প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ জেনে বিসিএস কিংবা সরকারি-বেসকারির চাকরির প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কেননা বিগত সালের বিসিএস পরীক্ষাগুলোতে প্রণালী সমন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করছেন তারা প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ জেনে পরীক্ষার প্রস্তুতি আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। আজকের এই পোস্টটি বিভিন্ন প্রণালী সমূহ নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
প্রণালী কি?
প্রণালী হচ্ছে দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা। এটি সাধারণত চ্যানেল, নালা, সমুদ্রপথ এইগুলো প্রণালীর সমার্থক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু অনেক সময় এইগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। সামাজিক ও অর্থনৈতিকভাবে অনেক প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। সামুদ্রিক পথ সংযোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে এই পর্যন্ত প্রণালী দখলের জন্য অনেকবার যুদ্ধ সংঘটিত হয়েছে। বিশ্বে অনেক কৃত্রিম চ্যানেল স্থলভাগের উপর নির্মিত হয়েছে দুটি জলাধারকে সংযোগ করার জন্য যা খাল নামে অধিক পরিচিত যেমন সুয়েজ খাল।
বিশ্বের বিভিন্ন প্রণালী সমূহ
বিসিএস কিংবা চাকরির ভাইভা পরীক্ষায় নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইলে বিশ্বের বিভিন্ন প্রণালী সমূহ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। তাই আপনারা এ বছর বিসিএস কিংবা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা প্রণালী সমন্ধে জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন। বিশ্বের প্রণালীসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো-
প্রণালী | সংযোগ | বিচ্ছিন্ন |
---|---|---|
আকাশী প্রণালী | সেতো অন্তর্দেশীয় সাগর ও ওসাকা উপসাগর | জাপানের হোনশু ও আয়াজি দ্বীপ |
আগস্টাস প্রণালী | হালমাহেরা সাগর ও প্রশান্ত মহাসাগর | রাজা আম্পত দ্বীপপুঞ্জের ওয়েজিও ও বাটান্টা দ্বীপ |
পক প্রণালী | ভারত মহাসাগর ও আরব সাগর | ভারত – শ্রীলঙ্কা |
মালাক্কা প্রণালী | বঙ্গোপসাগর ও জাভা সাগর | ইন্দোনেশিয়া – মালেশিয়া |
সুন্দা প্রণালী | ভারত মহাসাগর ও জাভা সাগর | সুমাত্রা – জাভা |
ফরমোজা প্রণালী | পূর্ব চীন সাগর + টংকিং সাগর | তাইওয়ান – চীন |
কোরিয়া প্রণালী | পূর্ব চীন সাগর + জাপান সাগর | কোরিয়া – জাপান |
তাতার প্রণালী | জাপান সাগর + ওখস্ট সাগর | রাশিয়া – শাখালীন দ্বীপ |
বেরিং প্রণালী | বেরিং সাগর + উত্তর সাগর | এশিয়া – উত্তর আমেরিকা |
হরমুজ প্রণালী | পারস্য উপসাগর + ওমান উপসাগর | আরব – ইরান |
বাব এল মান্দেব প্রণালী | এডেন সাগর + লোহিত সাগর | এশিয়া – আফ্রিকা |
সুয়েজ খাল | লোহিত সাগর + ভূমধ্যসাগর | এশিয়া – আফ্রিকা |
বসফরাস প্রণালী | কৃষ্ণ সাগর + মর্মর সাগর | এশিয়া – ইউরোপ |
জিব্রাল্টার প্রণালী | উত্তর আটলান্টিক + ভূমধ্যসাগর | আফ্রিকা – ইউরোপ |
ইংলিশ চ্যানেল | আটলান্টিক মহাসাগর + উত্তর সাগর | ফ্রান্স – ব্রিটেন |
ডোভার প্রণালী | ইংলিশ চ্যানেল + উত্তর সাগর | ফ্রান্স – ব্রিটেন |
কার্চ প্রণালী | কৃষ্ণ সাগর + এডেন সাগর | রাশিয়া – ক্রিমিয়া |
ডেভিস প্রণালী | ব্যাফিন সাগর + ল্যাব্রাডার সাগর | গ্রিনল্যান্ড – কানাডা |
ফ্লোরিডা প্রণালী | মেক্সিকো উপসাগর + আটলান্টিক মহাসাগর | ফ্লোরিডা – কিউবা |
পানামা খাল | প্রশান্ত মহাসাগর + ক্যারিবিয়ান সাগর | পানামা – পানামা |
দার্দানেলিস প্রণালী | ইজিয়ান সাগর + মর্মর সাগর | এশিয়া – ইউরোপ |
আইরিশ চ্যানেল | আটলান্টিক মহাসাগর ও আইরিশ সাগর | উত্তর আয়ারল্যান্ড ও দক্ষিণ-পশ্চিম স্কটল্যান্ড |
ইউরিপাস প্রণালী | এজিয়ান সাগরের পশ্চিমে অবস্থিত ইউবেয়া উপসাগর | গ্রীসের ইউবেয়া ও বেওশিয়া |
ইউকাতান চ্যানেল | ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগর | কিউবা ও মেক্সিকো |
ইরবে প্রণালী | রিগা উপসাগর ও বাল্টিক সাগর | লাতিভা ও এস্তোনিয়া |
উইনওয়ার্ড প্যাসেজ | ক্যারিবীয় সাগর ও আটলান্টিক মহাসাগর | কিউবা ও হিস্পানিওলা |
এগাট পাস | পুগেট সাউন্ড | ওয়াশিংটনের কিটস্যাপ উপদ্বীপ ও বেইনব্রিজ দ্বীপ |
এলোর প্রণালী | ক্ষুদ্রতর সুন্দা দ্বীপপুঞ্জ প্যান্টার ও লেম্বাটা দ্বীপ | বান্ডা সাগর ও সাভু সাগর |
ওম্বাই প্রণালী | বান্ডা সাগর, সাভু সাগর ও ওয়েটার প্রণালী | সুন্দা দ্বীপপুঞ্জের এলোর দ্বীপমালা তিমুর ও আতাউরো দ্বীপ |
ওরেসান্দ | বাল্টিক সাগর ও ক্যাটেগাট | ডেনমার্কের জিল্যান্ড ও সুইডেনের স্কেনিয়া |
ওট্রান্টো প্রণালী | এড্রিয়াটিক সাগর ও আয়নীয় সাগর | ইতালি ও আলবেনিয়া |
ওয়েটার প্রণালী | বান্ডা সাগর ও ওম্বাই প্রণালী | ওয়েটার ও ক্ষুদ্রতর সুন্দা দ্বীপপুঞ্জ |
কলম্বাস চ্যানেল | পেরিয়া উপসাগর ও আটলান্টিক মহাসাগর | ভেনিজুয়েলা ও ত্রিনিদাদ |
কজুমেল চ্যানেল | ক্যারিবীয় সাগর | মেক্সিকোর কজুমেল দ্বীপ ও ইউকেতান উপদ্বীপ |
করিভরেকান প্রণালী | প্রশান্ত মহাসাগর | স্কটল্যান্ডের জুরা ও স্কারভা দ্বীপ |
কালমার প্রণালী | ওল্যান্ড সেতু | সুইডেনের ওল্যান্ড দ্বীপ ও স্মাল্যান্ড দ্বীপ |
কানমন প্রণালী | জাপান সাগর ও সেতো অন্তর্দেশীয় সাগর | জাপানের দুইটি প্রধান দ্বীপ হোনশু ও কিউশু |
কাবত প্রণালী | সেন্ট লরেন্স উপসাগর ও আটলান্টিক মহাসাগর | কানাডার কেপ ব্রেটন দ্বীপ ও নিউফাউন্ডল্যান্ড |
কারকিনেজ প্রণালী | স্যান পাবলো বে ও সিসান বে | ক্যালিফোর্নিয়ার বেনিসিয়া ও মার্টনেজ |
কারা প্রণালী | কারা সাগর ও বারেন্টস সাগর | ইউঝনি দ্বীপ ও ভেগাচ দ্বীপ |
কারিমাতা প্রণালী | দক্ষিন চীন সাগর ও জাভা সাগর | ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপ |
কারফু প্রণালী | এড্রিয়াটিক সাগর ও আয়নীয় সাগর | গ্রীসের কারফু দ্বীপ ও আলবেনিয়া |
কের্চ প্রণালী | রাশিয়ার তামান উপদ্বীপকৃষ্ণ সাগর ও আজভ সাগর | ক্রিমিয়ার কের্চ উপদ্বীপ ও রাশিয়ার তামান উপদ্বীপ |
কিতান প্রণালী | ওসাকা উপসাগর ও কিল চ্যানেল | জাপানের হোনসু ও আয়াজি দ্বীপ |
কোরিয়া প্রণালী | জাপান সাগর ও আটলান্টিক মহাসাগর | জাপান ও কোরিয়া |
ক্লেরেন্স প্রণালী | সামনার প্রণালী ও ডিক্সন প্রবেশদ্বার | প্রিন্স ওয়েলস দ্বীপ এবং Revillagigedo দ্বীপ ও অ্যানেট দ্বীপ |
কুক প্রণালী | তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগর | নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ |
গোল্ডেন গেট | স্যান ফ্রান্সিসকো বে ও প্রশান্ত মহাসাগর | ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো ও মেরিন কাউন্টি |
জর্জিয়া প্রণালী | হ্যারো প্রণালী ও রোসারিও প্রণালী | কানাডার ভ্যানকুভার দ্বীপ ও মূলভূখন্ড ব্রিটিশ কলাম্বিয়া |
জোহর প্রণালী | মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুর প্রণালী | মালয়েশিয়া ও সিঙ্গাপুর |
জিব্রাল্টার প্রণালী | ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর | স্পেন – মরক্কো |
টাবলাস প্রণালী | সুলু সাগর ফিলিপাইনের মিন্দোরো | প্যানায় দ্বীপ ও রম্বলন দ্বীপমালা |
টরেস প্রাণালী | নিউগিনি ও অস্ট্রেলিয়া কোরাল সাগর | কার্পেন্টারিয়া উপসাগর ও আরাফুরা সাগর |
ডলফিন ও ইউনিয়ন প্রণালী | আমুন্ডসেন উপসাগর ও করোনেশন উপসাগর | মূলভূখন্ড কানাডা ও ভিক্টোরিয়া দ্বীপ |
ড্যাম্পিয়ার প্রণালী | হালমাহেরা সাগর ও প্রশান্ত মহাসাগর | রাজা আম্পত দ্বীপপুঞ্জের ওয়েজিও ও বাটান্টা দ্বীপ |
ডেভিস প্রণালী | ব্যাফিন উপসাগর ও ল্যাব্রাডর সাগর | কানাডার ব্যাফিন দ্বীপ ও গ্রিনল্যান্ড |
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।
বিশ্বের সবচেয়ে বড় প্রণালীর নাম কি?
বিশ্বের সবচেয়ে বড় প্রণালীর নাম হলো মালাক্কা প্রণালী।
জিব্রাল্টার প্রণালীর দৈর্ঘ্য কত?
জিব্রাল্টার প্রণালীটি ৬০ কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার হতে পারে। প্রণালীর মধ্য দিয়ে একটি ৮ কিলোমিটার প্রশস্ত ও ৩০০ মিটার গভীর চ্যানেল চলে গেছে।
উপসংহার
যে কোন চাকরির ভাইভা পরীক্ষায় কিংবা প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি বিশ্বের বিভিন্ন প্রণালী সমূহ সমন্ধে আমাদের জেনে রাখা প্রয়োজন। আপনারা যারা এ বছর বিসিএস পরীক্ষা দিবেন তারা বিভিন্ন প্রণালী সমূহ জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন। তাছাড়াও সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি সরূপ পৃথিবীতে মহাসাগর কয়টি ও কি কি? সম্পর্কে পড়তে পারেন।
“প্রণালী কি? বিভিন্ন প্রণালী সমূহ” এই বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
Leave a Reply