পৃথিবীতে মুসলিম দেশ কয়টি ও কি কি এই সম্বন্ধে একজন মুসলিম হিসেবে আমাদের জেনে রাখা প্রয়োজন। বিসিএস পরীক্ষায় কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় মুসলিম দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তাই আপনারা যারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এশিয়ার মুসলিম দেশ কয়টি? ইউরোপে মুসলিম দেশ কয়টি? বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? সহ কতিপয় বেশ কিছু প্রশ্নের উত্তর পরীক্ষার প্রস্তুতি স্বরূপ জেনে রাখতে পারেন। আজকের এই পোস্টটি পৃথিবীতে মুসলিম দেশ কয়টি ও কি কি এই বিষয়গুলো নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই পোস্টটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
মুসলিম দেশ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তাদের মূলত মুসলিম জনসংখ্যা বোঝায়। পৃথীবিতে মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ লোক ইসলাম ধর্ম অনুসরণ করেন। বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা হলো ৭৫৫ কোটি, যার মধ্যে ১৯০ কোটি লোক ইসলাম ধর্মাবলম্বী। সারা বিশ্বের ২৩% লোক মুসলিম জনসংখ্যা। এর মধ্য মুসলিমদের প্রায় ২০% লোক এশিয়ায় বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ লোক মুসলিম বাস করে, যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ১৩%। পাকিস্তানে ১৭ কোটি ৪০ লাখ, ভারতে ১৭ কোটি ৭২ লাখ, বাংলাদেশে ১৪ কোটি ৫০ লাখ এবং ইরান ও তুরস্কে ৭ কোটি ৪০ লাখ মুসলিম বসবাস করে। এই ছয় দেশে বিশ্বের মুসলমান জনসংখ্যার প্রায় ৫৩% বাস করে। এছাড়াও দক্ষিণ মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় লোক বসাবাস করে।
পৃথিবীতে মুসলিম দেশ কয়টি ও কি কি?
মুসলিম দেশগুলোর নাম আমাদের প্রত্যকের জেনে রাখা জরূরী। আপনারা যারা এবছর বিসিএস কিংবা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তারা পৃথিবীতে মুসলিম দেশ কয়টিও কি কি জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী শক্তিশালী করতে পারেন। এ পৃথীবিতে অনেকগুলো মুসলিম দেশ রয়েছে। নিচে মুসলিম দেশের তালিকা তুলে ধরা হল-
এশিয়া মহাদেশে মুসলিম দেশ সমূহ
সারা বিশ্বে অনেকগুলো মুসলিম দেশ রয়েছে। এসকল দেশ সম্পর্কে একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। নিচে এশিয়া মহাদেশে মুসলিম দেশের নাম ও মুসলিমদের শতাংশ টেবিল আকারে উল্লেখ করা হলো-
দেশের নাম | মুসলিমদের শতাংশ (%) |
---|---|
মালদ্বীপ | ১০০% |
সৌদি আরব | ১০০% |
ইয়েমেন | ৯৯.৮% |
আফগানিস্তান | ৯৯.৭% |
ইরান | ৯৯% |
ওমান | ৯৯% |
ইরাক | ৯৮% |
আজারবাইজান | ৯৬.৯% |
তুর্কেমেনিস্তান | ৯৬.৫% |
উজবেকিস্থান | ৯৬.৫% |
পাকিস্তান | ৯৬.৫% |
জর্ডান | ৯৪% |
প্যালেস্টাইন | ৯৩% |
কিরজিগিস্তান | ৯০.৭% |
বাংলাদেশ | ৯০.৭% |
ইন্দোনেশিয়া | ৮৭% |
কুয়েত | ৮৫% |
ব্রুনেই | ৮৩% |
বাহরাইন | ৮১% |
কাজাখস্তান | ৭১% |
কাতার | ৭৮% |
আরব আমিরাত | ৮০% |
মালেশিয়া | ৬৩.৫% |
লেবানন | ৫৫% |
ইজরায়েল | ১৮% |
সিঙ্গাপুর | ১৬% |
ভারত | ১৬% |
শ্রীলঙ্কা | ১০% |
জর্জিয়া | ১০% |
ফিলিপাইন | ১১% |
থাইল্যান্ড | ৫% |
মঙ্গোলিয়া | ৫% |
হংকং | ৪.৫% |
নেপাল | ৪.৫% |
মায়ানমার | ৪.৫% |
আফ্রিকা মহাদেশে মুসলিম দেশ সমূহ
সারা বিশ্বে অনেকগুলো মুসলিম দেশ রয়েছে। এসকল দেশ সম্পর্কে একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। নিচে আফ্রিকা মহাদেশে মুসলিম দেশের নাম ও মুসলিমদের শতাংশ টেবিল আকারে উল্লেখ করা হলো-
দেশের নাম | মুসলিমদের শতাংশ (%) |
---|---|
কমোরোস | ৯৮% |
জিবুতি | ৯৭% |
সোমালিয়া | ৯৯% |
গাম্বিয়া | ৯৫% |
নাইজার | ৯৮% |
নাইজেরিয়া | ৫৩% |
বুর্কিনা ফাসো | ৬১% |
সেনেগাল | ৬১% |
গিনি | ৮৪% |
গিনি বিসাউ | ৭০% |
আইভরি কোস্ট | ৪৫.৫% |
মালি | ৯৪% |
মৌরিতানিয়া | ১০০% |
পশ্চিম সাহারা | ৯৮.৪% |
সিয়েরা লিওন | ৭৮.৫% |
চাদ | ৫২% |
ইরিত্রিয়া | ৫০% |
লিবিয়া | ৯৭% |
মিশর | ৯০% |
মরক্কো | ৯৯% |
সুদান | ৯০.৭% |
আলজেরিয়া | ৯৯% |
তিউনিশিয়া | ৯৮.২% |
উত্তর আমেরিকা মহাদেশে মুসলিম দেশ দেশ সমূহ
সারা বিশ্বে অনেকগুলো মুসলিম দেশ রয়েছে। এসকল দেশ সম্পর্কে একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। নিচে উত্তর আমেরিকা মহাদেশে মুসলিম দেশের নাম ও মুসলিমদের শতাংশ টেবিল আকারে উল্লেখ করা হলো-
দেশের নাম | মুসলিমদের শতাংশ (%) |
---|---|
কানাডা | ২.১% |
যুক্তরাষ্ট্র | ১.১% |
ত্রিনিদাদ ও টোবাগো | ৫.৮% |
সেন্ট ভিনসেন্ট | ১.৭% |
বারমুডা | ১% |
দক্ষিণ আমেরিকা মহাদেশে মুসলিম দেশ দেশ সমূহ
সারা বিশ্বে অনেকগুলো মুসলিম দেশ রয়েছে। এসকল দেশ সম্পর্কে একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। নিচে দক্ষিণ আমেরিকা মহাদেশে মুসলিম দেশের নাম ও মুসলিমদের শতাংশ টেবিল আকারে উল্লেখ করা হলো-
দেশের নাম | মুসলিমদের শতাংশ (%) |
---|---|
সুরিনাম | ১৯.৬% |
আর্জেন্টিনা | ২.৫% |
ইউরোপ মহাদেশে মুসলিম দেশ দেশ সমূহ
সারা বিশ্বে অনেকগুলো মুসলিম দেশ রয়েছে। এসকল দেশ সম্পর্কে একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। নিচে ইউরোপ মহাদেশে মুসলিম দেশের নাম ও মুসলিমদের শতাংশ টেবিল আকারে উল্লেখ করা হলো-
দেশের নাম | মুসলিমদের শতাংশ (%) |
---|---|
জার্মানি | ৫.৭% |
বুলগেরিয়া | ১৩.৪% |
ক্রোয়েশিয়া | ১.৫% |
স্লোভেনিয়া | ৩.৬% |
আলবেনিয়া | ৫৮.৮% |
বসনিয়া ও হার্জেগোভিনা | ৫০.৭% |
মন্টিনিগ্রো | ১৯.১% |
সার্বিয়া | ৩.১% |
কসোভো | ৯৫.৬% |
ফ্রান্স | ৯% |
নরওয়ে | ৫.৭% |
সুইডেন | ৮.১% |
ডেনমার্ক | ৫.৪% |
যুক্তরাজ্য | ৬.৩% |
রাশিয়া | ১০% |
অস্ট্রিয়া | ৮% |
আজারবাইজান | ৯৬.৯% |
বেলজিয়াম | ৭.৬% |
গ্রিস | ৫.৭% |
ফিনল্যান্ড | ২.৭% |
সাইপ্রাস | ২৮.২% |
আয়ারল্যান্ড | ১.৪% |
নেদারল্যান্ডস | ৭.১% |
সুইজারল্যান্ড | ৫.২% |
ইতালি | ৪.৮% |
ইউক্রেন | ২.৫% |
জর্জিয়া | ১০.৭% |
স্পেন | ২.৬% |
ওশেনিয়া মহাদেশে মুসলিম দেশ সমূহ
সারা বিশ্বে অনেকগুলো মুসলিম দেশ রয়েছে। এসকল দেশ সম্পর্কে একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। নিচে ওশেনিয়া মহাদেশে মুসলিম দেশের নাম ও মুসলিমদের শতাংশ টেবিল আকারে উল্লেখ করা হলো-
দেশের নাম | মুসলিমদের শতাংশ (%) |
---|---|
অস্ট্রেলিয়া | ২.৬% |
ফিজি | ৬.৩% |
নিউজিল্যান্ড | ০.৯% |
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
পৃথিবীতে মুসলিম দেশ কয়টি কি কি এই বিষয়ে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিতে পারে। তবে চলুন জেনে নেই সেই সমস্ত প্রশ্ন ও উত্তরগুলো।
মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ কততম?
মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে প্রথম দেশ হলো ইন্দোনেশীয়য়া, দ্বিতীয় দেশ পাকিস্তান, তৃতীয় দেশ হচ্ছে নাইজেরিয়া।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হলো কাজাখস্তান।
উপসংহার
পৃথিবীতে মুসলিম দেশ কয়টি ও কি কি এই সমন্ধে আমাদের জেনে রাখা প্রয়োজন। প্রত্যক মুসলিম দেশে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে । বিসিএস পরীক্ষায় পৃথিবীতে মুসলিম দেশ কয়টি এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। তাই আগে থেকেই মুসলিম দেশ সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পড়ে জেনে রাখতে পারেন। এছাড়াও সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি নিতে পৃথিবীতে হিন্দু দেশ কয়টি ও কি কি পড়তে পারেন।
“পৃথিবীতে মুসলিম দেশ কয়টি ও কি কি” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
Leave a Reply