ছদ্মনাম এর তালিকা সমূহ

List of Allies

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

, ,

ছদ্মনাম এর তালিকা জেনে আপনি বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করতে পারেন। বিগত সালের সরকারি চাকরির পরীক্ষায় ছদ্মনাম এর তালিকা সমূহ থেকে অনেক প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি? সুকুমার রায়ের ছদ্ম নাম কি? সুবোধ ঘোষের ছদ্ম নাম কি? সহ কতিপয় অনেক কবি ও সাহিতিক্যের ছদ্ম নাম জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী শক্তিশালী করতে পারেন। আজকের এই আর্টিকেলটি কবি ও সাহিতিক্যের ছদ্মনাম এর তালিকা নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

ছদ্মনাম নাম সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

কোন ব্যক্তি বা ক্ষেত্রবিশেষে কোনো গোষ্ঠীর স্বগৃহীত ও স্বব্যবহৃত কাল্পনিক নামই হচ্ছে ছদ্মনাম। ছদ্ম নাম ব্যবহার করার প্রধান উদ্দেশ্য হলো নিজ পরিচয় গোপন রাখা। ছদ্মনাম কেবল কবি ও সাহিতিক্যেরা ব্যবহার করেন না বরং অভিনেতা, গ্র্যাফিটি শিল্পী, প্রতিবাদী আন্দোলনকারী অথবা সন্ত্রাসবাদী এমনকি কম্পিউটার হ্যাকারেরাও এই নকল নাম ব্যবহার করেন। অনেক সময় নিজেদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখার জন্য অভিনেতা ও গায়ক ইত্যাদি মঞ্চনাম ব্যবহার করে থাকেন।

ছদ্মনাম এর তালিকা সমূহ

যে কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বিভিন্ন কবি ও সাহিতিক্যের ছদ্মনাম জেনে রাখা প্রয়োজন। তাই আপনারা যারা এ বছর বিসিএস কিংবা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিগত পরীক্ষায় আসা ছদ্মনাম এর তালিকা জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন। বিভিন্ন পরীক্ষায় আসা ছদ্মনাম এর তালিকা সমূহ নিচে উল্লেখ করা হলো-

প্রকৃত নাম ছদ্মনাম
রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ/ আন্নাকালী পাকড়াশি/ শ্রীমতী মধ্যমা 
কাজী নজরুল ইসলাম ধূমকেতু/ ব্যাঙাচি/ নুরু/ নুরুল ইসলাম
অচিন্ত্যকুমার সেনগুপ্তনীহারিকা দেবী
অনুরূপা দেবীঅনুপমা দেবী
আবুল হোসেন মিয়াআবুল হোসেন
আবুল ফজলশমসের উল আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়অনীলা দেবী 
কেদারনাথ চট্টোপাধ্যায়জগন্নাথ পণ্ডিত
অন্নদাশংকর রায়লীলাময় রায়
অরবিন্দ গুহইন্দ্রমিত্র
অহিদুর রেজাহাসন রাজা
আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহশহীদুল্লা কায়সার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
এম. ওবায়দুল্লাহআসকার ইবনে শাইখ
কাজেম আল কোরেশীকায়কোবাদ
কালিকানন্দ মুখোপাধ্যায়অবধূত
কালীপ্রসন্ন সিংহহুতোম পেঁচা
চারুচন্দ্র চক্রবর্তীজরাসন্ধ
কামিনী রায়জনৈক বঙ্গমহিলা
তারাশংকর বন্দ্যোপাধ্যায়হাবু শর্মা
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারদৃষ্টিহীন; মধুসূদন মজুমদার
নারায়ণ গঙ্গোপাধ্যায়সুনন্দ/সম্বুদ্ধ
নীহাররঞ্জন গুপ্তদাদাভাই/ বাণভট্ট
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়মানিক বন্দ্যোপাধ্যায়
প্রমথ চৌধুরীবীরবল
প্রেমেন্দ্র মিত্রকৃত্তিবাস ভদ্র/ লেখরাজ সামন্ত
প্যারীচাঁদ মিত্রটেকচাঁদ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কমলাকান্ত/মুচিরাম গুড়
বলাইচাঁদ মুখোপাধ্যায়বনফুল
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়যাযাবর
বিনয় ঘোষকালপেঁচা
বিভূতিভূষণ মুখোপাধ্যায়ক্বচিৎ প্রৌঢ়
বিমল ঘোষমৌমাছি
বিমল মিত্রজাবালি
মইনুদ্দিন আহমেদসেলিম আলদীন
মণিশঙ্কর মুখোপাধ্যায়শঙ্কর
মণীশ ঘটকযুবনাশ্ব
মনিরুজ্জামানহায়াৎ মামুদ
মহাশ্বেতা দেবীসুমিত্রা দেবী
মাইকেল মধুসূদন দত্তটিমোথি পেনপয়েম
মীর মশাররফ হোসেনগৌড়তটবাসী মশা/ উদাসীন পথিক/ গাজী মিয়াঁ
মোহাম্মদ জহিরুল্লাহজহির রায়হান
মোহিতলাল মজুমদারকৃত্তিবাস ওঝা/ সত্যসুন্দর দাস
মোঃ শহীদুল হকশহীদুল জহির
রাজশেখর বসুপরশুরাম
রোকনুজ্জামান খানদাদাভাই
শরৎকুমার মুখোপাধ্যায়নমিতা মুখোপাধ্যায়
শম্ভূ মিত্রপ্রসাদ দত্ত/ শ্রী সঞ্জীব/ সুরঞ্জন চট্টোপাধ্যায়
শেখ আজিজুর রহমানশওকত ওসমান
সতীনাথ ভাদুড়ীচিত্রগুপ্ত
সমরেশ বসুকালকূট; ভ্রমর
সমরেন্দ্র নাথ পাণ্ডেশ্রীস্বপনকুমার/ জ্যোতিষী শ্রীভৃগু/ ডক্টর এস এন পান্ডে
সুনীল গঙ্গোপাধ্যায়নীল উপাধ্যায়
সুভাষ মুখোপাধ্যায়সুবচনী
সোমেন চন্দইন্দ্রকুমার সোম
সৈয়দ মুজতবা আলীসত্যব্রত শর্মা
সৈয়দ শামসুল হকনবী মুন্সী
হরিনাথ মজুমদারকাঙাল হরিনাথ
হরিশচন্দ্র গঙ্গোপাধ্যায়রাজচন্ডাল/ নটরাজন
প্রভাত কিরণ বসুকাকাবাবু

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

ছদ্মনাম এর তালিকা এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।

বিনয় মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি?

বিনয় মুখোপাধ্যায় এর ছদ্মনাম হলো “যাযাবর”।

রাজা রামমোহন রায়ের ছদ্মনাম কি?

রাজা রামমোহন রায়ের ছদ্মনাম হলো “শিবপ্রদাস রায়”।

সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর ছদ্মনাম কি?

সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হলো “বীরভদ্র”।

সমরেশ বসু এর ছদ্মনাম কি?

সমরেশ বসু এর ছদ্মনাম হলো “কালকূট”।

উপসংহার

প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ ছদ্মনাম এর তালিকা সমূহ জেনে রাখা প্রয়োজন। তাই আপনারা যারা এ বছর বিসিএস কিংবা সরকারি চাকরি পরীক্ষা দিবেন তারা বিভিন্ন কবি ও সাহিতিক্যের ছদ্মনাম জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী শক্তিশালী করেতে পারেন। তাছাড়াও সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি হিসেবে আপনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে পড়তে পারেন।

“ছদ্মনাম এর তালিকা সমূহ” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *