Daily Model Test সম্পর্কে

সরকারি কিংবা বেসরকারি অধিকাংশ চাকরিতে তারাই উত্তীর্ণ হয়, যারা বেশি বেশি বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে। অধিকাংশ সময় দেখা যায়, চাকরির পরীক্ষায় উত্তীর্ণের ৭০% অনেক অনেক পরীক্ষার অভিজ্ঞতার আলোকে উত্তীর্ণ হয়। মূল বিষয় হচ্ছে, যত বেশি চাকরির পরীক্ষা অংশগ্রহণ করা যায় ঠিক ততটাই পরীক্ষা, চাকরি প্রত্যাশীদের অবস্থা, এবং প্রশ্নের ধরন সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা অর্জন করা যায়।

Daily Model Test একটি অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্লাটফর্ম। Daily Model Test এ চাকরি প্রত্যাশী ছাত্র/ছাত্রী পড়াশোনা করতে পারে এবং সরকারি/বেসরকারি চাকরির পরীক্ষার আগে নিজেকে যাচাইয়ের জন্য নিয়মিত মডেল টেস্ট দেওয়ার সুযোগ পায়।

Daily Model Test কি?

Daily Model Test হলো অনলাইনে ফ্রি পরীক্ষা দেওয়ার একটি সেরা প্লাটফর্ম। Daily Model Test এ রয়েছে চাকরির পরীক্ষায় আসার মত অসংখ্য প্রশ্নের তালিকা, বিষয়ভিত্তিক প্রশ্ন-উত্তর এবং প্রতিটি প্রশ্নের সহজ ব্যাখ্যা। এছাড়াও Daily Model Test এ একজন ছাত্র/ছাত্রী বর্তমান মাসে অংশগ্রহণ করা সকল পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান এবং বর্তমান মাসের সেরা ১০ জনের তালিকা দেখতে পান। যা একজন ছাত্র/ছাত্রীর ভিতর থেকে অনুধাবন করতে সাহায্য করবে যে , সে কতটা পিছিয়ে অথবা এগিয়ে আছে এবং কিভাবে আগামী দিনে আরও ভালো করা যায়।

Daily Model Test কেন এবং কার জন্য?

সরকারি/বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্যে আমাদের অংশগ্রহণ বাবদ নির্দিষ্ট ফি (Fee) প্রদান করতে হয়। অন্যদিকে সরকারি/বেসরকারি চাকরির পরীক্ষাগুলো সাধারণত ঢাকা , চট্টগ্রাম , রাজশাহী , খুলনা , বরিশাল , সিলেট , রংপুর , ময়মনসিংহের মতো বড় শহরে এবং শুধুমাত্র শুক্রবার দিনই অনিষ্ঠিত হয়। নিঃসন্দেহে বেকার ভাই-বোনদের জন্য যা কোনো অংশে কম ব্যয়বহুল নয়।। এসব দিক থেকে চিন্তা করে ১ জানুয়ারী, ২০২১ তারিখে Daily Model Test এর জন্ম। আমরা চাই, চাকরি প্রত্যাশী ভাই-বোন ঘরে বসে এবং সম্পূর্ণ বিনামূল্যে MCQ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ। আপনি চাইলে আজ থেকেই ঘরে বসে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও মোবাইলে ইন্টারনেট সংযোগের মাধ্যমে Daily Model Test এ সম্পূর্ণ বিনামূল্যে MCQ পরীক্ষা দিতে পারেন। চাকরির পরীক্ষার আগে নিজেকে বিশেষ ভাবে যাচাই করতে পারেন।

Daily Model Test কেন ব্যবহার করবেন?

Daily Model Test হলো সরকারি/বেসরকারি চাকরির পরীক্ষার আগে নিজেকে যাচাই করার একটি সেরা অনলাইন প্ল্যাটফর্ম। Daily Model Test ব্যবহারের মাধ্যমে পরীক্ষার ধরণ, প্রশ্নের ধরণ, চাকরি প্রত্যাশি এবং নিজের মনোবল সম্পর্কে বা বিশেষ ধারণা রাখা যায়। যা সরকারি/বেসরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়ক। জেনে নেওয়া যাক Daily Model Test কেন ব্যবহার করবেন-

  • আমাদের রয়েছে পরীক্ষায় আসার মত অসংখ্য প্রশ্নের তালিকা।
  • আমাদের প্রশ্নগুলো বিষয়ভিত্তিক অনুসারে সাজানো।
  • আমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের সহজ ব্যাখ্যা।
  • আমাদের রয়েছে সমাধানকৃত প্রশ্নের রিভিশনের সুযোগ।
  • আমাদের রয়েছে অংশগ্রহণকৃত পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান।
  • আমাদের রয়েছে বর্তমান মাসের সেরা ১০ জনের তালিকা বা লিডারবোর্ড সিস্টেম।

Daily Model Test এর লক্ষ্য ও উদ্দেশ্য

প্রায় সবকিছুর একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, ঠিক তেমনি Daily Model Test এর ও নিদিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলো, সরকারি/বেসরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণের লক্ষ্যে বিনামূল্যে লেখাপড়া ও নিজেকে যাচাই করার জন্য ফ্রি MCQ পরীক্ষার সুযোগ নিশ্চিত করা।

পরিশেষে বলা যায় যে, Daily Model Test একটি অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্লাটফর্ম। যেখানে শিক্ষা গ্রহণ এবং নিজেকে যাচাই করার সুযোগ পাওয়া যায়। আমাদের সম্পর্কে আপনার কোন মন্তব্য বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কথা বলতে বরাবরই ভালোবাসি। আশা করি আপনি Daily Model Test এর পাশেই থাকবেন।