নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

10 Sentences About Myself in Bengali

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় বিসিএস ও সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ অবশ্যই জেনে রাখা প্রয়োজন। কেননা বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির ভাইভা পরীক্ষাগুলোতে প্রতিটি প্রার্থীকে নিজের সম্পর্কে বলতে বলা হয়। তাই আপনি নিজের সম্পর্কে ১০ টি বাক্য জেনে চাকুরির পরীক্ষার প্রস্তুতি আরও দৃঢ় করতে পারেন।

যখন চাকরির ভাইভা পরীক্ষায় প্রার্থীকে প্রশ্ন করা হয় “নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় বলুন?” দেখা যায় বেশিরভাগ প্রার্থী নিজের সম্পর্কে বলতে পারে না। হ্যাঁ! অবাক হলেও এটাই সত্যি। যদিও এখন বিষয়টা আপনার নিজের কাছে সহজ মনে হচ্ছে। তবে চাকরির ভাইভা পরীক্ষায় এই প্রশ্নের উত্তর দিতে সত্যিই অনেকেই ঘাবড়ে যায়।

সত্যি বলতে সরকারি-বেসরকারি চাকরির ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে এই ধরণের বিষয় নিয়ে কখনও চিন্তাও করি না। বাস্তবে নিজের সম্পর্কে বলার প্রয়োজন হয় না বিধায় কখনও এ সম্পর্কে নিজে নিজে বলার অনুশীলনও করি না। আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে আপনি আপনার আগত চাকরির পরীক্ষায় নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় সহজেই বলতে পারবেন। তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।

নিজের সম্পর্কে কি কি বলতে হয়?

সরকারি-বেসরকারি চাকরির ভাইভা পরীক্ষায় কেবল মাত্র আপনার নিজের সম্পর্কে বলুন। কোন ভাবে অপ্রাসঙ্গিক বিষয় বলবেন না। এমন কিছু বলুন যা অন্য প্রার্থীদের থেকে আপনাকে একটু আলাদা করে। আপনাকে সবথেকে সেরা প্রার্থী হিসেবে প্রমাণ করে। নিজের সম্পর্কে কি কি বলতে হয় তা নিচে তুলে ধরা হলো-

  • আপনার পূর্ণ নাম এবং কোন বিষয়ে কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া সম্পূর্ণ করেছেন তা উল্লেখ করুন।
  • প্রাতিষ্ঠানিক কোন বিশেষ সাফল্য (স্কলারশিপ, প্রথম স্থান অধিকার) থাকলে তা অবশ্যই উল্লেখ করুন।
  • আপনার যদি পূর্ব কাজের অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই সেই অভিজ্ঞতা, সাফল্য, প্রাপ্তি, এবং দক্ষতা তুলে ধরুন।
  • চাকরির ভাইভা পরীক্ষায় যতটুকু সম্ভব প্রমান সহ নিজের ২টি ভাল গুন তুলে ধরুন।
  • আপনার দুর্বলতা সম্পর্কেও বলুন এবং কিভাবে দুর্বলতা কাটিয়ে উঠার চেষ্টা করছেন সে সম্পর্কে বলুন।
  • ২ থেকে ৩ মিনিটের মধ্যে নিজের সম্পর্কে পুরো বক্তব্যটি শেষ করতে চেষ্টা করুন।

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

সরকারি-বেসরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নিজের সম্পর্কে সহজেই বলার জন্য নীচে ১০ টি বাক্য বাংলায় তুলে ধরা হল। আপনি যদি এই বাক্যগুলো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি নিজেও আপনার নিজের সম্পর্কে চাকরির ভাইভা পরীক্ষায় অনেক কিছুই বলতে পারবেন-

  1. আমার নাম রায়হান কবির শান্ত
  2. আমার জন্ম রাজশাহী জেলায় কিন্তু পড়াশোনার জন্য ২০১৮ সাল থেকে ঢাকায় বসবাস করছি।
  3. আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স সম্পূর্ণ করেছি।
  4. আমার বাবা একজন স্কুল শিক্ষক এবং মা গৃহিনী।
  5. আমি আমার পরিবারের বড় ছেলে তাই আমাকে অনেক সময় কিছু দায়িত্বও কাঁধে নিতে হয়।
  6. আমি জানি স্বপ্ন পূরণ করা কতটা কঠিন তবুও আমি শেষ পর্যন্ত স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে চাই।
  7. কোন কাজ করতে আমার একটু বেশিই সময় লাগে কারণ আমি খুব ভালভাবে কাজটি সম্পূর্ণ করতে ভালবাসি।
  8. আমার শখ বই পড়া ও কবিতা লেখা কিন্তু নৌকা ভ্রমণে আমি খুব আনন্দ পাই।
  9. প্রতিদিন বিকেলে কিছুসময় ক্রিকেট খেলতে এবং শারীরিক ব্যায়াম করতে খুব ভালো লাগে।
  10. জীবনে যতটুকু সময় বাকি রয়েছে তা দায়িত্ব ও কাজের মধ্যে দিয়ে উপভোগ করতে চাই।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় এই বিষয়ে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তরগুলো।

নিজেকে কিভাবে ব্যক্তিত্বসম্পন্ন করে গড়ে তুলব?

নিজেকে ব্যক্তিত্বসম্পন্ন করে গড়ে তোলার জন্য সর্বপ্রথম একজন ভালো শ্রোতা হতে হবে। প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনে ও উপলব্ধি করে উত্তর দিতে হবে। যার ফলে বক্তার এবং আশেপাশের মানুষের আপনার সম্পর্কে সুউচ্চ ধারণা হয় এবং আপনার ব্যক্তিত্ব ফুটে উঠে। তাই কেউ কথা বলার সময় মাঝখানে কথা বলে বলবেন না এতে করে সে আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। আরেকটি ব্যাপার হলো মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যাবাদীদের কেউ পছন্দ করে না। প্রতিনিয়ত মিথ্যা কথা বললে সকলের কাছে সম্মান তো বাড়বেই না বরং যা সম্মান আছে তা নষ্ট হয়ে যাবে। এজন্য যতটা সম্ভব সত্য কথা বলতে চেষ্টা করা উচিৎ।

আমি কিভাবে নিজের মনোবল দৃঢ় করতে পারি?

চাকরির পরীক্ষার সময় বা অনেক ক্ষেত্রেই আমরা আমাদের মনোবল হারিয়ে ফেলি। আমরা আমাদের মনোবল হারিয়ে ফেলার মাধ্যমে অনেক সহজ কাজ কঠিন করে ফেলি। তাই আমরা কঠিন সময়েও কিভাবে আমাদের মনোবল ঠিক রাখতে পারি সে সম্পর্কে নিচে তুলে ধরা হলো-

  • আমি না পারলে অন্যকেও সেটা পারবে না।
  • দুনিয়াতে আমাকে শুধুমাত্র এমনি এমনি পাঠানো হয়নি।
  • নিজেই নিজের কাজকে সমর্থন দেওয়া।
  • কারো কথায় নিজের কাজের মনোযোগ নষ্ট না করা।
  • সাহস নিয়ে পথ চলা।
  • “অনেকবার চেষ্টা করে ব্যর্থ হলেও ঠিকই সফল হব” এই কথাটি বিশ্বাস করুন।
  • যতই বাধা আসুক কোন অবস্থাতেই ধৈর্য হারানো যাবে না।

উপসংহার

প্রতিটি ব্যক্তিকে নিজের সম্পর্কে জানতে এবং চিনতে হয়। এতে যে কেউ নিজের প্রতি ফিরে পায় আত্মবিশ্সাস। চাকরির ভাইভা পরীক্ষায় যখন নিজের সম্পর্কে ১০ টি বাক্য বলতে বলা হয় তখন তা অনেকেই বলতে পারেনা। বিষয়টি খুব সহজ মনে হলেও আত্মবিশ্সাসীগণ ছাড়া প্রকৃতপক্ষে উত্তর দেওয়া অনেক কঠিন। তাই বিষয়টি সহজ মনে করে এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ নয়। আপনার নিজের চাকরি পাওয়া সহজ করতে সাপ্তাহিক চাকরির পত্রিকা গুলোতে নিয়মিত চাকরির বিজ্ঞাপন দেখতে পারেন।

আপনি যদি “নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়” এ বিষয়ে আরও কিছু জানতে চান তবে এই পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যদি আপনার কাছে এই পোস্টটি তথ্যবহুল মনে হয় তবে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *