প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ

Straits

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ জেনে বিসিএস কিংবা সরকারি-বেসকারির চাকরির প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কেননা বিগত সালের বিসিএস পরীক্ষাগুলোতে প্রণালী সমন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ জেনে পরীক্ষার প্রস্তুতি আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। আজকের এই পোস্টটি বিভিন্ন প্রণালী সমূহ নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

প্রণালী কি?

প্রণালী হচ্ছে দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা। এটি সাধারণত চ্যানেল, নালা, সমুদ্রপথ এইগুলো প্রণালীর সমার্থক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু অনেক সময় এইগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। সামাজিক ও অর্থনৈতিকভাবে অনেক প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। সামুদ্রিক পথ সংযোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে এই পর্যন্ত প্রণালী দখলের জন্য অনেকবার যুদ্ধ সংঘটিত হয়েছে। বিশ্বে অনেক কৃত্রিম চ্যানেল স্থলভাগের উপর নির্মিত হয়েছে দুটি জলাধারকে সংযোগ করার জন্য যা খাল নামে অধিক পরিচিত যেমন সুয়েজ খাল।

বিশ্বের বিভিন্ন প্রণালী সমূহ

বিসিএস কিংবা চাকরির ভাইভা পরীক্ষায় নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইলে বিশ্বের বিভিন্ন প্রণালী সমূহ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। তাই আপনারা এ বছর বিসিএস কিংবা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা প্রণালী সমন্ধে জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন। বিশ্বের প্রণালীসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো-

প্রণালীসংযোগবিচ্ছিন্ন
আকাশী প্রণালীসেতো অন্তর্দেশীয় সাগর ও ওসাকা উপসাগরজাপানের হোনশু ও আয়াজি দ্বীপ
আগস্টাস প্রণালীহালমাহেরা সাগর ও প্রশান্ত মহাসাগররাজা আম্পত দ্বীপপুঞ্জের ওয়েজিও ও বাটান্টা দ্বীপ
পক প্রণালীভারত মহাসাগর ও আরব সাগরভারত – শ্রীলঙ্কা
মালাক্কা প্রণালীবঙ্গোপসাগর ও জাভা সাগরইন্দোনেশিয়া – মালেশিয়া
সুন্দা প্রণালীভারত মহাসাগর ও জাভা সাগরসুমাত্রা – জাভা
ফরমোজা প্রণালীপূর্ব চীন সাগর + টংকিং সাগরতাইওয়ান – চীন
কোরিয়া প্রণালীপূর্ব চীন সাগর + জাপান সাগরকোরিয়া – জাপান
তাতার প্রণালীজাপান সাগর + ওখস্ট সাগররাশিয়া – শাখালীন দ্বীপ
বেরিং প্রণালীবেরিং সাগর + উত্তর সাগরএশিয়া – উত্তর আমেরিকা
হরমুজ প্রণালীপারস্য উপসাগর + ওমান উপসাগরআরব – ইরান
বাব এল মান্দেব প্রণালীএডেন সাগর + লোহিত সাগরএশিয়া – আফ্রিকা
সুয়েজ খাললোহিত সাগর + ভূমধ্যসাগরএশিয়া – আফ্রিকা
বসফরাস প্রণালীকৃষ্ণ সাগর + মর্মর সাগরএশিয়া – ইউরোপ
জিব্রাল্টার প্রণালীউত্তর আটলান্টিক + ভূমধ্যসাগরআফ্রিকা – ইউরোপ
ইংলিশ চ্যানেলআটলান্টিক মহাসাগর + উত্তর সাগরফ্রান্স – ব্রিটেন
ডোভার প্রণালীইংলিশ চ্যানেল + উত্তর সাগরফ্রান্স – ব্রিটেন
কার্চ প্রণালীকৃষ্ণ সাগর + এডেন সাগররাশিয়া – ক্রিমিয়া
ডেভিস প্রণালীব্যাফিন সাগর + ল্যাব্রাডার সাগরগ্রিনল্যান্ড – কানাডা
ফ্লোরিডা প্রণালীমেক্সিকো উপসাগর + আটলান্টিক মহাসাগরফ্লোরিডা – কিউবা
পানামা খালপ্রশান্ত মহাসাগর + ক্যারিবিয়ান সাগরপানামা – পানামা
দার্দানেলিস প্রণালীইজিয়ান সাগর + মর্মর সাগরএশিয়া – ইউরোপ
আইরিশ চ্যানেলআটলান্টিক মহাসাগর ও আইরিশ সাগরউত্তর আয়ারল্যান্ড ও দক্ষিণ-পশ্চিম স্কটল্যান্ড
ইউরিপাস প্রণালীএজিয়ান সাগরের পশ্চিমে অবস্থিত ইউবেয়া উপসাগরগ্রীসের ইউবেয়া ও বেওশিয়া
ইউকাতান চ্যানেলক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরকিউবা ও মেক্সিকো
ইরবে প্রণালীরিগা উপসাগর ও বাল্টিক সাগরলাতিভা ও এস্তোনিয়া
উইনওয়ার্ড প্যাসেজক্যারিবীয় সাগর ও আটলান্টিক মহাসাগরকিউবা ও হিস্পানিওলা
এগাট পাসপুগেট সাউন্ডওয়াশিংটনের কিটস্যাপ উপদ্বীপ ও বেইনব্রিজ দ্বীপ
এলোর প্রণালীক্ষুদ্রতর সুন্দা দ্বীপপুঞ্জ প্যান্টার ও লেম্বাটা দ্বীপবান্ডা সাগর ও সাভু সাগর
ওম্বাই প্রণালীবান্ডা সাগর, সাভু সাগর ও ওয়েটার প্রণালীসুন্দা দ্বীপপুঞ্জের এলোর দ্বীপমালা তিমুর ও আতাউরো দ্বীপ
ওরেসান্দবাল্টিক সাগর ও ক্যাটেগাটডেনমার্কের জিল্যান্ড ও সুইডেনের স্কেনিয়া
ওট্রান্টো প্রণালীএড্রিয়াটিক সাগর ও আয়নীয় সাগরইতালি ও আলবেনিয়া
ওয়েটার প্রণালীবান্ডা সাগর ও ওম্বাই প্রণালীওয়েটার ও ক্ষুদ্রতর সুন্দা দ্বীপপুঞ্জ
কলম্বাস চ্যানেলপেরিয়া উপসাগর ও আটলান্টিক মহাসাগরভেনিজুয়েলা ও ত্রিনিদাদ
কজুমেল চ্যানেলক্যারিবীয় সাগরমেক্সিকোর কজুমেল দ্বীপ ও ইউকেতান উপদ্বীপ
করিভরেকান প্রণালীপ্রশান্ত মহাসাগরস্কটল্যান্ডের জুরা ও স্কারভা দ্বীপ
কালমার প্রণালীওল্যান্ড সেতুসুইডেনের ওল্যান্ড দ্বীপ ও স্মাল্যান্ড দ্বীপ
কানমন প্রণালীজাপান সাগর ও সেতো অন্তর্দেশীয় সাগরজাপানের দুইটি প্রধান দ্বীপ হোনশু ও কিউশু
কাবত প্রণালীসেন্ট লরেন্স উপসাগর ও আটলান্টিক মহাসাগরকানাডার কেপ ব্রেটন দ্বীপ ও নিউফাউন্ডল্যান্ড
কারকিনেজ প্রণালীস্যান পাবলো বে ও সিসান বেক্যালিফোর্নিয়ার বেনিসিয়া ও মার্টনেজ
কারা প্রণালীকারা সাগর ও বারেন্টস সাগরইউঝনি দ্বীপ ও ভেগাচ দ্বীপ
কারিমাতা প্রণালীদক্ষিন চীন সাগর ও জাভা সাগরইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপ
কারফু প্রণালীএড্রিয়াটিক সাগর ও আয়নীয় সাগরগ্রীসের কারফু দ্বীপ ও আলবেনিয়া
কের্চ প্রণালীরাশিয়ার তামান উপদ্বীপকৃষ্ণ সাগর ও আজভ সাগরক্রিমিয়ার কের্চ উপদ্বীপ ও রাশিয়ার তামান উপদ্বীপ
কিতান প্রণালীওসাকা উপসাগর ও কিল চ্যানেলজাপানের হোনসু ও আয়াজি দ্বীপ
কোরিয়া প্রণালীজাপান সাগর ও আটলান্টিক মহাসাগরজাপান ও কোরিয়া
ক্লেরেন্স প্রণালীসামনার প্রণালী ও ডিক্সন প্রবেশদ্বারপ্রিন্স ওয়েলস দ্বীপ এবং Revillagigedo দ্বীপ ও অ্যানেট দ্বীপ
কুক প্রণালীতাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরনিউজিল্যান্ডের উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ
গোল্ডেন গেটস্যান ফ্রান্সিসকো বে ও প্রশান্ত মহাসাগরক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো ও মেরিন কাউন্টি
জর্জিয়া প্রণালীহ্যারো প্রণালী ও রোসারিও প্রণালীকানাডার ভ্যানকুভার দ্বীপ ও মূলভূখন্ড ব্রিটিশ কলাম্বিয়া
জোহর প্রণালীমালাক্কা প্রণালী ও সিঙ্গাপুর প্রণালীমালয়েশিয়া ও সিঙ্গাপুর
জিব্রাল্টার প্রণালীভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরস্পেন – মরক্কো
টাবলাস প্রণালীসুলু সাগর ফিলিপাইনের মিন্দোরোপ্যানায় দ্বীপ ও রম্বলন দ্বীপমালা
টরেস প্রাণালীনিউগিনি ও অস্ট্রেলিয়া কোরাল সাগরকার্পেন্টারিয়া উপসাগর ও আরাফুরা সাগর
ডলফিন ও ইউনিয়ন প্রণালীআমুন্ডসেন উপসাগর ও করোনেশন উপসাগরমূলভূখন্ড কানাডা ও ভিক্টোরিয়া দ্বীপ
ড্যাম্পিয়ার প্রণালীহালমাহেরা সাগর ও প্রশান্ত মহাসাগররাজা আম্পত দ্বীপপুঞ্জের ওয়েজিও ও বাটান্টা দ্বীপ
ডেভিস প্রণালীব্যাফিন উপসাগর ও ল্যাব্রাডর সাগরকানাডার ব্যাফিন দ্বীপ ও গ্রিনল্যান্ড

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।

বিশ্বের সবচেয়ে বড় প্রণালীর নাম কি?

বিশ্বের সবচেয়ে বড় প্রণালীর নাম হলো মালাক্কা প্রণালী।

জিব্রাল্টার প্রণালীর দৈর্ঘ্য কত?

জিব্রাল্টার প্রণালীটি ৬০ কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার হতে পারে। প্রণালীর মধ্য দিয়ে একটি ৮ কিলোমিটার প্রশস্ত ও ৩০০ মিটার গভীর চ্যানেল চলে গেছে।

উপসংহার

যে কোন চাকরির ভাইভা পরীক্ষায় কিংবা প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি বিশ্বের বিভিন্ন প্রণালী সমূহ সমন্ধে আমাদের জেনে রাখা প্রয়োজন। আপনারা যারা এ বছর বিসিএস পরীক্ষা দিবেন তারা বিভিন্ন প্রণালী সমূহ জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন। তাছাড়াও সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি সরূপ পৃথিবীতে মহাসাগর কয়টি ও কি কি? সম্পর্কে পড়তে পারেন।

“প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ” এই বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *