এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

Names of the Countries of Asia

সর্বশেষ আপডেটঃ

/

ক্যাটাগরিঃ

,

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম জেনে বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। কেননা বিগত সালের সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় এশিয়া মহাদেশের দেশগুলো নিয়ে অনেক প্রশ্ন এসেছে। তাই আপনারা যারা এ বছর বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে? এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? এশিয়া মহাদেশে কোথায় অবস্থিত? সহ কতিপয় প্রশ্নের উত্তর চাকরির পরিক্ষার প্রস্তুতি স্বরূপ জেনে রাখতে পারেন। আজকের এই আর্টিকেলটি এশিয়া মহাদেশের দেশগুলোর নাম নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

এশিয়া মহাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

পৃথীবির সবচেয়ে জনবহুল মহাদেশ হলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এটি পৃথীবির ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত রয়েছে । আনুমানিক ৪৩০ কোটি লোক এশিয়া মহাদেশে বসবাস করে। বিশ্বের প্রায় ৬০% মানুষ এই মহাদেশে বসবাস করেন। এশিয়া মহাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি তে ১৪৪ জন। এশিয়া মহাদেশের আয়তন ৪,৪৫,৭৯,০০০ কিলোমিটার। এশিয়া মহাদেশে ৪৯ টি দেশ রয়েছে এবং প্রায় ২২০০ টি ভাষা প্রচলিত রয়েছে। এশিয়া জাতীয়তা বিশেষণ হচ্ছে এশিয়ান।

এশিয়া মহাদেশ কি?

বিশ্বের বৃহৎ এবং সবচেয়ে জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। মহাদেশটি পৃথীবির পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। মহাদেশটির আয়তন ৪,৪৫,৭৯,০০০ কিলোমিটার। আনুমানিক ৪৩০ কোটি লোক এশিয়া মহাদেশে বসবাস করে। বর্তমানে এশিয়া মহাদেশে ৪৯ টি দেশ সহ প্রায় ২২০০ টি ভাষাভাষীর লোক বসবাস করে। এশিয়া মহাদেশে বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়ানিজম, হিন্দুধর্ম, ইসলাম, জৈন, ইহুদি ধর্ম, শিন্টো, শিখ ধর্ম, তাওবাদ এবং জরথুস্ট্রবাদ ধর্মের লোক এক সাথে বসবাস করে।

এশিয়া মহাদেশ কয়টি দেশ রয়েছে?

এশিয়া মহাদেশে সর্বমোট ৪৯টি সার্বভৌম দেশ রয়েছে।

এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশের নাম কি?

এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ হলো চীন যার আয়তন ৯৫.৯৭ লক্ষ বর্গ কিলোমিটার।

এশিয়া মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট কে?

এশিয়া মহাদেশের প্রথম নারী হলেন “মারিয়া কোরাজন একুইনো”। তিনি ছিলেন ফিলিপাইনের ১১ তম প্রেসিডেন্ট এবং তাকেই প্রথম এশিয়া মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম সমূহ

আপনারা যারা এ বছর বিসিএস কিংবা সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এশিয়া মহাদেশের দেশগুলোর নাম জেনে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কেননা বিগত সালের পরীক্ষাগুলোতে এশিয়া মহাদেশের দেশগুলো সম্পর্কে নানা ধরনের প্রশ্ন এসেছে। নিচে এশিয়া মহাদেশের দেশগুলোর নাম সমূহ তুলে ধরা হলোঃ

দেশের নামরাজধানীর নামমুদ্রার নাম
বাংলাদেশঢাকাটাকা
নেপালকাঠমুন্ডুরুপি
পাকিস্তানইসলামাবাদরুপি
আজারবাইজানবাকুমানাত
আফগানিস্তানকাবুলআফগানি
আর্মেনিয়াইয়েরেভানআর্মেনিয়ান ড্রাম
ইন্দোনেশিয়াজাকার্তারুপিয়া
ইয়েমেনসানারিয়াল
ইরাকবাগদাদদিনার
ইরানতেহরানরিয়াল
ইসরাইলজেরুজালেমশেকেল
উজবেকিস্তানতাশখন্দসোম
উত্তর কোরিয়াপিয়ংইয়ংওয়োন
ওমানমাসকটওমানি রিয়াল
কম্বোডিয়ানমপেনরিয়েল
কাজাকিস্তানআলমাআতাটেঙোর টেঙ্গে
কাতারদোহারিয়াল
কিরগিজিস্তানবিশবেকসোম
কুয়েতকুয়েত সিটিদিনার
চীনবেইজিংউয়ান
জর্ডানআম্মানদিনার
জাপানটোকিওইয়েন
জর্জিয়াতিবিলিসিল্যারি
তাইওয়ানতাইপেতাইওয়ান ডলার
তাজিকিস্তানদুশানবেরুবল
তুরস্কআঙ্কারালিরা
তুর্কমেনিস্তানআশাখাবাদমানাত
থাইল্যান্ডব্যাংককবাথ
দক্ষিণ কোরিয়াসিউলওয়োন
পূর্ব তিমুরদিলিরুপাইয়া
ফিলিপাইনম্যানিলাপেসো
ফিলিস্তিনরামাল্লাদিনার
বাহরাইনমানামাদিনার
ব্রুনাইবন্দর সেরীডলার
ভারতনয়াদিল্লীরুপি
ভিয়েতনামহ্যানয়ডং
ভুটানথিম্পুগুলড্রাম
রাশিয়ামস্কোরুশ রুবল
মঙ্গোলিয়াউলান বাটরতুঘরিক
মায়ানমারনাইপিদোকিয়াত
মালদ্বীপমালেরুপিয়া
মালেশিয়াকুয়ালালামপুররিঙ্গিত
মিশরকায়রোপাউন্ড
লাওসভিয়েন তিয়েনকিপ
লেবাননবৈরুতপাউন্ড
শ্রীলংকাকলম্বোরুপি
সংযুক্ত আরব আমিরাতআবুধাবিদিরহাম
সিঙ্গাপুরসিঙ্গাপুর সিটিডলার
সিরিয়াদামেস্কপাউন্ড
সৌদি আরবরিয়াদরিয়াল

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্নের উত্তরগুলো-

এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত?

এশিয়া মহাদেশ পৃথীবির পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এটি ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত রয়েছে।

এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশ কোনটি?

আয়তন অনুসারে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ। মালদ্বীপের আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার। বর্তমানে মালদ্বীপের জনসংখ্যা রয়েছে প্রায় ৪ লক্ষ। ১৯৬৫ সালের ২৬ জুলাই দেশটি স্বাধীনতা লাভ করে।

উপসংহার

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম আমাদের প্রত্যকের জেনে রাখা প্রয়োজন। বিশেষ করে যারা এ বছর বিসিএস বা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এশিয়া মহাদেশের দেশগুলোর নাম পড়ে পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করতে পারেন। কেননা বিগত সালে এশিয়া মহাদেশের দেশগুলোর তালিকা থেকে অনেক প্রশ্ন এসেছে। তাই এশিয়া মহাদেশের দেশগুলোর নাম পড়ে মুখস্থ করতে পারেন। এছাড়াও চাকরির প্রস্তুতির জন্য বাংলাদেশের বিভিন্ন স্থাপনার স্থপতি সম্পর্কে পড়তে পারেন।

“এশিয়া মহাদেশের দেশগুলোর নাম” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

One response to “এশিয়া মহাদেশের দেশগুলোর নাম”

  1. মোহাম্মদ আব্দুল্লাহ Avatar

    এই ওয়েবসাইটটি যথেষ্ট নির্ভরযোগ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *