বিভিন্ন সংস্থার সদর দপ্তর সমূহ

Headquarter of Different Organizations

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

বিভিন্ন সংস্থার সদর দপ্তর সম্পর্কে জেনে বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করুন। কেননা বিগত সালের সরকারি-বেসরকারি কিংবা বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এসেছে। তাই এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন। বিশেষ করে আপনারা যারা এবছর বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? ফিফার সদর দপ্তর কোথায়? ইউএন এর সদর দপ্তর কোথায়? সহ কতিপয় প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। আজকের এই আর্টিকেলটি নানা সংস্থার সদর দপ্তরের নাম সমূহ নিয়েই সাজানো হয়েছে। তাই আপনি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগসহ পড়ুন।

বিভিন্ন সংস্থার সদর দপ্তর সম্পর্কে সংক্ষিপ্ত কথা

সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। এসব সংস্থাগুলো নানা কারণে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এদের সদর দপ্তরগুলো কখনো কখনো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের বিষয় হয়ে দাঁড়ায়। তাই আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরের নাম সমূহ আমাদের জেনে রাখা প্রয়োজন। আজকের এই আর্টিকেলে বিভিন্ন সংস্থার সদর দপ্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বিভিন্ন সংস্থার সদর দপ্তর সমূহ

আপনারা যারা এ বছর বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আন্তর্জাতিক বা বিভিন্ন আঞ্চলিক সংস্থার সদর দপ্তরের নামগুলো জেনে পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন। নিচে বিভিন্ন সংস্থার সদর দপ্তরের নাম সম্পর্কে বিস্তারিত পড়ে জেনে নিন।

সংস্থার নামসদর দপ্তর
Food and Agriculture Organization (FAO)রোম
Asia-Pacific Economic Association (APEC)সিঙ্গাপুর
World Health Organization (WHO)জেনেভা
International Standards Organization (ISO)জেনেভা
International Civil Aviation Organizationমন্ট্রিল
International Maritime Organization (IMO)লন্ডন
United Nations High Commissioner for Refugees (UNHCR)জেনেভা
World Food Program (WFP)রোম
ICCদুবাই (ইউনাইটেড আরব আমিরাত)
FIFAজুরিখ, সুইজারল্যান্ড
United Nations University (UNU)টোকিও, জাপান
Developing-8 (D-8)ইস্তাম্বুল, তুরস্ক
Commonwealthলন্ডন
Cable News Network (CNN)আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
Reutersলন্ডন
International Telecommunication Union (ITU)জেনেভা
ইউনিসেফ (UNICEF)নিউইয়র্ক
International Development Association (IDA)ওয়াশিংটন ডিসি
Interpolলিয়ন, ফ্রান্স
Amnesty Internationalলন্ডন
International Fund for Agricultural Development (IFAD)রোম
ইউএন উইমেন (UN Women)নিউইয়র্ক
রাসায়নিক অস্ত্রের নিষেধাজ্ঞার জন্য সংগঠন (OPCW)হেগ
International Court of Justice (ICJ)হেগ
NATOব্রাসেলস
European Union (EU)ব্রাসেলস
Organization of the Petroleum Exporting Countries (OPEC)ভিয়েনা
United Nations Industrial Development Organization (UNIDO)ভিয়েনা
International Atomic Energy Agency (IAEA)ভিয়েনা
জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (UNODC)ভিয়েনা
United Nations Human Rights Council (UNHRC)জেনেভা
International Labor Organization (ILO)জেনেভা
Asian Infrastructure Investment Bank (AIIB)চীন
New Development Bank (NDB)চীন
মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ (BIMSTEC)বাংলাদেশ
Organization of Islamic Cooperation (OIC)জেদ্দা
Islamic Development Bank (IDB)জেদ্দা
Gulf Cooperation Council (GCC)রিয়াদ
United Nations Development Program (UNDP)নিউইয়র্ক
United Nations Population Fund (UNFPA)নিউইয়র্ক
International Bank for Reconstruction and Development (IBRD)ওয়াশিংটন ডিসি
International Finance Corporation (IFC)ওয়াশিংটন ডিসি
Multilateral Investment Guarantee Agency (MIGA)ওয়াশিংটন ডিসি
International Civil Aviation Organization (ICAO)মন্ট্রিল
জাতিসংঘ (UN)নিউইয়র্ক
সার্ক (SAARC)কাঠমান্ডু
বিশ্ব ব্যাংক (World Bank)ওয়াশিংটন ডিসি
IMFওয়াশিংটন ডিসি

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

বিভিন্ন সংস্থার সদর দপ্তর এই বিষয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে আর সময় নষ্ট না করে চলুন জেনে নেই সেই সমস্ত সব প্রশ্নের উত্তরগুলো-

ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ইউনেস্কো এর সদর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

অ্যাশিয়ান (ASEAN) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

অ্যাশিয়ান (ASEAN) এর সদর দপ্তর জাকার্তায় অবস্থিত।

উপসংহার

বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। এ সংস্থাগুলো মানুষের সার্বিক কল্যাণে কাজ করে থাকে। তাই বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোর নাম ও সদর দপ্তর জেনে রাখা প্রয়োজন। কেননা সরকারি চাকরির পরীক্ষায় কিংবা বিসিএস পরীক্ষায় বিভিন্ন সংস্থার সদর দপ্তর থেকে নানা ধরনের প্রশ্ন আসে তাই এই সম্পর্কে পড়ে প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিজ্ঞানীদের নাম ও আবিষ্কার সমূহ পড়তে পারেন।

“বিভিন্ন সংস্থার সদর দপ্তর” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *