কিভাবে দ্রুত পড়া মুখস্থ করা যায়?

How to Memorize Reading Fast

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

কিভাবে দ্রুত পড়া মুখস্থ করা যায় এ বিষয়ে জানতে চাচ্ছেন? দুই মাস আগে বন্ধুর সাথে লাইব্রেরীতে বসে একটি ছোট গল্প পড়েছিলেন সেটা ভালোভাবে মুখস্থ আছে কিন্তু আজকে কি পড়লেন সেটা কিছুক্ষণ পরেই ভুলে গেছেন। কিভাবে দ্রুত পড়া মুখস্থ করা যায় এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কৌশল জেনে নেওয়া যাক। এই পোস্ট-টি মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে দ্রুত পড়া মুখস্থ করা যায়।

পড়া মুখস্থ করা প্রয়োজন কেন?

পরীক্ষার খাতায় সুন্দরভাবে লেখার জন্য পড়া মুখস্থ করা প্রয়োজন। এছাড়াও পড়া মুখস্থ থাকলে পরীক্ষার খাতায় ভালোভাবে গুছিয়ে লেখা যায়। তাই পড়া মুখস্থ করার প্রয়োজন আছে। তবে মনে রাখতে হবে শুধু পড়া মুখস্থ করলেই হবে না সেটা আগে ভালোভাবে বুঝে নিতে হবে।

কিভাবে দ্রুত পড়া মুখস্থ করা যায়?

দ্রুত পড়া মুখস্থ করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে। এই গুলো মেনে যদি আপনি বই পড়েন তাহলে আপনার পড়া খুব দ্রুত সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে। আমি এই গুরুত্বপূর্ণ কৌশলগুলো অনুসরণ করে পড়েছি বেশ কাজে দিয়েছে। আজ থেকেই শুরু করতে পারেন।

১। মনোযোগ সহকারে পড়ুন।

আপনি যে বিষয়টা শিখতে চাচ্ছেন সেটা মনোযোগ সহকারে দেখেন এবং পড়েন। আগে বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝে নিন। অনেক শিক্ষার্থী আছেন না বুঝে পড়া মুখস্থ করতে চান। এতে করে আপনারা কিছুক্ষণ পরেই ভুলে যান। তাই পড়াশোনা শুরুর আগে আপনার মন স্থির করে পড়া শুরু করুন এবং বিষয়টা বুঝে পড়েন তাহলে খুব দ্রুতই আপনার পড়া মুখস্থ হয়ে যাবে। আপনার যদি পড়ার বিষয়টা সম্পর্কে বুঝতে কোন প্রকার সমস্যা হয় তবে আপনার শিক্ষকের অথবা বড় ভাই/বোনের সহয়তা নিতে পারেন।

২। গুরুত্বপূর্ণ টপিক মুখস্থ করুন।

আপনারা বইয়ের গুরুত্বপূর্ণ অংশ মুখস্থ করতে পারেন এতে করে আপনি যে বিষয়টা পড়তে চাচ্ছেন সেটা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা হয়ে যাবে। এছাড়াও বড় কোন বাক্যেকে একটি ছোট বাক্যতে রুপান্তর করতে পারেন। এতে করে পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে দেখলে মুখস্থ হয়ে যাবে।

৩। বিশ্রাম নিয়ে পড়ুন।

একটানা অনেক সময় না পড়াশোনা করে পড়ার মাঝে কিছু সময়ের জন্য বিরতি নিয়ে আবার পুনরায় পড়া শুরু করুন। এতে করে আপনার পড়া দ্রুত সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে এবং মনও ভালো থাকবে। আপনি ২ ঘন্টা পড়ার পর ১০ মিনিটের জন্য বিশ্রাম নিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দিতে পারেন।

৪। গুরুত্বপূর্ণ অংশ দাগিয়ে পড়ুন।

আপনি যে বিষয়টা পড়তে চাচ্ছেন সেটার গুরুত্বপূর্ণ অংশ দাগিয়ে রাখতে পারেন। আপনার যখন এই বিষয়ে পরীক্ষা হবে তখন দাগিয়ে রাখা অংশে একবার চোখ বুলিয়ে দেখলে পড়াটা মুখস্থ থাকবে। তাই মনোযোগ দিয়ে পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশ দাগিয়ে পড়া উচিত। এছড়াও বই দাগিয়ে পড়লে অনেকদিন যাবৎ পড়াটা মনে থাকে।

৫। লিখে লিখে পড়ুন।

দ্রুত পড়া মুখস্থ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে লিখে লিখে পড়া। আপনি যে পড়াটা দ্রুত মুখস্থ করতে চাচ্ছেন, সে পড়াটা আগে ভালোভাবে কয়েকবার পড়ুন এবং পড়া সম্পন্ন হয়ে গেলে কয়েকবার লেখার চেষ্টা করুন । তাহলে দেখবেন খুব দ্রুতই পড়া মুখস্থ হয়ে যাবে। ইংরেজি পড়া মুখস্থ করার ক্ষেত্রেও লিখে লিখে পড়ে মুখস্থ করে লিখতে পারেন।

৬। পড়ার সারমর্ম তৈরি করুন।

আপনার যদি কোন বড় অধ্যায়ের কোন পড়া থাকে তাহলে ঐ অধ্যায়-টি আগে সম্পূর্ণ ভালো করে পড়ে নিতে পারেন। এরপর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো একটি খাতায় লিখে নিতে পারেন। এবার এই অধ্যায়ের সারমর্ম তৈরি করে রাখুন। এরপর যখন আপনার এই বিষয়টা প্রয়োজন হবে তখন আপনি দেখে নিতে পারেন। আর এভাবেই আপনার পড়া মুখস্থ করে নিতে পারেন।

৭। বন্ধুদের সাথে গ্রুপ স্ট্যাডি করুন।

দ্রুত সময়ের মধ্যে পড়া মুখস্থ করার সবচেয়ে কার্যকরী টিপস হচ্ছে বন্ধুদের সাথে এক জায়গায় বসে গ্রুপ স্ট্যাডি করা। আপনার স্কুলের কয়েকজন বন্ধু টিফিনের সময় বসে পড়াশোনার ব্যাপারে কথা বলতে পারেন। আপনার যে বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে সেটা আপনার বন্ধুদের সাথে আলাপ-আলোচনা করে সমাধান করে নিতে পারেন। এছাড়াও বন্ধুদের সাথে গল্পের মাধ্যেমে আপনারা দ্রুতই সময়ের মধ্যেই পড়া মুখস্থ করে নিতে পারেন।

৮। হেঁটে হেঁটে পড়ুন।

একটানা অনেক সময় ধরে পড়াশোনা করার পর আর বই পড়তে ভালো লাগে না। তাই আপনার যদি এই সময়ে পড়তে না ভালো লাগে, তবে আপনি বই হাতে নিয়ে হেঁটে হেঁটে পড়তে পারেন। এতে আপনার পড়াটাও মুখস্থ হয়ে যাবে এবং মনও ভালো থাকবে।

৯। ছন্দের মাধ্যেমে পড়ুন।

ছন্দের মাধ্যেমে পড়লে পড়া অল্প সময়ের মধ্য মুখস্থ হয়ে যায়। আপনি যে বিষয়টা পড়ছেন সেটা যদি ছন্দের মাধ্যেমে পড়েন তাহলে আপনার পড়াটা দ্রুত সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে। কবিতা, গল্প, লেখক পরিচিতি, কবি পরিচিতি, উপন্যাস, নাটকের নাম, ইতিহাসের বিভিন্ন নাম ইত্যাদি মুখস্থ করার ক্ষেত্রে আপনি ছন্দের মাধ্যেমে পড়ে দ্রুত মুখস্থ করতে পারেন।

১০। পড়া রেকর্ড করুন এবং শুনুন।

পড়া রেকর্ড করে কয়েকদিন বার বার শুনলে সে পড়াটা মুখস্থ হয়ে যাবে। আপনি যে পড়াটা মুখস্থ করতে চাচ্ছেন, সেটা আপনার মোবাইল ফোনে রেকর্ড করে নিন। এরপর আপনি প্রতিদিন কয়েকবার পড়াটা নিজে নিজে শুনুন তাহলে পড়াটা বুঝতে পারবেন এবং সহজে মুখস্থ করতে পারবেন।

১১। অন্যদের সাথে পড়া শেয়ার করুন।

আজকে যে পড়াটা আপনি মুখস্থ করলেন আগামীকাল সে পড়াটা আপনি আপনার বন্ধু/বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন। এতে করে আপনার যদি কোন ভুল/সমস্যা হয় তাহলে তা জেনে নিতে পারবেন। এছাড়াও অন্যদের সাথে শেয়ার করার মাধ্যেমে পড়াটা আরও বেশী মুখস্থ হয়ে যাবে।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

কিভাবে দ্রুত পড়া মুখস্থ করা যায় এই সম্পর্কে হয়তোবা আপনার মনে কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সকল প্রশ্নের উত্তর-

কিভাবে পড়া মুখস্থ করব?

আপনি যদি পড়া মুখস্থ করতে চান তাহলে, যে বিষয়টা মুখস্থ করতে চাচ্ছেন সেটা বারবার পড়ুন এবং পড়ার পর কয়েকবার লিখুন। অন্যদের সাথে মুখস্থ করা পড়াটা শেয়ার করুন তাহলে আপনার পড়া আরও বেশী মুখস্থ হবে।

পড়াশোনা কেন প্রয়োজন?

পড়াশোনা আমাদের প্রয়োজন কারণ পড়াশোনার মাধ্যেমে নতুন কিছু শেখা যায়। মানুষের সাথে কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হয়, নিজেকে কিভাবে সমাজে একজন আদর্শ সৎ মানুষ হতে হয় তার সকল কিছু পড়াশোনার মাধ্যেমে শেখা যায়। তাই আমাদের পড়াশোনার প্রয়োজন আছে।

উপসংহার

পরীক্ষার খাতায় গুছিয়ে সুন্দরভাবে লেখার জন্য পড়া মুখস্থ করার প্রয়োজন আছে। পড়া মুখস্থ ছাড়া খাতায় সুন্দর ভাবে গুছিয়ে লেখা সম্ভব নয়। তাই আজকে আপনাদের সাথে “কিভাবে পড়া দ্রুত মুখস্থ করা যায়” এই বিষয়ে উপরে বিস্তারিতভাবে আলোচনা করেছি।

আশা করি আজকের পোস্টটি পড়ে আপনি নতুন কিছু জানতে পারলেন। দ্রুত পড়া মুখস্থ করার উপায় নিয়ে যদি আপনার কিছু জানার থাকে তবে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে শেয়ার করার অনুরোধ রইলো। আপনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *