কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

General Knowledge of Computers

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান জেনে রাখা জরুরী। বিগত বিসিএস কিংবা সরকারি-বেসরকারী চাকরির পরীক্ষায় কম্পিউটার সম্পর্কিত অনেক সাধারণ জ্ঞান প্রশ্ন আসছে। তাই পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান জেনে পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করতে পারেন। বিশেষ করে আপনারা যারা বিসিএস কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কম্পিউটার কি? কম্পিউটারের জনক কে? কম্পিউটার হার্ডওয়ার কি? সহ কতিপয় প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই আর্টিকেলটি কম্পিউটার সম্পর্কে যাবতীয় সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে।

কম্পিউটার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ Compute থেকে। Compute শব্দের অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা। আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার এমন এক ধরনের যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে উপস্থাপন করতে পারে। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন বিজ্ঞানী চালর্স ব্যাবেস।

কম্পিউটার কি?

কম্পিউটার হলো এমন এক ধরনের যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে বিভিন্ন গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার শব্দের আভিধানিক অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। কিন্ত এখন কম্পিউটার কে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। বর্তমানে কম্পিউটার তথ্য গ্রহণ করতে পারে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করতে পারে।

আধুনিক কম্পিউটারের জনক কে?

আধুনিক কম্পিউটারের জনক বিজ্ঞানী চালর্স ব্যাবেস। তিনি ১৮৩৩ সালে সর্বপ্রথম এ্যানালটিক্যাল ইঞ্জিন নামে একটি যান্ত্রিক কম্পিউটার তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরী করেন। মূলত চালর্স ব্যাবেসের নকশা ও কম্পিউটারের ওপর ভিত্তি করেই আজকের আধুনিক কম্পিউটার তৈরি করা হয়। তাই আধুনিক কম্পিউটারের জনক বিজ্ঞানী চালর্স ব্যাবেস মনে করা হয়।

অপারেটিং সিস্টেম কি?

অপারেটিং সিস্টেম হলো এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং ইনপুট ও আউটপুট কন্ট্রোল, একাউন্টিং, কম্পাইলেশন, স্টোরেজ অ্যাসাইনমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজ করে থাকে।

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান জেনে রাখা জরুরী। বর্তমানে আপনারা যারা বিসিএস কিংবা সরকারি-বেসরকারী চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কম্পিউটার সম্পর্কে জেনে রাখতে পারেন। নিচে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিন।

কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তর: গণনাকারী যন্ত্র।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বিল গেটস।

সিপিইউ (CPU) এর পূর্ণরূপ কি?
উত্তর: CPU এর পূর্ণরূপ হচ্ছে Central Processing Unit.

প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তর: লেডি অ্যাডা অগাষ্টা

বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তর: ENIAC.

কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় কাকে?
উত্তর: বিল গেটস কে।

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি?
উত্তর: বিজয়, অভ্র, লিপিকার ইত্যাদি।

বায়োস (BIOS) এর পূর্ণরূপ কি?
উত্তর: BIOS এর পূর্ণরূপ হচ্ছে Basic Input-Output System.

পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কি?
উত্তর: অ্যবাকাস।

কম্পিউটারের যন্ত্রকে কি বলে?
উত্তর: হার্ডওয়্যার।

PC এর পূর্ণরূপ কি?
উত্তর: PC এর পূর্ণরূপ হচ্ছে Personal Computer.

কম্পিউটার সিস্টেমের প্রধান অংশ গুলো কি কি?
উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়ার।

Mydoom Worm এক ধরনের কি?
উত্তর: কম্পিউটার ভাইরাস।

কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তর: হাওয়ার্ড এ্যাইকিন।

আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: বিজ্ঞানী চালর্স ব্যাবেস।

কম্পিউটারে মাইক্রোপ্রসেসরের কাজ কী?
উত্তর: মাইক্রোপ্রসেসরের কাজ হলো তথ্য প্রক্রিয়াকরণ করা।

কত সালে বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার আসে ?
উত্তর: ১৯৬৪ সালে।

MODEM এর পূর্ণরূপ কি?
উত্তর: MODEM এর পূর্ণরূপ হলো Modulator & Demodulator.

কম্পিউটারে RAM কি হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।

কম্পিউটারে ROM কে কি বলা হয়?
উত্তর: কম্পিউটারের স্থায়ী স্মৃতি।

কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি?
উত্তর: Compute শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি।

বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
উত্তর: IBM 1620.

কম্পিউটার গণনার একক কি?
উত্তর: বাইট।

কম্পিউটারে কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
উত্তর: সফটওয়্যার।

LCD এর পূর্ণরূপ কি?
উত্তর: LCD এর পূর্ণরূপ হচ্ছে Liquid Crystal Display.

SSD এর পূর্ণরূপ কি?
উত্তর: SSD এর পূর্ণরূপ হলো Solid State Drive.

RAM এর পূর্ণরূপ কি?
উত্তর: RAM এর পূর্ণরূপ হলো Random Access memory.

ROM এর পূর্ণরূপ কি?
উত্তর: Read Only Memory.

OMR এর পূর্ণরূপ কি?
উত্তর: Optical Mark Reader.

OCR এর পূর্ণরূপ কি?
উত্তর: OCR এর পূর্ণরূপ হলো Optical Character Recognition.

সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কে কি বলে?
উত্তর: সুপার কম্পিউটার।

মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ক্ষুদ্রাকার।

অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিষ্কার হয়?
উত্তর: অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার হয়েছিল চীনে।

কত সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৭১ সালে।

ইন্টারনেটের উদ্ভব হয় কোথায়?
উত্তর: ইন্টারনেটের উদ্ভব হয় যুক্তরাষ্ট্রে।

কম্পিউটারে বিজয় বাংলা কী-বোর্ড ব্যবহার করার জন্য কোন বোতাম টাইপ করতে হয়?
উত্তর: বিজয় বাংলা কী-বোর্ড ব্যবহারের জন্য Ctrl+Alt+B বোতাম টাইপ করতে হয়।

বিশ্বের প্রথম মাইক্রো কম্পিউটার কোনটি?
উত্তর: এ্যাপেল।

“মাউস” কোন ধরনের যন্ত্র?
উত্তর: ইনপুট।

কী-বোর্ডে কোনটি স্পেশাল Key?
উত্তর: Space Bar.

কী-বোর্ডে F1-F12 কি বাটন?
উত্তর: ফাংশন কি।

কী-বোর্ডে 0 থেকে 09 পর্যন্ত Key গুলোর নাম কি?
উত্তর: Numeric key.

“মনিটর” কোন ধরনের যন্ত্র?
উত্তর: আউটপুট।

কিভাবে কম্পিউটার তথ্য প্রক্রিয়ার কাজ করে?
উত্তর: নির্দেশ অনুযায়ী কম্পিউটার তথ্য প্রক্রিয়ার কাজ করে।

WWW এর পূর্ণরুপ কি?
উত্তর: WWW এর পূর্ণরুপ হলো World Wide Web.

LAN এর পূর্ণরুপ কি?
উত্তর: LAN এর পূর্ণরুপ হলো Local Area Network.

কত সালে অ্যাপল কম্পিউটার বাজারে আসে?
উত্তর: ১৯৭৬ সালে।

0 ও 1 এই দুইটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলা হয়?
উত্তর: বিট।

কত সালে উইন্ডোজ-৯৫ বাজারে এসেছিল?
উত্তর: ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর উইন্ডোজ-৯৫ বাজারে আসে।

MS Word-এ Select All এর শর্টকাট কমান্ড কি?
উত্তর: শর্টকাট কমান্ড হলো Ctrl+A.

প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কোন বিজ্ঞানী?
উত্তর: বিজ্ঞানী ফ্রেড কোহেন।

কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে?
উত্তর: ন্যানো সেকেন্ড।

কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
উত্তর: মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel).

প্রসেসর কি?
উত্তর: কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য সকল কাজ করে প্রসেসর। মূলত কম্পিউটারের ব্রেইন বলা হয় প্রসেসর।

বিজ্ঞানী চার্লস ব্যাবেজ পেশায় ছিলেন?
উত্তর: একজন গণিতবিদ।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্নের উত্তর।

কম্পিউটার কিভাবে কাজ করে?

উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার কাজ করে।

কম্পিউটার ভাইরাস কি?

কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। কম্পিউটারে অনেক ক্ষতি করতে পারে।

উপসংহার

কম্পিউটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখতে পারেন। বিসিএস কিংবা চাকরির পরীক্ষার জন্য কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান পড়ে প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও চাকরির প্রস্তুতির জন্য মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান পড়তে পারেন।

“কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *