস্কার | বহিষ্কার |
জগত | জগৎ |
মনীষি | মনীষী |
শান্তনা | সান্ত্বনা |
মন্ত্রীত্ব | মন্ত্রিত্ব |
বুদ্ধিজীবি | বুদ্ধিজীবী |
ইতিমধ্যে | ইতোমধ্যে |
ভৌগলিক | ভৌগোলিক |
মুমুর্ষু | মুমূর্ষু |
শ্রদ্ধান্ঞ্জলী | শ্রদ্ধাঞ্জলি |
উত্তারায়ন | উত্তারায়ণ |
ঋন | ঋণ |
ইদানিংকাল | ইদানীং |
সম্বর্ধনা | সংবর্ধনা |
দারিদ্রতা | দরিদ্রতা/দারিদ্র্য |
সুষ্ঠ | সুষ্ঠু |
পরিস্কার | পরিষ্কার |
কৃজ্জটিকা | কৃজ্ঝটিকা |
নিশিথিনি | নিশীথিনী |
আদ্যান্তে | আদ্যন্ত |
ব্রাক্ষ্মন | ব্রাক্ষ্মণ |
শুশ্রষা | শুশ্রূষা |
মরিচিকা | মরীচিকা |
স্বামীগৃহ | স্বামিগৃহ |
আইনজীবি | আইনজীবী |
নুন্যতম | ন্যূনতম |
ব্যতিত | ব্যতীত |
প্রানীবিদ্যা | প্রাণিবিদ্যা |
উজ্জল | উজ্জ্বল |
লজ্জাষ্কর | লজ্জাকর |
তোরন | তোরণ |
কার্য্যালয় | কার্যালয় |
নিরব | নীরব |
উচ্ছাস | উচ্ছ্বাস |
ভ্রাতাগন | ভ্রাতৃগণ |
বাল্মিকী | বাল্মীকি |
দোষণীয় | দূষণীয় |
গ্রামীন | গ্রামীণ |
পোষ্টমাষ্টার | পোস্টমাস্টার |
ভাতুস্পুত্র | ভ্রাতুষ্পুত্র |
নিক্কন | নিক্বণ |
মনীসা | মনীষা |
সম্বাদ | সংবাদ |
সূচীপত্র | সূচিপত্র |
মনিষা | মনীষা |
দূরাকাঙ্ক্ষা | দুরাকাঙ্ক্ষা |
ভাগিরথী | ভাগীরথী |
আকাংখা | আকাঙ্ক্ষা |
আমাবস্যা | অমাবস্যা |
বুদ্ধিজীবি | বুদ্ধিজীবী |
একত্রিত | একত্র |
ইতোপূর্বে | ইতি:পূর্বে |
অচিন্ত্যনীয় | অচিন্তনীয় |
অঞ্জলী | অঞ্জলি |
অচিন্ত | অচিন্ত্য |
অগ্রহায়ন | অগ্রহায়ণ |
অগ্রগন্য | অগ্রগণ্য |
অকারন | অকারণ |
অকল্যান | অকল্যাণ |
অংগাংগী | অঙ্গাঙ্গি |
অংগন | অঙ্গন |
অংগ | অঙ্গ |
অংকুর | অঙ্কুর |
অংকন | অঙ্কন |
অংক | অঙ্ক |
অণ্বেষণ | অন্বেষণ |
অতিথী | অতিথি |
অতিব | অতীব |
অতিষ্ট | অতিষ্ঠ |
অত্যাধিক | অত্যধিক |
অত্যান্ত | অত্যন্ত |
অদ্ভূত | অদ্ভুত |
অদ্যপি | অদ্যাপি |
অদ্যবদি | অদ্যাবধি |
অধঃস্তন | অধস্তন |
অধিকরন | অধিকরণ |
অধীনস্ত | অধীনস্থ |
অধ্যাবসায় | অধ্যবসায় |
অধ্যায়ণ | অধ্যয়ন |
অনিন্দসুন্দর | অনিন্দ্যসুন্দর |
অনিষ্ঠ | অনিষ্ট |
অনু | অণু |
অনুকুল | অনুকূল |
অনুর্ধ্ব | অনূর্ধ্ব |
অনুসঙ্গ | অনুষঙ্গ |
অন্তঃসত্তা | অন্তসত্ত্বা |
অন্তর্ভূক্ত | অন্তর্ভুক্ত |
অন্তর্মুখি | অন্তর্মুখী |
অন্যমনষ্ক | অন্যমনস্ক |
অপসৃয়মান | অপসৃয়মাণ |
অপেক্ষমান | অপেক্ষমাণ |
অভিভুত | অভিভূত |
অহঃরহ | অহরহ |
আঁড়াআড়ি | আড়াআড়ি |
আকষ্কিক | আকস্মিক |
আকাবাকা | আঁকাবাঁকা |
আকুতি | আকূতি |
আকূল | আকুল |
আক্রমন | আক্রমণ |
আড়ষ্ঠ | আড়ষ্ট |
আড়ৎ | আড়ত |
আতংক | আতঙ্ক |
আত্মস্যাৎ | আত্মসাৎ |
আদ্যান্ত | আদ্যন্ত |
আদ্র | আর্দ্র |
আনবিক | আণবিক |
আপাততঃ | আপাতত |
আয়ত্ব | আয়ত্ত |
আরাম্ভ | আরম্ভ |
আলোচ্যমান | আলোচ্য |
আলিংগন | আলিঙ্গন |
আশ্বস্থ | আশ্বস্ত |
ইংগিত | ইঙ্গিত |
ইতঃস্তত | ইতঃস্তত |
ইষৎ | ঈষৎ |
উচিৎ | উচিত |
উচ্চৈস্বরে | উচ্চৈঃস্বরে |
উচ্ছ্বল | উচ্ছল |
উত্তরন | উত্তরণ |
উত্তলন | উত্তোলন |
উত্যক্ত | উত্ত্যক্ত |
উদ্দান | উদ্যান |
উদ্দ্যোগ | উদ্যোগ |
উদ্ধত্য | ঔদ্ধত্য |
উদ্ভিজ | উদ্ভিজ্জ |
উনবিংশ | ঊনবিংশ |
উপচার্য | উপাচার্য |
উপলক্ষ্য | উপলক্ষ |
উর্ধ্ব | ঊর্ধ্ব |
ঊনিশ | উনিশ |
একভূত | একীভূত |
ঐক্যতা | একতা |
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানান এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে তাহলে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্ন ও উত্তর।
“লজ্জাষ্কর” এর শুদ্ধ বানান কি?
“লজ্জাষ্কর” এর শুদ্ধ বানান হল “লজ্জাকর”।
“মরিচিকা” এর শুদ্ধ বানান কি?
“মরিচিকা” এর শুদ্ধ বানান হল “মরীচিকা”।
“আকাংখা” এর শুদ্ধ বানান কি?
“আকাংখা” এর শুদ্ধ বানান হল “আকাঙ্ক্ষা”।
“পিপিলিকা” এর শুদ্ধ বানান কি?
“পিপিলিকা” এর শুদ্ধ বানান হল “পিপীলিকা”।
উপসংহার
যে কোন চাকরি বা ভাইভা পরীক্ষার প্রস্তুতি স্বরূপ বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানানগুলো জেনে রাখতে পারেন। বিগত সালের বিসিএস পরীক্ষাগুলোতে শুদ্ধ বানান থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা পরীক্ষায় আসা শুদ্ধ বানানগুলো পড়ে রাখতে পারেন। এছাড়াও সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি দৃঢ় করার জন্য বিভিন্ন পরীক্ষায় আসা পূর্ণরূপ সমূহ সম্পর্কিত পোস্টটি পড়তে পারেন।
“বিভিন্ন পরীক্ষায় আসা শুদ্ধ বানান” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্টটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!
Leave a Reply