বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান

General Knowledge of Electricity

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে বিগত কয়েক বছর ধরে চাকরির পরীক্ষায় নানা ধরনের প্রশ্ন আসছে। বর্তমানে যারা বিসিএস কিংবা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান জেনে পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করতে পারেন। বিশেষ করে যারা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়টি? বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে কয়টি সংস্থা কাজ করছে? বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? সহ বেশ কয়েকটি বিদ্যুৎ সম্পর্কিত প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই আর্টিকেলটি বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য নিয়েই সাজিয়েছি।

বিদ্যুৎ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশ বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠনের অংশ হিসেবে ১৯৯৮ সালে বিদ্যুৎ বিভাগ প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে বিদ্যুৎ বিভাগে নবায়ন নীতি প্রণয়ন করা হয়। ২০১৯ সালে বিদ্যুৎ বিভাগ বেক্সিমকোর সাথে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের ঘোষণা দেয়। এছাড়া ২০২২ সালে বিদ্যুৎ বিভাগ স্বাধীনতা পুরস্কার লাভ করে।

বৈদ্যুতিক ক্ষমতা কি?

বৈদ্যুতিক ক্ষমতা হলো বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হার। এখানে বৈদ্যুতিক শক্তি বা পাওয়ার কে P দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ারের একক হচ্ছে ওয়াট (Watt)। অর্থাৎ, পাওয়ার = ভোল্টেজ X কারেন্ট (P = V X I)

বৈদ্যুতিক শক্তি কি?

বৈদ্যুতিক ক্ষমতা একটি সার্কিটে যত সময় ধরে কাজ করে পাওয়ারের সাথে উক্ত সময়ের গুনফলকে বৈদ্যুতিক শক্তি বলে। বৈদ্যুতিক শক্তি মাপার যন্ত্রের নাম এনার্জি মিটার।

রেজিস্ট্যান্স কি?

পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় পরিবাহী পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে তা বাধাপ্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্স কে বিদ্যুৎ রোধ বলা হয়।

বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান

আপনারা যারা বিসিএস অথবা বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান জেনে রাখতে পারেন। কেননা বিদ্যুৎ সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রশ্ন এর আগেও বিগত পরীক্ষা গুলোতে এসেছে। নিচে বিদ্যুৎ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরগুলো দেখুন।

BREB এর পূর্ণরূপ কী?
উত্তর: BREB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Electrification Board.

পবিস এর পূর্ণনাম কী?
উত্তর: পল্লী বিদ্যুৎ সমিতি।

বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে কয়টি সংস্থা কাজ করছে?
উত্তর: ছয়টি।

বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি কয়টি রয়েছে ?
উত্তর: ৮০ টি।

কোন দেশ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে?
উত্তর: ভারত থেকে।

পল্লী বিদ্যুৎ এর মোবাইল অ্যাপের নাম কি ?
উত্তর: পল্লী বিদ্যুৎ এর মোবাইল অ্যাপের নাম “পল্লী বিদ্যুৎ সেবা”।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: রাঙ্গামাটি জেলায় অবস্থিত।

ভারত থেকে বাংলাদেশ কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে?
উত্তর: ১১৬০ মেগাওয়াট।

ভারত ছাড়া আর কোন কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা রয়েছে?
উত্তর: নেপাল, ভুটান ও মায়ানমার।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সর্ব প্রধান কে কি বলা হয়?
উত্তর: চেয়ারম্যান।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাংগঠনিক কাঠামো গুলো কয়টি?
উত্তর: পাঁচটি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত কবে হয়?
উত্তর: ২০১৪ সালের ২৮ জনুয়ারি।

শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কয়টি?
উত্তর: শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ৪৬২ টি।

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর: ২০০১ সালে।

BEPRC এর পূর্ণরূপ কী?
উত্তর: BEPRC এর পূর্ণরূপ হলো Bangladesh Energy and Power Research Council.

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর: ১৯৮২ সালের ১৪ জানুয়ারী।

পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কাজ কি?
উত্তর: পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কাজ হলো “ বিদ্যুৎ বিতরণ করা”।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কত সালে?
উত্তর: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় ১৯৬২ সালে।

পল্লী বিদ্যুৎ এর সর্বোচ্চ চাহিদা কত?
উত্তর: ৮৬০৬ মেগাওয়াট।

BERC এর পূর্ণরূপ কী?
উত্তর: BERC এর পূর্ণরূপ হলো Bangladesh Energy Regulatory Commission.

বিদ্যুৎ বিভাগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: বিদ্যুৎ বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে।

পল্লী বিদ্যুতের মাসিক বিক্রয় কত টাকা?
উত্তর: ২৬২২ কোটি টাকা।

টাঙ্গাইল জেলায় পল্লী বিদ্যুৎ সমিতিতে কতজন গ্রাহক সংখ্যা?
উত্তর: টাঙ্গাইল সমিতিতে ৫১৮৪৮৮ জন গ্রাহক রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি কি ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: বেসরকারি সমবায় ভিত্তিক বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান।

BPDB এর পূর্ণরূপ কী?
উত্তর: BPDB এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Power Development Board.

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সরকার কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে?
উত্তর: ৪০,০০০ মেগাওয়াট।

বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কে কী বলা হয়?
উত্তর: ওহম বলা হয়।

বৈদ্যুতিক একক কী?
উত্তর: ওয়াট (Watt)।

DESCO এর পূর্ণরূপ কী?
উত্তর: DESCO এর পূর্ণরূপ হলো Dhaka Electric Supply Company Limited.

মোট বিদ্যুতায়িত লাইন কত কি.মি ?
উত্তর: ৫,৬১,২২৫ কি.মি.।

বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশি?
উত্তর: বিজ্ঞানী ভোল্ট এর অবদান বেশি।

যদি বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরে তাহলে বিদ্যুৎ খরচ কেমন হয়?
উত্তর: একই হয়।

CNG এর পূর্ণরূপ কী?
উত্তর: CNG এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas.

বিদ্যুৎ বিতরণ কোম্পানি কয়টি?
উত্তর: ৬ টি

সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: নাইট্রোজেন।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সরকারের কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে?
উত্তর: ৬০,০০০ মেগাওয়াট।

LNG এর পূর্ণরূপ কী?
উত্তর: LNG এর পূর্ণরূপ হলো Liquefied Natural Gas.

১৯ মার্চ ২০১৮ পর্যন্ত সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে?
উত্তর: প্রায় ১০,০৮৪ মেগাওয়াট।

কারেন্ট কে কয় ভাগে বিভক্ত করা হয়েছে ও কি কি?
উত্তর: কারেন্ট কে দুইভাগে ভাগ করা হয়েছে (১) অল্টারনেটিং কারেন্ট (AC) (২) ডাইরেক্ট কারেন্ট (DC)।

LPG এর পূর্ণরূপ কী?
উত্তর: LPG এর পূর্ণরূপ হলো Liquefied Petroleum Gas.

মোট সঞ্চালন লাইন কত কি.মি.?
উত্তর: ১৩,৮৮৯ কি.মি।

বিতরণ লাইন কত কি.মি.?
উত্তর: ৬ লক্ষ ২৯ হাজার।

পল্লী বিদ্যুৎ সমিতির নীতি কি?
উত্তর: লাভ ও না ক্ষতি ও না ।

বিদ্যুৎ বিভাগে নবায়ন নীতি কবে প্রণয়ন করা হয়?
উত্তর: ২০০০ সালে।

NDCL এর পূর্ণরূপ কী?
উত্তর: NDCL এর পূর্ণরূপ হলো National Load Dispatch Center.

SREDA এর পূর্ণরূপ কী?
উত্তর: SREDA এর পূর্ণরূপ হলো Sustainable and Renewable Energy Development Authority.

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ

বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সকল প্রশ্ন ও উত্তর।

বিদ্যুৎ বিতরণ কোম্পানি কয়টি?

বিদ্যুৎ বিতরণ কোম্পানি মোট ৬ টি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৮০ টি সমিতির মাধ্যমে দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বাকি ২৫ শতাংশ গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দিয়েছে ৫টি বিতরণ কোম্পানি।

বাংলাদেশে কোন কোন বিদ্যুৎ কেন্দ্র আছে?

বাংলাদেশে চার ধরনের বিদ্যুৎ কেন্দ্র রয়েছ। যথাঃ পানি বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র।

উপসংহার

বিদ্যুৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে রাখতে পারেন। বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার জন্য বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান পড়ে প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও চাকরির প্রস্তুতির জন্য কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান পড়তে পারেন।

“বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

2 responses to “বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান”

  1. Md.Sahebul Islam Avatar
    Md.Sahebul Islam

    very helpful, thank you.

  2. Zulfeker Joni Avatar
    Zulfeker Joni

    ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *