ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি ও কি কি?

Countries Adopting The Euro Currency

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি ও কি কি এ সম্পর্কে জেনে বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করতে পারেন। কেননা বিগত সরকারি কিংবা বেসরকারি চাকরির পরীক্ষায় ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ সম্পর্কে নানা ধরনের প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ইউরো মুদ্রা কখন চালু হয়? কোন দেশ ২০ তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে? সহ কতিপয় বেশ কিছু প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই আর্টিকেলটি ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি ও কি কি তা নিয়ে সাজানো হয়েছে। মূল বিষয়ে যাওয়ার আগে ইউরো মুদ্রা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জেনে নেওয়া যাক-

ইউরো মুদ্রা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

১ জানুয়ারী, ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ যথাক্রমেঃ অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি একত্ৰিত ভাবে ইউরো মুদ্রার ব্যবহার শুরু করে। কালের পরিক্রমায় এখন পর্যন্ত ২৬ টি দেশে ইউরো মুদ্রার ব্যবহার হচ্ছে। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় এমন ৬ টি দেশও কিন্তু ইউরো কে নিজেদের মুদ্রা হিসেবে ব্যবহার করছে। এই দেশ গুলো হলো যথাক্রমেঃ মন্টিনিগ্রো, কসোভো, এন্ডোরা, মোনাকো, সান মারিনো, এবং ভ্যাটিকান সিটি। এখন আমরা ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি ও কি কি এ সম্পর্কে জানবো।

ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি ও কি কি?

আপনারা যারা বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি এ সম্পর্কে জেনে রাখতে পারেন। কেননা বিগত সালের পরীক্ষাগুলোতে ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ সম্পর্কে অনেক প্রশ্ন এসেছে। নিচে ইউরো মুদ্রা গ্রহণকারী ২৬ টি দেশের নাম ও গ্রহণের বছর তালিকা আকারে তুলে ধরা হল-

দেশের নামগ্রহণের বছর
আয়ারল্যান্ড১৯৯৯
জার্মানি১৯৯৯
অস্ট্রিয়া১৯৯৯
বেলজিয়াম১৯৯৯
লুক্সেমবার্গ১৯৯৯
লাটভিয়া২০১৪
লিথুনিয়া২০১৫
পর্তুগাল১৯৯৯
স্পেন১৯৯৯
ফ্রান্স১৯৯৯
ফিনল্যান্ড১৯৯৯
ইতালি১৯৯৯
ইস্তোনিয়া/এস্তোনিয়া২০১১
গ্রীস২০০১
নেদারল্যান্ড১৯৯৯
মাল্টা২০০৮
সাইপ্রাস২০০৮
শ্লোভেনিয়া২০০৭
শ্লোভাকিয়া২০০৯
মন্টিনেগ্রো২০০২
এন্ডোরা২০১২
মোনাকো১৯৯৯
ভ্যাটিকান সিটি১৯৯৯
স্যান মারিনো১৯৯৯
কসোভো২০০২
ক্রোয়েশীয়২০২৩

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ

ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি ও কি কি এ সম্পর্কে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেই সেই সকল প্রশ্নের উত্তর-

ইউরো মুদ্রা কখন চালু হয়?

১ জানুয়ারি, ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ মিলে ইউরো মুদ্রা চালু করেন। বর্তমানে ২০২৩ সাল পর্যন্ত ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের সংখ্যা ২৬ টি।

কোন দেশ ২০ তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে?

২০ তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে ক্রোয়েশিয়া। ১ জানুয়ারী, ২০২৩ সালে নিজেদের মুদ্রা “কুনা” কে বিদায় জানিয়ে নতুন মুদ্রা “ইউরো” গ্রহণ করেন।

উপসংহার

চাকরির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি ও কি কি এ সম্পর্কে জেনে রাখতে পারেন। কেননা বিগত বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ সম্পর্কে নানা ধরনের প্রশ্ন এসেছে। তাই এই সম্পর্কে পড়ে আপনার চাকরির প্রস্তুতি শক্তিশালী করতে পারেন। এছাড়াও চাকরির প্রস্তুতির জন্য বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম সম্পর্কে পড়তে পারেন।

“ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টি ও কি কি?” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *