কমনওয়েলথ ভুক্ত দেশ কয়টি ও কি কি?

Commonwealth Countries

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

কমনওয়েলথ ভুক্ত দেশ কয়টি ও কি কি এই বিষয়ে জেনে আপনি বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। কেননা বিগত সালের পরীক্ষাগুলোতে কমনওয়েলথ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসেছে। তাই আপনারা যারা এবছর বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কমনওয়েলথ কি? কমনওয়েলথ এর প্রধান কে? কমনওয়েলথ এর মোট সদস্য সংখ্যা সহ কতিপয় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই পোস্টটি কমনওয়েলথ ভুক্ত দেশ কয়টি ও কি কি এই বিষয় নিয়েই সাজানো হয়েছে। তাই আপনি এই পোস্টটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

কমনওয়েলথ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে কমনওয়েলথ সংস্থার সদস্য সংখ্যা হলো দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশ,ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬ টি দেশ। এই সংস্থাটির সচিবালয় লন্ডনে অবস্থিত। সংস্থাটির সর্বশেষ সদস্য হচ্ছে টোগো। ব্রিটেনই মূলত এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অফ নেশন্স গঠিত হয়।

লন্ডনে অবস্থিত কমনওয়েলথের সদর দপ্তরের নাম কি?

লন্ডনে অবস্থিত কমনওয়েলথের সদর দপ্তরের নাম হলো মার্লবোরো হাউজ।

এশিয়া মহাদেশের কমনওয়েলথ এর সদস্য সংখ্যা কয়টি?

এশিয়া মহাদেশের কমনওয়েলথ এর সদস্য সংখ্যা সর্বমোট আটটি।

কমনওয়েলথ ভুক্ত দেশ কয়টি ও কি কি

কমনওয়েলথ ভুক্ত দেশ সর্বমোট ৫৬ টি রয়েছে। কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর নাম জেনে রাখা প্রয়োজন। কেননা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় কমনওয়েলথ ভুক্ত দেশ কতটি এই সমন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। । তাই আপনারা যারা এবছর বিসিএস পরীক্ষা দিবেন তারা কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর নাম জেনে রাখতে পারেন। নিচে কমনওয়েলথ ভুক্ত দেশগুলো দেখুন।

দেশের নামরাজধানী
অ্যান্টিগুয়া ও বার্বুডাসেন্ট জন্‌স
অস্ট্রেলিয়াক্যানবেরা
বাহামা দ্বীপপুঞ্জনাসাউ
বাংলাদেশঢাকা
বার্বাডোসবার্বাডোস
বেলিজবেলমোপান
বতসোয়ানাগ্যাবোরোন
ব্রুনাইবন্দর সেরি বেগাওয়ান
ক্যামেরুনইয়াউন্ডে
কানাডাঅটোয়া
সাইপ্রাসনিকোসিয়া
ডোমিনিকারোজো
ইসোয়াতিনিইসোয়াতিনি
ফিজিসুভা
গাম্বিয়াবাঞ্জুল
ঘানাআক্রা
গ্রেনাডাসেন্ট জর্জের
গায়ানাজর্জটাউন
গ্যাবনলিব্রভিল
ভারতনয়া দিল্লি
জ্যামাইকাকিংস্টন
কেনিয়াকিরিবাস
নাইরোবিতারাওয়া
লেসোথোমাসেরু
মালাউইলিলংওয়ে
মালয়েশিয়াকুয়ালালামপুর
মালদ্বীপমালে
মাল্টাভ্যালেটা
মরিশাসপোর্ট লুইস
মোজাম্বিকমাপুতো
নামিবিয়াউইন্ডহোক
নাউরুরাজধানী নেই
নিউজিল্যান্ডওয়েলিংটন
নাইজেরিয়াআবুজা
পাকিস্তানইসলামাবাদ
পাপুয়া নিউগিনিপোর্ট মোর্সবি
রুয়ান্ডাকিগালি
সেন্ট কিট্‌স ও নেভিসব্যাসেটেরে
সেন্ট লুসিয়াকাস্ট্রি
সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জকিংসটাউন
সামোয়াআপিয়া
সেশেলসভিক্টোরিয়া
সিয়েরা লিওনফ্রিটাউন
সিঙ্গাপুরসিঙ্গাপুর সিটি
সলোমন দ্বীপপুঞ্জহোনিয়ারা
দক্ষিণ আফ্রিকাকেপটাউন
শ্রীলঙ্কাকলম্বো
তানজানিয়াডোডোমা
টোঙ্গানুকুআলোফা
ত্রিনিদাদ ও টোবাগোপোর্ট অফ স্পেন
টুভালুফুনাফুতি
টোগোলোমে
উগান্ডাকাম্পালা
যুক্তরাজ্যলন্ডন
ভানুয়াতুপোর্ট ভিলা
জাম্বিয়ালুসাকা

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

কমনওয়েলথ ভুক্ত দেশ কয়টি ও কি কি এই বিষয়ে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিতে পারে। তবে চলুন জেনে নেই সেই সমস্ত প্রশ্ন ও উত্তরগুলো।

বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে কত সালে?

বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ ১৯৭২ সালের ১৮ এপ্রিল তারিখে।

কমনওয়েলথ এর প্রধান কে?

কমনওয়েলথের বর্তমান প্রধান তৃতীয় চার্লস। কমনওয়েলথ অফ নেশনস -এর সদস্যরা “তাদের মুক্ত সমিতির প্রতীক” হিসাবে স্বীকৃত এবং কমনওয়েলথ মহাসচিব এবং কমনওয়েলথ চেয়ার-ইন-অফিসের পাশাপাশি একজন নেতা হিসাবে কাজ করেন।

কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশের নাম কি?

কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশে হচ্ছে গ্যাবন ও টোগো। ২০২২ সালের ২৫ জুন তারিখে এই দুইটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়।

উপসংহার

কমনওয়েলথ ভুক্ত সর্বমোট সদস্য রাষ্ট্রের সংখ্যা সমন্ধে আমাদের জেনে রাখা প্রয়োজন। । আপনারা যারা এবছর বিসিএস কিংবা সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তারা কমনওয়েলথ ভুক্ত দেশ কয়টি ও কি কি এই বিষয়ে পড়ে জেনে রাখতে পারেন। এছাড়াও চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি ও কি কি এই পোস্টটি পড়তে পারেন।

“কমনওয়েলথ ভুক্ত দেশ কয়টি ও কি কি” এই বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *