বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম বিসিএস পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ জেনে রাখতে পারেন। কেননা বিগত সরকারি কিংবা বেসরকারি চাকরির পরীক্ষায় বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানীর নাম সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নেপালের রাজধানীর নাম কী? ভুটানের মুদ্রার নাম কী? ইংল্যান্ডের রাজধানীর নাম কী? সহ কতিপয় বেশকিছু প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই আর্টিকেলটি বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম নিয়ে সাজিয়েছি। মূল বিষয়ে যাওয়ার আগে মুদ্রা এবং রাজধানীর বলতে কি বুঝি সে বিষয়ে জেনে নেওয়া যাক-
মুদ্রা কি?
মুদ্রা হলো পণ্য বা সেবা আদান-প্রদানের একটি বিনিময় মাধ্যম। মুদ্রা হল অর্থের একটি ধরন বা প্রকার। পৃথিবীর বিভিন্ন দেশ অথবা অঞ্চল ভিত্তিক নির্দিষ্ট মুদ্রা রয়েছে যা ওই নির্দিষ্ট দেশ এবং এলাকার জন্য গ্রহণযোগ্য। নির্দিষ্ট মুদ্রা শুধুমাত্র ওই নির্দিষ্ট দেশ এবং এলাকার মধ্যে বিনিময়যোগ্য। যেমনঃ যুক্তরাষ্ট্রের মুদ্রা হল “USD” বা ডলার এবং বাংলাদেশের মুদ্রা হল “BDT” বা টাকা।
রাজধানী কি?
রাজধানী হল একটি দেশ, রাজ্য, অথবা অঞ্চলের কেন্দ্রীয় শহর যেখান থেকে দেশটির সরকার পরিচালিত হয়। সাধারণত সরকারের সকল সভা ও অধিবেশন সহ অন্যান্য অনুষ্ঠান রাজধানী শহরে অনুষ্ঠিত হয়ে থাকে। রাজধানী শহরটি সংশ্লিষ্ট দেশের সরকার বা আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যেমনঃ আমেরিকার রাজধানী হল “নিউ ইয়র্ক’ এবং বাংলাদেশের রাজধানী হল “ঢাকা”।
বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম সমূহ
আপনারা যারা বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম জেনে রাখতে পারেন। কেননা বিগত সালের পরীক্ষাগুলোতে বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানীর নাম নিয়ে অনেক প্রশ্ন এসেছে। নিচে বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম প্রশ্ন ও উত্তরগুলো দেখুন-
দেশের নাম | রাজধানীর নাম | মুদ্রার নাম |
---|---|---|
বাংলাদেশ | ঢাকা | টাকা |
ভারত | নিউ দিল্লী | রুপি |
পাকিস্তান | ইসলামাবাদ | রুপি |
শ্রীলঙ্কা | কলম্বো | রুপি |
নেপাল | কাঠমান্ডু | রুপি |
মালদ্বীপ | মালে | রুপিয়া |
ইন্দোনেশিয়া | জাকার্তা | রুপিয়া |
ইরাক | বাগদাদ | দিনার |
কুয়েত | কুয়েত | দিনার |
জর্ডান | আম্মান | দিনার |
সার্বিয়া | বেলগ্রেড | দিনার |
মায়ানমার | নাইপিদো | কিয়াত |
আফগানিস্তান | কাবুল | আফগানি |
মালেশিয়া | কুয়ালালামপুর | রিঙ্গিত |
জাপান | টোকিও | ইয়েন |
ভিয়েতনাম | হ্যানয় | ডং |
ভুটান | থিম্পু | গুলট্রাম |
চীন | বেইজিং | উয়ান |
মিশর | কায়রো | পাউন্ড |
আয়ারল্যান্ড | ডাবলিন | পাউন্ড |
সিরিয়া | দামেস্ক | পাউন্ড |
ইংল্যান্ড | লন্ডন | পাউন্ড স্টার্লিং |
কাতার | দোহা | রিয়াল |
সৌদি আরব | বিয়াদ | রিয়াল |
কম্বোডিয়া | নমপেন | রিয়াল |
ব্রাজিল | ব্রাসিলিয়া | রিয়াল |
ওমান | মাসকাট | রিয়াল |
ইরান | তেহেরান | রিয়াল |
দক্ষিণ কোরিয়া | সিওল | ওন |
উত্তর কোরিয়া | পিয়ংইয়ং | ওন |
হাঙ্গেরী | বুদাপেস্ট | ফোরিন্ট |
আর্জেন্টিনা | বুয়েনস এইরেস | পেসো |
মেক্সিকো | মেক্সিকো সিটি | পেসো |
ফিলিপিন্স | ম্যানিলা | পেসো |
কলম্বিয়া | বোগোটা | পেসো |
উরুগুয়ে | মন্টিভিডিও | পেসো |
চিলি | সান্টিয়াগো | পেসো |
রাশিয়া | মস্কো | রুবল |
সুইজারল্যান্ড | বার্ণ | সুইস ফ্রাঁ |
পেরু | লিমা | সোল |
ভেনিজুয়েলা | কারাকাস | বলিভার |
মরক্কো | রাবার্ত | দিরহাম |
ফিনল্যান্ড | হেলসিঙ্কি | মারক্কা |
যুক্তরাষ্ট্র | নিউ ইয়র্ক | ডলার |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর | ডলার |
অস্ট্রেলিয়া | ক্যানবেরা | ডলার |
জিম্বাবোয়ে | হারারে | ডলার |
কানাডা | অটোয়া | ডলার |
নিউজিল্যান্ড | ওয়েলিংটন | ডলার |
থাইল্যান্ড | ব্যাংকক | বাত |
নাইজেরিয়া | আবুজা | নায়রা |
জর্জিয়া | তিবিলিস | লিরা |
ইতালি | রোম | লিরা |
তুর্কি | আঙ্কারা | লিরা |
প্যারাগুয়ে | আসুনসিয়ন | গুয়ারানি |
ইজরায়েল | জেরুজালেম | শেকেল |
নরওয়ে | অসলো নরওয়েজিয়ান | ক্রোনা |
সুইডেন | স্টকহোম | ক্রোনা |
পোল্যান্ড | ওয়ারশ | জলোটি |
পর্তুগাল | লিবসন | ইউরো |
অষ্ট্রিয়া | ভিয়েনা | ইউরো |
ফ্রান্স | প্যারিস | ইউরো |
বেলজিয়াম | ব্রাসেলস | ইউরো |
গ্রীস | এথেন্স | ইউরো |
নেদারল্যান্ড | আমস্টারডর্ম | ইউরো |
স্পেন | মাদ্রিদ | ইউরো |
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ
বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেই সেই সকল প্রশ্নের উত্তর-
মুদ্রা কত প্রকার ও কি কি?
মুদ্রা প্রধানত দুই প্রকার। একটি হল ধাতব মুদ্রা এবং অন্যটি হল কাগজের মুদ্রা। মুদ্রা হলো পণ্য বা সেবা আদান-প্রদানের একটি বিনিময় মাধ্যম।
বিশ্বের রাজধানীর নাম কি?
বিশ্বের রাজধানীর নাম হল “নিউ ইয়র্ক”। নিউ ইয়র্ক শহরকে বলা হয় Big Apple বা বিশ্বের রাজধানী। নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একটি শহর।
উপসংহার
বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম জেনে রাখতে পারেন। কেননা বিসিএস পরীক্ষায় বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানীর নাম থেকে নানা ধরনের প্রশ্ন আসছে তাই এই সম্পর্কে সাধারণ জ্ঞান পড়ে প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও চাকরির প্রস্তুতির জন্য বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য পড়তে পারেন।
“বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!
Leave a Reply