আঠারো বছর বয়স কবিতা MCQ

Atharo Bochor Boyos Kobita MCQ

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

, ,

আঠারো বছর বয়স কবিতা MCQ জেনে স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করতে পারেন। বিগত সালের স্কুল-কলেজ ও চাকরির পরীক্ষায় আঠারো বছর বয়স কবিতা থেকে অনেক MCQ প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর স্কুল-কলেজ ও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তারা আঠারো বছর বয়স কবিতার কবি পরিচিতি এবং কবিতার আলোচ্য বিষয়সহ কতিপয় তথ্য জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী শক্তিশালী করতে পারেন। আজকের এই আর্টিকেলটি আঠারো বছর বয়স কবিতা MCQ নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

আঠারো বছর বয়স কবিতার মূলভাব

আঠারো বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য তারণ্যের শক্তির প্রতিচ্ছবি তুলে ধরেছেন। আঠারো বছর বয়স কবিতার মাধ্যমে কবি আমাদের দেশের তরুণদের জাগ্রত করেছেন। এই তরুণরাই পারে একমাত্র সকল প্রকার অত্যাচার, অবিচার ও নির্যাতন থেকে মুক্ত করে প্রাচুর্য ও সম্পদে পরিপূর্ণ একটি দেশ উপহার দিতে। এই আঠারো বছর বয়স কোন প্রকার বাধা মানে না এবং মাথাও নত করে না। শুধুমাত্র এই বয়সের তরুণরাই সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দেশের জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিতে পারে। কবি সুকান্ত ভট্টাচার্য আপন সত্তার জাগরণ এবং উপলব্ধির ভিতর দিয়েই প্রত্যক্ষভাবে আঠারো বছর বয়সের তরুণদের উদ্যম ও গতিশীলতার পরিচয় তুলে ধরেছেন।

এজন্য তিনি তার কবিতায় বলেছেন-‘এ বয়স জানে রক্ত স্নানের পূণ্য; তাই, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়’। নানা মতবাদ আঠারো বছর বয়সের তরুণদের বিভ্রান্ত করতে পারে কিন্তু তাদের চলার গতিতে ও কর্মে কোন প্রকার স্থায়ী বাধা তৈরি করতে পারেনা। অলস, ভিরু ও নিষ্ক্রিয় জাতির জীবনে তরুণরাই একমাত্র বয়ে আনতে পারে সফলতা এবং উন্নয়ন। তাই কবি সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কবিতার মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানব জাতির কল্যাণে সকল তরুণদের এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই মর্মে কবির কামনা “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”।

আঠারো বছর বয়স কবিতার কবি পরিচিতি

‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা হল সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম হল কিশোর কবি। কবি সুকান্ত ভট্টাচার্য ১৫ অগাস্ট ১৯২৬ সালে কালীঘাট, কোলকাতা, ভারত এ মাতামহের বাড়িতে জন্ম গ্রহণ করেন। সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মাতা সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস হল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়। তার সৃষ্টি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলো হলোঃ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, ও হরতাল। সুকান্ত ভট্টাচার্য ‘দৈনিক স্বাধীনতা’ এর কিশোরসভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমৃত্যু সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য রোগে আক্ৰান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে ১৩ মার্চ ১৯৪৭ সালে মৃত্যুবরণ করেন।

আঠারো বছর বয়স কবিতা MCQ

আঠারো বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য তারুণ্যের শক্তির স্বরূপ স্পষ্টভাবে তুলে ধরেছেন। আপনারা যারা এ বছর স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা “আঠারো বছর বয়স” কবিতার বহু নির্বাচনী প্রশ্ন-উত্তরগুলো জেনে রাখতে পারেন। নিচে আঠারো বছর বয়স কবিতা MCQ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন-

সুকান্ত ভট্টাচার্যের জন্য নিচের কোনটি ব্যতিক্রম?

উত্তরঃ হরতাল।

“এ দেশের বুকে আঠারো আসুক নেমে” কী অর্থে বলা হয়েছে?

উত্তরঃ ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত করণে।

কবিতায় “আঠারো বছর বয়স” কথাটি কতবার রয়েছে?

উত্তরঃ ৮

আঠারো বছর বয়সের জন্য কোনটি প্রযোজ্য নয়?

উত্তরঃ তুফান ছোটানো।

‘বছর’ শব্দটির সঠিক ব্যুৎপত্তি কোনটি?

উত্তরঃ বোসর

‘দুঃসহ’ শব্দটির ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?

উত্তরঃ উপসর্গ

‘দুঃসহ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?

উত্তরঃ সন্ধিযোগে

আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?

উত্তরঃ দুঃসাহসেরা

আঠারো বছর বয়স দুঃসহ কেন?

উত্তরঃ দুঃসাহসেরা উঁকি দেয় বলে।

আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

উত্তরঃ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে বলে।

‘মাথা’ শব্দটি কোন শব্দ থেকে পরিবর্তিত হয়ে এসেছে?

উত্তরঃ মস্তক

আঠারো বছর বয়সকে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন?

উত্তরঃ এ বয়স গতিশীল বলে।

‘শূন্য’ শব্দটির সঠিক উচ্চারণ হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

উত্তরঃ শুন্নো।

আঠারো বছর বয়সের তরুণেরা ‘শপথের কোলাহলে’ কী সঁপে দেয়?

উত্তরঃ আত্মা

আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়?

উত্তরঃ শপথের কোলাহলে

আঠারো বছর বয়স ভয়ংকর কেন?

উত্তরঃ কানে যন্ত্রণা আসে বলে।

আঠারো বছর বয়স দুর্বার কেন?

উত্তরঃ প্রচন্ড বেগে ধাবিত হয় বলে।

আঠারো বছর বয়স যেমন দুর্বার গতিতে এগিয়ে চলার সময় তেমনি তা খুব সহজেই থেমে যেতে পারে। এক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য?

উত্তরঃ মাদকাসক্ত হওয়া

‘‘সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে সে জীবন ব্যর্থ হয়ে যায়’’- এ বিষয়টি ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন পদ্ধতিতে ফুটে উঠেছে?

উত্তরঃ এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে।

‘‘আঠারো বছর বয়স দূর্যোগ আর দুর্বিপাকে ভয় পায় না’’- এ বিষয়টি ফুটে উঠেছে কোন পদ্ধতিতে?

উত্তরঃ বিপদের মুখে এ বয়স অগ্রণী।

কোন বয়স নতুন কিছু করে?

উত্তরঃ আঠারো বছর বয়স

আঠারো বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়?

উত্তরঃ স্বনির্ভর হওয়ার

‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম স্তবকে কী প্রকাশিত হয়েছে?

উত্তরঃ তারুণ্যের ভয়াবহ রুপ

আঠারো বছর বয়সে মানুষ কিসের ঝুঁকি নিয়ে থাকে?

উত্তরঃ স্বাধীনভাবে চলার

আঠারো বছর বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় কেন?

উত্তরঃ দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে

‘‘দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি।’’ এ বিষয়টি ফুটে উঠেছে কোন পদ্ধতিতে?

উত্তরঃ এ বয়স জানে রক্তদানের পূণ্য

নব নব অগ্রগতি সাধনের স্বপড়ব বাস্তবায়নে তরুণদেরকে কীভাবে এগিয়ে যেতে হবে?

উত্তরঃ দৃঢ় পদক্ষেপে

আঠারো বছর বয়সে বিপর্যয় নেমে আসতে পারে কেন?

উত্তরঃ নিজেকে ঠিকমতো পরিচালনা না করতে পারার কারণে

আঠারো বছর বয়সে কী প্রকট হয়ে দেখা দেয়?

উত্তরঃ অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা

আঠারো বছর বয়সকে কবি কী হিসেবে উল্লেখ করেছেন?

উত্তরঃ বয়ঃসন্ধিকাল

আঠারো বছর বয়সে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে কী হতে পারে?

উত্তরঃ পদস্খলন।

তারুণ্যের ধর্ম হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

উত্তরঃ প্রগতির পথে চলা।

আমাদের দেশের তারুণ্য ও যৌবনশক্তি জাতীয় জীবনের চালিকাশক্তি হতে পারছে না কেন?

উত্তরঃ সঠিক নির্দেশনার অভাব

কবি আঠারো বছর বয়সকে আহ্বান জানিযেছেন কেন?

উত্তরঃ জাতীয় জীবনের চালিকাশক্তি বলে

‘আঠারো বছর বয়স’ কবিতারটির রচয়িতা কে?

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

‘‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া।’’- এ মহান মন্ত্রের বাহন কোনটি?

উত্তরঃ স্বার্থত্যাগ

সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতের এ বয়স যেমন হয়ে উঠতে পারে তা বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য?

উত্তরঃ কর্মহীন

অদম্য এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার-

উত্তরঃ প্রয়োজনীয় অর্থ

এ দেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে?

উত্তরঃ এ বয়স সাহসী, দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী।

তারুণ্য ও যৌবনশক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনের কী হিসেবে কামনা করছেন?

উত্তরঃ মেরুদন্ড

‘আঠারো বছর বয়স’ কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত?

উত্তরঃ ৬ মাত্রার

মাত্রাবৃত্ত ছন্দ সাধারণ কয় মাত্রার হয়ে থাকে?

উত্তরঃ ছয় মাত্রার

‘আঠারো বছর বয়স’ কবিতার প্রতি চরণে মাত্রাসংখ্যা কত?

উত্তরঃ ১৪

‘দুঃ’ উপসর্গের পর ‘স’ থাকলে কী হয়?’

উত্তরঃ বিসর্গ (ঃ) বজায় থাকে

‘দুর্বার’ শব্দটির সঠিক সদ্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তরঃ দুঃ+ বার

‘দুর্যোগ’ শব্দটির ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?

উত্তরঃ উপসর্গযোগে

শুদ্ধ বানান হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?

উত্তরঃ দীর্ঘশ্বাস

‘দুঃসাহস’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তরঃ দুঃ + সাহস

‘শপথ’ শব্দটির উচ্চারণ হিসেবে কোনটি যথার্থ?

উত্তরঃ শপোথ্

‘ঝড়’ শব্দটির সঠিক ব্যুৎপত্তি হিসেবে কোনটি গ্রহণযোগ্য?

উত্তরঃ ঝঞ্ঝা

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

আঠারো বছর বয়স কবিতা MCQ নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে। তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্নের উত্তর।

‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে?

‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা হল সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম হল কিশোর কবি।

আঠারো বছর বয়স’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?

‘আঠারো বছর বয়স’ কবিতাটি ১৯৪৮ সালে ছাড়পত্র’ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়।

উপসংহার

স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় প্রস্ততির জন্য “আঠারো বছর বয়স” কবিতার বহু নির্বাচনী প্রশ্ন-উত্তরগুলো জেনে রাখা প্রয়োজন। তাই আগে থেকেই আপনাকে আঠারো বছর বয়স কবিতা MCQ পড়ে মুখস্থ রাখা অত্যাবাশক। এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্ততি আরও বেশী শক্তিশালী করতে তাহারেই পড়ে মনে কবিতার MCQ পড়তে পারেন।

“আঠারো বছর বয়স কবিতা MCQ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *