দোয়েল পাখি সম্পর্কে ১০টি বাক্য জেনে স্কুল কিংবা চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর দিন সহজেই। আমাদের স্কুলের বিভিন্ন পরীক্ষায় প্রায়শই দোয়েল পাখি সম্পর্কে ১০টি বাক্য লিখতে বলা হয়। এছাড়াও বিসিএস কিংবা বিভিন্ন চাকরির পরীক্ষায় “ দোয়েল পাখি সম্পর্কে ১০টি বাক্য লিখ” এই প্রশ্ন অনেকবার এসেছে। তাই আপনি দোয়েল পাখি সম্পর্কে বিস্তারিত জেনে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। আজকের এই পোস্টটি দোয়েল পাখি সম্পর্কে বেশ কয়েকটি বাক্য নিয়েই সাজানো হয়েছে। তাই আপনি এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
দোয়েল পাখি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে স্বীকৃত পাখি হচ্ছে দোয়েল পাখি। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলো Copsychus saularis। বাংলাদেশের গ্রামাঞ্চলে এই পাখিটি সচারাচর দেখা যায়। ইংরেজীতে দোয়েল পাখিকে Magpie Robin ( ম্যাগপাই রবিন ) বলা হয়। দোয়েল পাখি সাধারণত সাদা ও কালো রঙ্গের হয়ে থাকে এবং একটি লম্বা লেজ থাকে। এই পাখির বাংলা নামটির সাথে ফরাসী ও ওলন্দাজ নামের অনেকাংশে মিল রয়েছে। ফরাসি ভাষায় দোয়েল পাখিকে বলা হয় Shama dayal এবং ওলন্দাজ ভাষায় একে Dayallijster নামে ডাকা হয়। বাংলাদেশের প্রায় সবত্রে দেখা যায় বলে দোয়েল পাখিকে বাংলাদেশের জাতীয় নামে স্বীকৃত দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ ছাড়াও ভারতের জনবসতি এলাকায় দোয়েল পাখি দেখতে পাওয়া যায়।
সাধারণত গ্রামীণ অঞ্চলে খুব ভোরবেলায় দোয়েল পাখিদের কলকাকলি শোনা যায়। গ্রামের সৌন্দর্য আরও অপরূপ করে তোলে আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি। দোয়েল পাখির চিত্র বাংলাদেশের দুই টাকার মুদ্রাতে দেখা যায়। তবে চলুন জেনে নেই দোয়েল পাখি সম্পর্কে ১০টি বাক্য জেনে নেই।
দোয়েল পাখি সম্পর্কে ১০টি বাক্য
- বাংলাদেশের জাতীয় মর্যাদা প্রাপ্ত পাখি হলো দোয়েল পাখি।
- দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলো Copsychus saulari।
- বাংলাদেশের দুই টাকার মুদ্রাতে দোয়েল পাখির চিত্র দেখা যায়।
- ইংরেজীতে দোয়েল পাখিকে ম্যাগপাই রবিন বলা হয়।
- সাধারণত দোয়েল পাখির আকার ১৫ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে বা ৭ – ৮ ইঞ্চি লম্বা হয়ে এবং কালো ও সাদা রঙ্গের হয়ে থাকে।
- দক্ষিণ এশিয়ায় দোয়েল পাখির প্রজননকালের সময় হচ্ছে মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় দোয়েল পাখির প্রজননকাল জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত।
- সাধারণত বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দোয়েল পাখি বেশী দেখা যায়।
- দোয়েল পাখির প্রধান খাদ্য হলো হরেক রকমের কীট পতঙ্গ, ছোট ছোট শুঁও পোকা, ভাত, ধান,চাল ইত্যাদি।
- দোয়েল পাখি বাচ্চা ফুটানোর জন্য ডিমে তা দেয় এবং তা থেকে ডিম ফুটে বাচ্চা বের হতে ৮ দিন থেকে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
- দোয়েল পাখির নামে রাজধানী ঢাকাতে দোয়েল চত্বর রয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার মাঝে অবস্থিত।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
দোয়েল পাখি সম্পর্কে ১০টি বাক্য এই বিষয়ে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিতে পারে। তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তরগুলো।
দোয়েল পাখিকে কেন জাতীয় পাখি বলা হয়?
বাংলাদেশের একমাত্র মর্যাদাপ্রাপ্ত পাখি হলো দোয়েল পাখি। সাধারণত বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে দোয়েল পাখি দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের পল্লী অঞ্চলে দোয়েল পাখি বেশী দেখা যায়। তাই দোয়েল পাখিকে জাতীয় পাখিকে বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে।
দোয়েল পাখির আকার কেমন?
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের আকার ১৫-২০ সেন্টিমিটার বা ৭ থেকে ৮ ইঞ্চি লম্বা। এর লেজ আছে যা অধিকাংশ সময় খাড়া করে থাকে।
উপসংহার
বাংলাদেশের একমাত্র জাতীয় পাখির মর্যাদাপ্রাপ্ত পাখি হলো দোয়েল পাখি। বাংলাদেশের প্রায় সকল জেলাতেই দোয়েল পাখি উড়তে দেখা যায়। তাই দোয়েল পাখির সন্ধান মেলে সব জায়াগাতেই। বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় কিংবা বিসিএস পরীক্ষায় বাংলাদেশ দোয়েল পাখি সম্পর্কে ১০টি বাক্য আসতে পারে তাই আগে থেকেই দোয়েল পাখি সম্পর্কে ১০ টি গুরুত্বপূর্ণ বাক্য পড়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি নিতে শাপলা ফুল সম্পর্কে ১০ টি বাক্য পড়তে পারেন।
“দোয়েল পাখি সম্পর্কে ১০ টি বাক্য” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
Leave a Reply